The line "Alone, alone, all, all alone, Alone on a wide wide sea!" is from which poem?
A
Kubla Khan
B
Ode to the West Wind
C
The Rime of the Ancient Mariner
D
The Prelude
উত্তরের বিবরণ
“Alone, alone, all, all alone, Alone on a wide wide sea!” লাইনটি নেওয়া হয়েছে Samuel Taylor Coleridge-এর বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner থেকে। এটি ইংরেজি রোমান্টিক যুগের একটি রহস্যময় এবং প্রভাবশালী কবিতা, যা প্রকৃতি, অপরাধ ও শাস্তি সম্পর্কে গভীর বার্তা দেয়।
-
কবিতা প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, Lyrical Ballads-এর অন্তর্ভুক্তি হিসেবে।
-
এটি ৭ পার্টে বিভক্ত একটি দীর্ঘ কবিতা।
প্রধান চরিত্রসমূহ:
-
The Mariner – প্রাচীন নাবিক এবং গল্পের নায়ক
-
Wedding Guest – নাবিকের গল্প শুনতে আসা তরুণ
-
Albatross – নাবিক হত্যাকৃত পাখি
-
The Nightmare
-
Life in Death
সারসংক্ষেপ:
-
নায়ক একটি প্রাচীন নাবিক, তিনজন তরুণকে তার অভিজ্ঞতা শোনান।
-
সে একটি Albatross হত্যা করে, যার ফলে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
জাহাজের অন্যান্য সবাই মারা যায় এবং নাবিক একা বেঁচে থাকে।
-
একা থাকার অভিজ্ঞতা তাকে প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং তার ভুল বোঝাপড়া শেখায়।
-
শেষ পর্যন্ত তাকে পৃথিবী ঘুরে এই গল্প সবার সঙ্গে শেয়ার করতে হয়।
-
কবিতার মূল বিষয়: অপরাধ, শাস্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্ব।
প্রসিদ্ধ উদ্ধৃতি:
-
“Alone, alone, all, all alone, Alone on a wide sea.”
-
“Water, water everywhere, Not any drop to drink.”
-
“He prayeth best, who loveth best All things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
ব্রিটিশ lyrical poet, critic, এবং philosopher।
-
Lyrical Ballads William Wordsworth-এর সঙ্গে রচনা করেছেন, যা ইংরেজি Romantic Movement-এর সূচনা।
-
তাঁর Biographia Literaria (1817) ইংরেজি রোমান্টিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনা।
উল্লেখযোগ্য কাজ:
-
The Rime of the Ancient Mariner
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
Biographia Literaria

0
Updated: 7 hours ago
The expression 'break a leg' means-
Created: 3 weeks ago
A
To trick someone
B
To avoid taking risks
C
To fail at something
D
To wish someone good luck
Idiom: “Break a Leg”
-
Meaning:
-
English: Used to wish someone good luck, especially a performer
-
Bangla: শুভকামনা জানানো
-
-
Example Sentence:
-
Break a leg! Show them why you're the best candidate.
-
Bangla: শুভকামনা রইলো! তাদের দেখিয়ে দাও তুমিই সেরা প্রার্থী।
-
-
Usage Context:
-
Commonly used in theatre, exams, or competitions to wish success without saying “good luck” directly
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 3 weeks ago
Harbinger : Omen :: Epitome : ________
Created: 1 week ago
A
Antithesis
B
Fragment
C
Expansion
D
Perfection
• Harbinger : Omen :: Epitome : Perfection
• শব্দগুলোর অর্থ:
-
Harbinger (Noun) — অগ্রদূত
-
Omen (Noun) — পূর্বাভাস
-
Epitome (Noun) — সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক
• Given options:
-
ক) Antithesis (Noun) — সরাসরি বিপরীত বস্তু
-
খ) Fragment (Noun) — খণ্ড; টুকরা; ক্ষুদ্রাংশ; অসম্পূর্ণ অংশ
-
গ) Expansion (Noun) — বিস্তার; বিস্তারণ; প্রসারণ
-
ঘ) Perfection (Noun) — উৎকৃষ্ট রূপ বা উৎকর্ষের উদাহরণ
• Analogical Relation:
-
A harbinger is a type of omen (both indicate something to come).
-
Similarly, the epitome of something represents its perfection or highest form.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Who wrote the novel The Sun Also Rises?
Created: 1 week ago
A
Sydney Porter
B
Ernest Hemingway
C
E.M. Forster
D
Arundhuti Roy
The Sun Also Rises আর্নেস্ট হেমিংওয়ের প্রথম সার্থক ও গুরুত্বপূর্ণ উপন্যাস, যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি লন্ডনে Fiesta নামে প্রকাশিত হয়েছিল। এতে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে Lost Generation বা সমকালীন তরুণ প্রজন্মের জীবনে যুদ্ধের প্রভাব তুলে ধরা হয়েছে। কাহিনী মূলত প্যারিস এবং স্পেনের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
Ernest Hemingway ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর সংক্ষিপ্ত, সরল ও সুস্পষ্ট গদ্যশৈলী ২০ শতকের American and British fiction-এ শক্তিশালী প্রভাব ফেলেছিল। The Sun Also Rises তাঁর প্রথম উপন্যাস, যা তাকে ইংরেজি সাহিত্যে একজন প্রতিষ্ঠিত ঔপন্যাসিক হিসেবে স্বীকৃতি দেয়।
হেমিংওয়ের উল্লেখযোগ্য রচনা
-
The Sun Also Rises
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
অন্যদিকে, The Sun Rising হলো জন ডানের রচিত একটি বিখ্যাত কবিতা, যা হেমিংওয়ের উপন্যাসের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।

0
Updated: 1 week ago