The line "Life is but a walking shadow" is taken from which play by Shakespeare?
A
King Lear
B
Romeo and Juliet
C
The Merchant of Venice
D
Macbeth
উত্তরের বিবরণ
“Life is but a walking shadow” লাইনটি নেওয়া হয়েছে William Shakespeare-এর বিখ্যাত ট্র্যাজেডি Macbeth থেকে। এটি Shakespeare-এর অন্যতম ছোট ট্র্যাজেডি, যেখানে ক্ষমতার লোভ, নৈতিক বিচ্যুতি এবং এর ফলাফলের ভয়ঙ্কর পরিণতি ফুটে ওঠে।
-
Macbeth হলো Shakespeare-এর লেখা একটি ছোট ট্র্যাজেডি, যার কেন্দ্রীয় চরিত্র Macbeth, স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকের মূল বিষয়: King Duncan-এর হত্যা এবং এর ফলে ঘটে যাওয়া ঘটনা।
-
লেখা হয়েছে ১৬০৭ সালের দিকে, প্রথম প্রকাশিত ১৬২৩ সালে।
প্রধান চরিত্রসমূহ:
-
Macbeth
-
Lady Macbeth
-
King Duncan
-
Banquo
-
Macduff
-
Malcolm
-
The Three Witches
সারসংক্ষেপ:
-
স্কটল্যান্ডের সেনানায়ক Macbeth তিন ডাইনের থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় সে King Duncan-কে হত্যা করে সিংহাসনে বসে।
-
ক্ষমতায় ওঠার পর অপরাধ ঢাকতে একের পর এক খুন চালায়।
-
হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth এবং Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে; Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত Macbeth যুদ্ধের ময়দানে মারা যায়।
-
নাটকটি দেখায়, কীভাবে ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।
প্রসিদ্ধ উদ্ধৃতি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“Life is but a walking shadow.”
William Shakespeare (April 26, 1564 – April 23, 1616)
-
Stratford-upon-Avon, England-এ জন্মগ্রহণ।
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
একজন ইংরেজি poet, dramatist, এবং actor।
-
প্রায়শই ইংরেজির জাতীয় কবি বলা হয় এবং সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে গণ্য।
-
মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
উল্লেখযোগ্য কাজ:
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
Historical Plays: Julius Caesar, Henry IV Part I & II, Henry V, Henry VI Part I-III, Henry VIII, King John, Richard II, Richard III
0
Updated: 1 month ago
Who helps restore the Bennet family’s honor after Lydia’s scandal?
Created: 2 months ago
A
Mr. Bennet
B
Mr. Gardiner
C
Mr. Darcy
D
Colonel Fitzwilliam
Darcy গোপনে Wickham-এর দেনা শোধ করে এবং তাকে Lydia-কে বিয়ে করতে বাধ্য করে। সে Bennet পরিবারের সম্মান রক্ষা করে, অথচ এ বিষয়ে কাউকে জানায় না। পরে Elizabeth Mrs. Gardiner-এর কাছ থেকে Darcy-র ভূমিকা জানতে পারে।
Darcy-এর এই কাজ প্রমাণ করে যে সে আর অহংকারী নয়, বরং দায়িত্বশীল ও সহানুভূতিশীল। Austen এখানে দেখান—সত্যিকারের ভালোবাসা আত্মত্যাগের মধ্যে প্রকাশ পায়।
1
Updated: 2 months ago
Which period is known as the shortest period of English Literature?
Created: 6 months ago
A
Middle English period
B
Victorian period
C
Neoclassical period
D
Romantic period
1798 - 1832 is known as the Romantic period of English literature.
- The Romantic Period is the shortest period of English Literature.
- ১৭৯৮ সালে William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয়।
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
- এই যুগকে 'Revival of Romanticism' ও বলা হয়ে থাকে because the romantic ideals of the Elizabethan Period revived during this period.
- এই যুগের স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর ( 1798-1832).
1
Updated: 6 months ago
Who authored the play The Spanish Tragedy?
Created: 1 month ago
A
Ben Jonson
B
George Eliot
C
Thomas Kyd
D
Matthew Arnold
The Spanish Tragedy হলো একটি বিখ্যাত Elizabethan revenge tragedy নাটক, যা রচনা করেছেন Thomas Kyd। Revenge tragedy এমন একটি নাট্যধারা যা প্রতিশোধের অনুসন্ধানকে কেন্দ্র করে রচিত হয় এবং এতে রক্তপাত ও শারীরিক ক্ষতি প্রকাশ পায়। সাধারণত এই ধরনের নাটক Senecan tragedy অনুসরণ করে লেখা হয়। Thomas Kyd এর ‘The Spanish Tragedy’ নাটকের মাধ্যমে Elizabethan Period এ revenge tragedy জনপ্রিয়তা লাভ করে।
The Spanish Tragedy সম্পর্কিত তথ্য:
-
রচয়িতা: Thomas Kyd
-
নাটকের ধরন: প্রথম Revenge Tragedy
-
বৈশিষ্ট্য: প্রতিশোধের খোঁজ, রক্তপাত ও মারাত্মক ঘটনা
-
যুগ: Elizabethan Period
Thomas Kyd:
-
ইংরেজ নাট্যকার
-
Elizabethan Period এর একজন উল্লেখযোগ্য লেখক
-
University Wit এর একজন সদস্য
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Spanish Tragedy
-
Cornelia
অন্য প্রাসঙ্গিক নাটক ও কবিতা:
-
The Maid's Tragedy – Beaumont
-
The Atheist's Tragedy ও The Revenger's Tragedy – Cyril Tourneur
-
The Spanish Gypsy (dramatic poem) – George Eliot
-
The Scholar Gipsy (poem) – Matthew Arnold
এই তথ্যের মাধ্যমে Elizabethan Period এ revenge tragedy এবং Thomas Kyd এর অবদান পরিষ্কারভাবে বোঝা যায়।
0
Updated: 1 month ago