"Sense and Sensibility" is a -
A
Play
B
Novel
C
Short story
D
Poem
উত্তরের বিবরণ
Sense and Sensibility হলো Jane Austen-এর লেখা একটি বিখ্যাত novel, যা প্রথম প্রকাশিত হয় ১৮১১ সালে। এটি একটি সামাজিক রোমান্টিক উপন্যাস, যা দুই বোন Elinor Dashwood এবং Marianne Dashwood-এর প্রেম, সামাজিক বাধা এবং ব্যক্তিগত পরিপক্কতার গল্প উপস্থাপন করে।
-
Sense and Sensibility দুই বোনের জীবন ও প্রেমের জটিলতা তুলে ধরে।
-
গল্পের শুরুতে বোনেরা তাদের বাবার মৃত্যুর পর সম্পত্তির অধিকার হারায়, কারণ তখনকার ইংরেজ সমাজে নারীরা উত্তরাধিকারী হতে পারত না।
-
Elinor Dashwood প্রেমে পড়ে Edward Ferrars-এর সাথে, যিনি সামাজিক ও পারিবারিক বাধার কারণে দ্বিধাগ্রস্ত।
-
Marianne Dashwood প্রেমে পড়ে আবেগপ্রবণ John Willoughby-এর প্রতি, যিনি তাকে প্রতারণা করেন।
-
পরে Marianne প্রকৃত ভালোবাসা ও দায়িত্বের গুরুত্ব বুঝতে পেরে Colonel Brandon-কে গ্রহণ করেন।
উক্তি কিছু বিখ্যাত লাইন থেকে:
-
“Money can only give happiness where there is nothing else to give it.”
-
“To wish was to hope, and to hope was to expect.”
-
“Know your own happiness.”
Jane Austen (1775–1817)
-
একজন বিখ্যাত English novelist।
-
সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চরিত্র ও সমস্যার মাধ্যমে নতুনভাবে আধুনিক রোমান্টিক উপন্যাসের রূপ দেন।
-
তাঁর উপন্যাসগুলো Novel of Manners-এর শ্রেষ্ঠ উদাহরণ এবং একই সঙ্গে কালজয়ী ক্লাসিক।
উল্লেখযোগ্য রচনা:
-
Sense and Sensibility
-
Pride and Prejudice
-
Mansfield Park
-
Emma
-
Persuasion
-
Northanger Abbey
0
Updated: 1 month ago
"The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by-
Created: 2 months ago
A
Ben Jonson
B
John Webster
C
Christopher Marlowe
D
Sir Philip Sidney
- "The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by Christopher Marlowe.
• The Jew of Malta:
- Christopher Marlowe রচিত tragedy টির পুরো নাম 'The Famous Tragedy of the Rich Jew of Malta'.
- একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি blank verse এ লেখা একটি revenge tragedy.
- এটি প্রায় ১৫৯০ সালের দিকে মঞ্চস্থ হয় এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
• Summary:
- "The Jew of Malta" একটি নাটক যেখানে মূল চরিত্র Barabas নামের একজন ধনাঢ্য ইহুদি ব্যবসায়ী।
- নাটকে ধর্ম, প্রতিশোধ, লোভ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নৈতিক বিচ্যুতির বিষয়গুলো গুরুত্ব পায়।
- Barabas-এর সম্পদ জব্দ করে খ্রিস্টান শাসকরা যখন তাঁকে নিঃস্ব করে দেয়, তখন সে প্রতিশোধের পথে নামে। তার প্রতিশোধ প্রবণতা ধীরে ধীরে আত্মবিনাশের দিকে নিয়ে যায়।
- নাটকে ধর্মীয় ভণ্ডামি, লোভ, এবং ক্ষমতার অপব্যবহার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
• Main characters:
- Barabas (Protagonist),
- Abigail,
- Ithamore,
- Machevill,
- Katherine, etc.
• Christopher Marlowe (1564-1593):
- Christopher Marlowe Elizabethan যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি একজন 'University wit' ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
• Notable Works (Plays):
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage, etc.
