Who is the author of "Queen Mab"?
A
P. B. Shelley
B
William Wordsworth
C
John Keats
D
Lord Byron
উত্তরের বিবরণ
Queen Mab হলো P. B. Shelley-এর লেখা একটি বিখ্যাত philosophical poem, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৩ সালে বেনামে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ১৮১৬ সালে। এটি Shelley-এর প্রথম প্রধান কবিতা এবং নয়টি canto-তে বিভক্ত, blank verse-এ রচিত। কবিতায় Queen Mab, fairies-এর রাণী, Ianthe-এর আত্মাকে মানবজাতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাধ্যমে একটি দর্শন প্রদর্শন করেন।
-
পুরো শিরোনাম: Queen Mab, a Philosophical Poem: With Notes
-
কবিতার মূল উদ্দেশ্য: মানবজাতির অজ্ঞতা, ভুল এবং সামাজিক সমস্যার সমালোচনা করা।
-
মূল চরিত্র: Queen Mab ও Ianthe (Shelley-এর প্রথম সন্তানের নাম)
Percy Bysshe Shelley (1792–1822)
-
জন্ম: Sussex, England
-
পড়াশোনা: Oxford University, তবে ১৮১১ সালে The Necessity of Atheism লেখার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন।
-
২১ বছর বয়সে নিজেকে নাস্তিক (Atheist) ঘোষণা করেন।
-
Shelley-কে ইংরেজি সাহিত্যের অন্যতম Revolutionary poet হিসেবে গণ্য করা হয়।
-
তিনি বিশ্বাস করতেন যে সমাজ পরিবর্তনের জন্য গুণগত বিপ্লবের প্রয়োজন।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
-
উপাধি: The Poet of Hope and Regeneration
উল্লেখযোগ্য কাজ:
Poems:
-
Queen Mab (প্রথম প্রধান কবিতা)
-
Ode to the West Wind
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci

0
Updated: 7 hours ago
"To be or not to be, that is the question."
This is taken from Shakespeare's play-
Created: 1 week ago
A
Hamlet
B
Othello
C
Macbeth
D
Julius Caesar
• "To be or not to be, that is the question."
- This is taken from Shakespeare's play Hamlet.
• Hamlet:
- William Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় 1603 সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet ছিলেন 'prince of Denmark' যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy -এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet -এর মৃত্যুর মধ্যে দিয়ে এই tragedy -র সমাপ্তি ঘটে।
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।
• Notable works:
Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.
Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream, etc.
Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

0
Updated: 1 week ago
Questions 31 to 35: Identify the erroneous part. If there is no error, choose option E.
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
Created: 1 week ago
A
auditor
B
egregiously misleading
C
uncovered
D
No error
• The correct answer is — ঙ) No error
• Correct sentence:
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
-
Bangla: নিরীক্ষক আর্থিক বিবরণীতে বেশ কয়েকটি গুরুতর বিভ্রান্তিকর এন্ট্রি আবিষ্কার করেছেন।
• Explanation:
-
ক) auditor — Correct noun (subject)
-
খ) egregiously misleading (গুরুতর বিভ্রান্তিকর) — Proper adjective phrase ("egregiously" intensifies "misleading")
-
গ) uncovered — Correct verb (past tense)
-
ঘ) in the financial statements — Correct prepositional phrase (location)

0
Updated: 1 week ago
The word 'Impeach' implies-
Created: 3 weeks ago
A
Call into question
B
To be free from a charge
C
Fail to give proper attention
D
Promote the interests
Impeach
• Meaning / অর্থ:
-
ক) Call into question
• Impeach (Verb, Noun)
-
English Meaning: Call into question the integrity or validity of (a practice); to charge with a crime or misdemeanor.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) কারো চরিত্র ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলা; সন্দেহ উত্থাপন করা; অভিশংসিত করা।
• Example Sentence:
-
English: The House of Representatives voted to impeach the president.
-
Bangla: প্রতিনিধি পরিষদ রাষ্ট্রপতির অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 3 weeks ago