Who is the author of the book "Rewards and Fairies"?
A
Rudyard Kipling
B
H. G. Wells
C
Charles Dickens
D
William Blake
উত্তরের বিবরণ
Rewards and Fairies হলো Rudyard Kipling-এর লেখা একটি জনপ্রিয় ছোটগল্প ও কবিতা সংকলন, যা প্রথম প্রকাশিত হয় ১৯০৯ সালে। এটি মূলত কিশোর-কিশোরীদের জন্য লেখা হলেও প্রাপ্তবয়স্ক পাঠকরাও এটি সমাদৃত। সংকলনে ইতিহাস, কল্পনা এবং নৈতিক শিক্ষার সংমিশ্রণ লক্ষ্য করা যায়।
-
Rewards and Fairies দুই অংশে বিভক্ত একটি সংকলন।
-
এটি Puck of Pook’s Hill-এর ধারাবাহিকতা বহন করে।
-
বইটিতে Dan ও Una নামের দুই চরিত্রের মাধ্যমে পাঠক অতীতের ঐতিহাসিক ঘটনাবলি ও ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হন।
-
Puck নামের এক অলৌকিক চরিত্র গল্পগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ইতিহাসের গল্প শোনায়।
-
কিপলিং বইটিতে ব্রিটিশ ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধ ফুটিয়ে তুলেছেন।
-
সংকলনের সবচেয়ে বিখ্যাত কবিতা হলো “If—”, যা আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক শক্তির অনুপ্রেরণামূলক নির্দেশিকা হিসেবে পরিচিত।
Joseph Rudyard Kipling:
-
জন্ম ইন্দিয়াতে।
-
তিনি একজন novelist, poet, journalist এবং গল্পকার।
-
প্রথম ব্রিটিশ লেখক যিনি ১৯০৭ সালে নোবেল পুরস্কার পান।
তাঁর উল্লেখযোগ্য রচনা:
-
The Light That Failed
-
Kim
-
The Jungle Book
-
Just So Stories
-
Puck of Pook’s Hill
-
Rewards and Fairies
-
Plain Tales from the Hills
-
Departmental Ditties
-
The Man Who Was
-
The Mark of the Beast
-
Soldiers Three

0
Updated: 7 hours ago
How does Hamlet attempt to confirm his uncle Claudius's guilt for the murder of his father?
Created: 3 weeks ago
A
He hires a spy to follow Claudius.
B
He forges a letter that details the crime.
C
He has a group of traveling actors perform a play reenacting the murder.
D
He confronts Claudius directly in front of Gertrude
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
To confirm his uncle Claudius's guilt, Hamlet devises a clever plan using a troupe of traveling actors who have arrived at Elsinore. He names their play "The Mousetrap," which includes a scene that mirrors exactly how the ghost of his father described being murdered.
Hamlet’s goal is to observe Claudius's reaction, believing that if his uncle is guilty, he will display signs of distress. He instructs his trusted friend Horatio to watch Claudius closely during the performance.
As the actors enact a king being poisoned in the ear while sleeping in the garden, Claudius becomes visibly agitated, rises, and abruptly leaves the room. This reaction confirms Hamlet’s suspicions, proving that the ghost was truthful and that Claudius indeed murdered his father.

0
Updated: 3 weeks ago
Don’t laugh like that.
Here, 'like' is used as-
Created: 3 weeks ago
A
Noun
B
Pronoun
C
Preposition
D
Adverb
Like (Preposition)
• Complete Sentence:
-
English: Don’t laugh like that.
-
Bangla: এমনভাবে হাসো না।
-
Part of Speech: 'like' → Preposition
• Explanation:
-
কোনো কিছুর রকম/প্রকার বোঝাতে বা intensive/ironic phrases গঠনে noun/pronoun-এর আগে 'like' preposition হিসেবে ব্যবহার হয়।
-
এখানে, "like" verb laugh কে demonstrative that-এর সাথে যুক্ত করছে।
• Like (Preposition) Meaning:
-
English: Similarly to; willing to; in the mood for
-
Bangla: মতো; ন্যায়; রকম; প্রকার; চাওয়া, প্রবণ বা ইচ্ছুক হওয়া
• Examples:
-
His house is like a barn.
-
I don’t feel like going out tonight.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 3 weeks ago
The poem 'The Love Song of J. Alfred Prufrock' is written by-
Created: 1 week ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Walter Scott
D
Robert Browning
The Love Song of J. Alfred Prufrock is written by T.S Eliot.
- আধুনিক যুগের অন্যতম সেরা কবিতা এটি।
- এটা মূলত একটি Dramatic Monologue. এটি প্রথম প্রকাশিত হয়েছিল Poetry ম্যাগাজিনে, ১৯১৫ সালে।
- এখানে দেখায়, J. Alfred Prufrock যে কিনা একজন মধ্যবয়সী মানুষ, তার ফেলে আসা অতীতের স্মরণ করছে। চাপা দীর্ঘশ্বাস ফেলে সে তার ভগ্ন শরীর ও হৃদয়ের অবস্থা পর্যবেক্ষণ করে।
- সে বুঝতে পারে, সে তার যৌবন এবং সুখ দুটোই হারিয়েছে।
• এই কবিতার বিখ্যাত লাইন,
- “I have measured out my life with coffee spoons."
• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
• Best works:
• Poems
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock,
- Ash Wednesday (Poem).
• His well known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman,
- The Trail of a Judge etc.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 1 week ago