What historical event forms the backdrop of "A Tale of Two Cities"?
A
The American Revolution
B
The Glorious Revolution
C
The French Revolution
D
The English Civil War
উত্তরের বিবরণ
A Tale of Two Cities হলো Charles Dickens-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে। উপন্যাসটি French Revolution-এর প্রেক্ষাপটে রচিত এবং এতে London ও Paris শহরের জীবন ও সংঘাত ফুটে ওঠেছে।
-
উপন্যাসে Two Cities বলতে বোঝানো হয়েছে London এবং Paris।
-
এটি ফরাসি বিপ্লবের সময়কার সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে লেখা।
প্রধান চরিত্রসমূহ:
-
Sydney Carton – হতাশাজনিত ইংরেজ আইনজীবী
-
Lucie Manette – Doctor Manette-এর কন্যা
-
Charles Darnay – ফরাসি অভিজাত যিনি পরিবারের পাপের জন্য অনুতপ্ত
-
Dr. Alexandre Manette – Doctor, পূর্বে জেলে বন্দি
-
Madame Defarge – বিপ্লবী নারীর চরিত্র
সারসংক্ষেপ:
-
কাহিনীর শুরুতে Lucie Manette জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত আছেন, যা তাকে বিস্ময়ে ফেলে।
-
Doctor Manette অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষভাবে জেল খাটেন এবং জেলেই মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবাকে Paris থেকে London-এ নিয়ে আসেন।
-
পথে পরিচয় হয় Charles Darnay-এর সাথে, যিনি ফরাসি রাজপরিবারের একজন সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত।
-
পাশাপাশি Sydney Carton-ও Lucie-এর প্রেমে পড়েন।
Charles Dickens (February 7, 1812 – June 9, 1870)
-
সম্পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
একজন বিখ্যাত ব্রিটিশ novelist।
-
ছদ্মনাম: Boz
-
Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে স্বীকৃত।
উল্লেখযোগ্য রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times
0
Updated: 1 month ago
"For Love, all love of other sights controls, And makes one little room an everywhere."
Who phrased this?
Created: 1 month ago
A
John Keats
B
John Donne
C
Lord Byron
D
T. S. Eliot
“For love, all love of other sights control And make a little room an everywhere” হলো John Donne-এর লেখা The Good-Morrow কবিতার একটি উক্তি, যা প্রেমের গভীরতা ও তার পরিবর্তনশীল ক্ষমতাকে প্রতিফলিত করে।
-
The Good-Morrow কবিতাটি John Donne রচনা করেছেন।
-
এটি ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
-
কবিতার মূল বিষয় হলো প্রেম।
-
এটি একটি metaphysical poem, যা কবির গভীর প্রেম এবং প্রেমের রূপান্তরমূলক শক্তি প্রকাশ করে।
-
কবিতার মূল কাঠামো হলো বক্তা এবং তার প্রেমিকার মধ্যে একটি কথোপকথন।
John Donne-এর কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি
-
“For God's sake hold your tongue, and let me love” (The Canonization)
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.” (The Canonization)
-
“For love, all love of other sights control And make a little room an everywhere.” (The Good-Morrow)
-
“I am two fools, I know, For loving, and for saying so In whining Poetry.” (The Triple Fool)
-
“Death be not proud, though some have called thee mighty and dreadful, for thou art not so.” (Holy Sonnet X)
-
“Our two souls therefore, which are one, though I must go, endure not yet a breach, but an expansion.” (A Valediction: Forbidding Mourning)
John Donne (1572–1631)
-
Renaissance যুগের একজন বিখ্যাত কবি।
-
তিনি Metaphysical poetry-এর জনক হিসেবে পরিচিত।
-
আধ্যাত্মিক কবিতার সূচনা করায় তাকে Father of Metaphysical poetry বলা হয়।
-
এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবে পরিচিত।
-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
তার কিছু বিখ্যাত কবিতা
-
The Good-Morrow
-
The Canonization
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
0
Updated: 1 month ago
Which of the following most accurately captures the meaning of "Subsume"?
Created: 1 month ago
A
To compare two ideas without integrating them
B
To absorb or include something within a more comprehensive category
C
To exclude something from general consideration
D
To separate something into distinct categories
The correct meaning of Subsume is to absorb or include something within a more comprehensive category.
Subsume (Verb):
-
English Meaning: To include something in a particular group and not consider it separately.
-
Bangla Meaning: কোনো নিয়মের অধীনে বা বিশেষ কোনো শ্রেণির মধ্যে অন্তর্ভুক্ত করা।
Example Sentences:
-
The new theory attempts to subsume all previous models under a single framework.
-
Her individual achievements were subsumed into the team’s overall success.
-
The broader category of 'mammals' subsumes animals like cats, dogs, and whales.
0
Updated: 1 month ago
There is only ____ water in the bottle.
Created: 2 months ago
A
the little
B
a little
C
few
D
a few
✅ Correct Answer: a little
Complete Sentence:
👉 There is only a little water in the bottle.
ব্যাখ্যা:
-
Only-এর পর সর্বদা a few অথবা a little ব্যবহৃত হয়।
-
Countable noun → only a few
-
Uncountable noun → only a little
-
-
এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
🔹 The little এর ব্যবহার
-
The little অর্থ → সামান্য, তবে যতটুকু আছে তার সবটুকুই বোঝায়।
Example:
👉 The milk he gave me has been spilt.
(সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, তার সবটুকুই নষ্ট হয়ে গেছে।)
0
Updated: 2 months ago