Who is the author of "Wuthering Heights"?
A
Charlotte Bronte
B
Emily Bronte
C
Jane Austen
D
Lord Byron
উত্তরের বিবরণ
Wuthering Heights হলো Emily Brontë-এর লেখা একটি বিখ্যাত রোমান্টিক উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৮৪৭ সালে। প্রকাশনার সময় তিনি Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় উপন্যাস হিসেবে স্বীকৃত, যেখানে প্রেম, প্রতিশোধ, সামাজিক ভেদাভেদ এবং প্রজন্মান্তরের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
সারসংক্ষেপ:
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক, যাকে আশ্রয় দেন Earnshaw পরিবার।
-
Heathcliff বড় হতে হতে Earnshaw পরিবারের মেয়ে Catherine Earnshaw-এর প্রেমে পড়ে এবং Catherine-ও তাকে ভালোবাসে।
-
কিন্তু Catherine সামাজিক মর্যাদার কথা ভেবে Edgar Linton-কে বিয়ে করে। এতে ক্ষুব্ধ হয়ে Heathcliff বাড়ি ছেড়ে চলে যায়।
-
কিছুদিন পর সে প্রচুর সম্পদের মালিক হয়ে ফিরে আসে এবং প্রতিশোধের পথে এগোতে থাকে।
-
সে Wuthering Heights দখল করে এবং Catherine-এর ননদকে সম্পত্তির লোভে বিয়ে করে, যদিও সেই সম্পর্ক ভেঙে যায়।
-
Catherine মারা যায়, তার ভাই Hindley-ও মৃত্যুবরণ করে। এরপর তাঁদের সন্তানরা এবং Heathcliff-এর পরবর্তী প্রজন্ম গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
-
এভাবে উপন্যাসের কাহিনি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে গড়ে ওঠে এবং এক গভীর সামাজিক ও মানসিক দ্বন্দ্বের চিত্র আঁকে।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Heathcliff
-
Catherine Earnshaw
-
Edgar Linton
-
Cathy Linton
Emily Brontë:
-
তিনি বিখ্যাত লেখিকা Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তাঁর একমাত্র উপন্যাস এবং মূলত এই উপন্যাসের মাধ্যমেই তিনি অমর হয়ে আছেন।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য রচনা:
-
Poems by Currer, Ellis and Acton Bell (যৌথ কাব্যসংকলন)
-
Wuthering Heights

0
Updated: 7 hours ago
What is Francis Bacon popularly known for in English Literature?
Created: 4 days ago
A
Writing poetry
B
Writing plays
C
Writing essays
D
Writing novels
rancis Bacon – Essays and Contribution
১. About Francis Bacon
-
Full Name: Francis Bacon, Viscount Saint Alban (Sir Francis Bacon)
-
Lifespan: 1561–1626
-
Professions: Lawyer, Statesman, Philosopher, Writer
-
Contribution to Literature: Known as the father of the English essay; famous for his worldly wisdom and concise style.
২. Literary Importance
-
Popularly recognized as a master essayist in English literature.
-
Essays reflect practical philosophy, moral insight, and human experience.
-
His writings influenced later essayists and thinkers.
৩. Famous Essays
-
Of Love
-
Of Revenge
-
Of Studies
-
Of Marriage and Single Life
-
Of Friendship
-
Of Truth
৪. Notable Quotes
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
“Wonder is the seed of knowledge.”
-
“A false friend is more dangerous than an open enemy.”
-
“Beauty itself is but the sensible image of the Infinite.”
-
“Silence is the sleep that nourishes wisdom.”

0
Updated: 4 days ago
They finally agreed to join the project.
Here, the underlined phrase is a/an-
Created: 3 weeks ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
Prepositional Phrase
Noun Phrase (Infinitive Phrase Example)
• Complete Sentence:
-
English: They finally agreed to join the project.
-
Bangla: তারা শেষ পর্যন্ত প্রকল্পে যোগ দিতে সম্মত হলো।
-
Part of Speech: 'to join the project' → Noun Phrase
• Explanation:
-
"To join the project" একটি infinitive phrase (to + verb + object)।
-
Sentence-এ এটি verb (agreed) এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ noun-এর কাজ করছে।
-
প্রশ্নের উত্তর দিচ্ছে: "Agreed to what?" → to join the project
-
-
Infinitive marker যদি sentence-এর subject বা object হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি Noun Phrase।
• Noun Phrase Meaning:
-
যে শব্দ সমষ্টি noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত একটি noun বা pronoun এর কাজ করে।
-
কেবলমাত্র adjective দ্বারা modify হতে পারে।
• Noun Phrase-এর ভূমিকা (Position & Function):
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain

0
Updated: 3 weeks ago
"Beauty is truth, truth beauty" – appears in which poem?
Created: 7 hours ago
A
Ode to the West Wind
B
Ode to a Nightingale
C
Kubla Khan
D
Ode on a Grecian Urn
“Beauty is truth, truth beauty” লাইনটি John Keats-এর লেখা Ode on a Grecian Urn কবিতায় এসেছে। এটি Romantic Period-এর অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটি ৫টি stanza বিশিষ্ট এবং প্রকাশিত হয় ১৮২০ সালে। এতে একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের মাধ্যমে শিল্প, সৌন্দর্য ও সত্যের সম্পর্ক তুলে ধরা হয়েছে।
প্রধান উক্তি:
-
"Beauty is truth, truth beauty, —that is all Ye know on earth, and all ye need to know."
-
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
John Keats (1795–1821)
-
British Romantic Lyric Poet।
-
Romantic Period-এর একজন প্রখ্যাত কবি।
-
সাহিত্য কর্মে বৈচিত্র্যময় Sonnets, Odes, এবং Epics রয়েছে।
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness
-
তিনি Physician, Surgeon এবং Doctor হিসেবেও পরিচিত।
প্রধান কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St.
-
La Belle Dame Sans Merci
বাকি অপশন:
-
Ode to the West Wind – P. B. Shelley
-
Ode to a Nightingale – John Keats
-
Kubla Khan – Samuel Taylor Coleridge

0
Updated: 7 hours ago