What historical event forms the backdrop of "A Tale of Two Cities"?
A
The American Revolution
B
The Glorious Revolution
C
The French Revolution
D
The English Civil War
উত্তরের বিবরণ
A Tale of Two Cities হলো Charles Dickens-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে। উপন্যাসটি French Revolution-এর প্রেক্ষাপটে রচিত এবং এতে London ও Paris শহরের জীবন ও সংঘাত ফুটে ওঠেছে।
-
উপন্যাসে Two Cities বলতে বোঝানো হয়েছে London এবং Paris।
-
এটি ফরাসি বিপ্লবের সময়কার সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে লেখা।
প্রধান চরিত্রসমূহ:
-
Sydney Carton – হতাশাজনিত ইংরেজ আইনজীবী
-
Lucie Manette – Doctor Manette-এর কন্যা
-
Charles Darnay – ফরাসি অভিজাত যিনি পরিবারের পাপের জন্য অনুতপ্ত
-
Dr. Alexandre Manette – Doctor, পূর্বে জেলে বন্দি
-
Madame Defarge – বিপ্লবী নারীর চরিত্র
সারসংক্ষেপ:
-
কাহিনীর শুরুতে Lucie Manette জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত আছেন, যা তাকে বিস্ময়ে ফেলে।
-
Doctor Manette অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষভাবে জেল খাটেন এবং জেলেই মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবাকে Paris থেকে London-এ নিয়ে আসেন।
-
পথে পরিচয় হয় Charles Darnay-এর সাথে, যিনি ফরাসি রাজপরিবারের একজন সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত।
-
পাশাপাশি Sydney Carton-ও Lucie-এর প্রেমে পড়েন।
Charles Dickens (February 7, 1812 – June 9, 1870)
-
সম্পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
একজন বিখ্যাত ব্রিটিশ novelist।
-
ছদ্মনাম: Boz
-
Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে স্বীকৃত।
উল্লেখযোগ্য রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times

0
Updated: 7 hours ago
Which of the following is a synonym of "lope"?
Created: 13 hours ago
A
Crawl
B
Gallop
C
Erratic
D
Rebut
Lope (verb & noun) অর্থ হলো দীর্ঘ, শিথিল ধাপ নিয়ে দ্রুত বা আরামদায়কভাবে দৌড়ানো।
-
ইংরেজি অর্থ: A way of running with long relaxed steps.
-
বাংলা অর্থ: (খরগোশের মতো) লাফিয়ে লাফিয়ে চলা।
-
Synonyms: Bounce (তিড়িং লাফ), To Jump (লাফানো), Gallop (দ্রুতগতিতে অগ্রসর হওয়া), Trot (দুলকি চাল), Canter (আস্তে আস্তে যাওয়া)
-
Antonyms: Crawl (হামাগুড়ি দেওয়া), Slow (ধীরে অগ্রসর হওয়া), Halt (থামা), Creep (হামাগুড়ি দেওয়া), Walk (হাঁটা)
-
অন্যান্য রূপ: (noun) → এরকমের উল্লম্ফন বা দৌড়ের ধারা।
-
অন্যান্য বিকল্প:
-
Erratic → স্থূল; কথাবার্তায় অসাবধানী
-
Rebut → মিথ্যা বলে প্রমাণ করা; খণ্ডন করা
-
-
উদাহরণ বাক্য:
-
He gestured to his friend to hurry over, and Hank broke into a lope.
-
He sets off at a measured lope, headed toward the Great Divide, headed east.
-
সঠিক সমার্থক শব্দ: Gallop

0
Updated: 13 hours ago
What does “Life to the lees” signify?
Created: 2 weeks ago
A
To waste life in luxury
B
To live life passively
C
To drink life to the last drop
D
To regret life’s failures
“Lees” শব্দটি বোঝায় মদের পাত্রের শেষাংশ বা তলানি। ইউলিসিস বলেন, তিনি জীবনকে “to the lees” পান করবেন। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগাতে চান।
মৃত্যু আসা পর্যন্ত তিনি অভিযান, ভ্রমণ ও জ্ঞান অনুসন্ধান চালিয়ে যেতে চান। তাঁর কাছে জীবন মানেই কর্ম, অভিজ্ঞতা এবং আনন্দ। নিছক বেঁচে থাকা বা শ্বাস নেওয়া তাঁর কাছে জীবন নয়। এই লাইনটি তাঁর অদম্য দুঃসাহসী মনোভাব ও সীমাহীন কৌতূহলকে প্রকাশ করে, যা ভিক্টোরিয়ান যুগের অগ্রগতিপ্রবণ মানসিকতার প্রতিফলন।

0
Updated: 2 weeks ago
'The Rainbow' is -
Created: 1 month ago
A
a short story by Somerset Maugham
B
a novel by D. H. Lawrence
C
a poem by W.B. Yeats
D
a play by Christopher Marlowe
The Rainbow (Novel)
-
রচয়িতা: D. H. Lawrence
-
প্রকাশ: 1915
-
যৌন উপাদান থাকার কারণে প্রকাশের পরপরই অশ্লীল ঘোষিত হয়ে নিষিদ্ধ হয়
-
থিম: আধুনিক সভ্যতা বনাম ঐতিহ্যের দ্বন্দ্ব, এর মানব মননে নেতিবাচক প্রভাব
-
বিবাহ প্রথার সমালোচনা
-
কাহিনী কেন্দ্র: Brangwen পরিবারের তিন প্রজন্ম
D. H. Lawrence
-
পরিচয়: ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
-
My Heart Leaps Up (Poem)
-
রচয়িতা: William Wordsworth
-
বিকল্প নাম: The Rainbow
-
প্রকাশ: 1802
-
ধরণ: সংক্ষিপ্ত লিরিক কবিতা

0
Updated: 1 month ago