Source: Britannica.
0
Updated: 2 months ago
"Clym Yeobright" is a renowned character introduced by-
Created: 1 month ago
A
Henry Fielding
B
Daniel Defoe
C
Thomas Hardy
D
George Orwell
Clym Yeobright হলো Thomas Hardy-এর উপন্যাস The Return of the Native-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
-
Novel: The Return of the Native
-
লেখক: Thomas Hardy
-
প্রকাশিত: ১৮৭৮
-
পটভূমি: দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের Wessex অঞ্চলের কাল্পনিক Egdon Heath
-
বিষয়: নিয়তির নির্মমতা এবং মানুষের অসহায়ত্ব
-
-
Summary:
-
Clym Yeobright প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষ করে নিজের জন্মভূমি Egdon Heath-এ ফিরে আসেন।
-
তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে চান।
-
তার স্ত্রী Eustacia Vye শহুরে জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ইগডন হিথে বসবাস করছেন।
-
Eustacia স্থানীয় মদ্যপানকারী Damon Wildeve-এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, যা জটিল পরিস্থিতির সৃষ্টি করে।
-
শেষপর্যন্ত Eustacia এবং Damon উভয়েই দুঃখজনক পরিণতির শিকার হন।
-
-
Main Characters:
-
Clym Yeobright
-
Eustacia Vye
-
Thomasin Yeobright
-
Damon Wildeve
-
Mrs. Yeobright
-
Diggory Venn
-
-
Thomas Hardy (1840–1928):
-
ইংরেজ ঔপন্যাসিক ও কবি, ভিক্টোরিয়ান যুগের প্রধান লেখক
-
বাস্তববাদ (Realism) এবং প্রকৃতিবাদ (Naturalism) সাহিত্যধারার অনুসারী
-
উপন্যাসে ইংল্যান্ডের গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রাম চিত্রিত
-
বিশেষ একটি অঞ্চলের উপর কেন্দ্রীভূত হওয়ায় তাকে regional novelist ও poet বলা হয়
-
Victorian period-এর শ্রেষ্ঠ উপন্যাসিকদের মধ্যে গণ্য
-
-
Famous Novels:
-
Tess of the d’Urbervilles
-
The Return of the Native
-
A Pair of Blue Eyes
-
The Poor Man and the Lady
-
Far from the Madding Crowd
-
The Woodlanders
-
The Mayor of Casterbridge
-
The Well-Beloved
-
Jude the Obscure
-
0
Updated: 1 month ago
The Romantic Period began with the publication of -
Created: 1 month ago
A
Lyrical Ballads
B
Biographia Literaria
C
The Rime of the Ancient Mariners
D
Pride and Prejudice
Romantic Period ইংরেজি সাহিত্যে ১৭৯৮ সাল থেকে ১৮৩২ সাল পর্যন্ত সময়কালকে নির্দেশ করে। এই যুগের সূচনা ঘটে ১৭৯৮ সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ প্রকাশনা Preface to Lyrical Ballads-এর মাধ্যমে।
Lyrical Ballads:
-
এটি একটি poetry collection।
-
প্রথম প্রকাশ: ১৭৯৮
-
Romantic period-এর সূচনা এই কাব্যগ্রন্থের প্রকাশের মাধ্যমে।
-
Romantic কবিতার সংকলন হিসেবে পরিচিত।
-
প্রকাশিত কবিতাগুলো বিষয়বস্তুর দিক দিয়ে সরল এবং শব্দ ব্যবহারে উচ্চাঙ্গ নয়।
-
অর্থাৎ, কবিতাগুলো অলংকারবিহীন এবং কৃত্রিমতা-মুক্ত।
-
সাধারণ মানুষের মুখে প্রচলিত ভাষা ব্যবহার করা হয়েছে।
-
কাব্যগ্রন্থে মোট ২৩টি কবিতা রয়েছে, যার মধ্যে ১৯টি রচনা করেছেন William Wordsworth এবং ৪টি Samuel Taylor Coleridge।
Source:
0
Updated: 1 month ago