Who wrote the play "The Cocktail Party"?
A
W. B. Yeats
B
Christopher Marlowe
C
Ernest Hemingway
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
The Cocktail Party হলো T. S. Eliot-এর লেখা একটি বিখ্যাত নাটক, যা তাঁর সবচেয়ে সফল ও বহুল আলোচিত নাট্যকর্ম হিসেবে স্বীকৃত। এটি একাধারে morality play এবং comedy of manners, যেখানে ব্যক্তিগত সম্পর্ক, আত্মপরিচয় এবং আধ্যাত্মিক সংকটকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
-
The Cocktail Party হলো T. S. Eliot লিখিত একটি verse drama in three acts।
-
রচনার সময়: ১৯৪৯
-
প্রকাশকাল: ১৯৫০
-
এটি Euripides-এর Alcestis-এর ওপর ভিত্তি করে রচিত।
-
এটি Eliot-এর সবচেয়ে commercially successful play।
-
পূর্ববর্তী নাটকের তুলনায় এটি ছিল অপেক্ষাকৃত conventional এবং কম কাব্যিক।
প্রধান চরিত্রসমূহ:
-
Edward Chamberlayne
-
Alicia
-
Celia
-
Sir Henry Harcourt
-
The Priest
সারসংক্ষেপ:
-
নাটকটির মূল কাহিনী ঘিরে রয়েছে Edward Chamberlayne-এর মানসিক দ্বন্দ্ব ও দাম্পত্য জীবনের টানাপোড়েন।
-
Edward ও তার স্ত্রী Alicia-র মধ্যে সম্পর্কের সংকট এবং Edward-এর আধ্যাত্মিক শূন্যতা এখানে প্রধান বিষয়।
-
Sir Henry Harcourt, যিনি এক মানসিক চিকিৎসক, Edward-কে তার সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করেন।
-
নাটকটিতে সম্পর্ক, আত্ম-অনুসন্ধান এবং আধ্যাত্মিক মুক্তির সন্ধান ফুটে ওঠে।
-
সমাপ্তিতে, Edward নতুন দৃষ্টিভঙ্গি ও আধ্যাত্মিক শান্তি অর্জন করেন।
T. S. Eliot (Thomas Stearns Eliot):
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮৮৮, সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র।
-
মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৬৫, লন্ডন।
-
তিনি ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচিত।
-
১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা:
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
তাঁর পরিচিত নাটক:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trial of a Judge
“Party” সম্পর্কিত কিছু বিখ্যাত রচনা:
-
The Cocktail Party – T. S. Eliot (Play)
-
The Birthday Party – Harold Pinter (Play)
-
The Garden Party – Katherine Mansfield (Short story)

0
Updated: 7 hours ago
"To err is human, to forgive, divine" this quote is from -
Created: 1 week ago
A
The Dunciad
B
An Essay on Man
C
The Rape of the Lock
D
An Essay on Criticism
The quote “To err is human, to forgive, divine” is from An Essay on Criticism by Alexander Pope
Explanation:
-
An Essay on Criticism is a didactic poem written in heroic couplets.
-
Pope was inspired by Horace’s Ars Poetica, and the poem provides guidance on literary criticism and moral conduct.
About Alexander Pope:
-
A leading poet of the English Augustan Age, renowned for epigrammatic wit.
-
Known as a Mock-Heroic poet, his works combine intricate ideas with polished language.
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
Famous Quotes by Pope:
-
“A little learning is a dangerous thing.”
-
“To err is human, to forgive, divine.”
-
“Fools rush in where angels fear to tread.”
-
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
-
“Hope springs eternal in the human breast.”
-
“The proper study of mankind is man.”
Source: Britannica

0
Updated: 1 week ago
"An exaggerated statement or an extreme overstatement" means -
Created: 4 days ago
A
Irony
B
Simile
C
Hyperbole
D
None
উত্তর হবে Hyperbole। এটি এমন একটি অলঙ্কার যেখানে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত বা অতিশয়োক্তিমূলক বক্তব্য ব্যবহার করা হয়, যাতে আবেগ বা ভাবকে প্রবলভাবে ফুটিয়ে তোলা যায়। সাহিত্যে বিশেষ করে কমেডি ও প্রেমের কবিতাতে Hyperbole বহুল ব্যবহৃত। কখনো এটি হাসির উদ্রেক ঘটায়, আবার কখনো তীব্র সমালোচনা প্রকাশ করতেও ব্যবহৃত হয়।
Hyperbole
-
একটি exaggerated statement বা extreme overstatement।
-
বাংলা অর্থ: অতিশয়োক্তি, অত্যুক্তি, অতিরঞ্জন।
-
কমেডিতে হাস্যরস সৃষ্টির জন্য এটি ব্যবহৃত হয়।
-
প্রেমের কবিতায় প্রিয়জনকে তীব্রভাবে প্রশংসা করতে Hyperbole প্রায়শই দেখা যায়।
-
এটি কখনো comic effect তৈরি করে, আবার কখনো serious criticism প্রকাশ করে।
উদাহরণ
-
William Wordsworth-এর Daffodils কবিতায়—
“Ten thousand saw I at a glance.”
এখানে কবি মুহূর্তেই হাজার হাজার ফুল দেখেছেন বলে অতিশয়োক্তি করেছেন।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Irony: এমন একটি অভিব্যক্তি যেখানে প্রকৃত অর্থ আড়ালে রাখা হয় বা উল্টোভাবে প্রকাশ করা হয়।
-
Simile: দুটি বস্তুকে তুলনা করার অলঙ্কার, যেখানে সাধারণত as বা like ব্যবহৃত হয়।

0
Updated: 4 days ago
Why does Mr. Darcy initially consider Elizabeth “not handsome enough”?
Created: 2 weeks ago
A
He prefers wealth over beauty
B
He compares her to Jane
C
He is blinded by his pride
D
He dislikes her wit
প্রথম নাচের আসরে Darcy Elizabeth-কে “not handsome enough” বলে প্রত্যাখ্যান করে। আসলে Darcy-র অহংকার তার সামাজিক মর্যাদা থেকে আসে। সে মনে করে Elizabeth তার তুলনায় নিচু শ্রেণির মেয়ে। Austen এখানে দেখান কীভাবে social pride আসল সৌন্দর্যকে অন্ধ করে দেয়। পরে Darcy বুঝতে পারে Elizabeth-এর আসল আকর্ষণ তার বুদ্ধি, চোখের প্রাণশক্তি ও নৈতিক শক্তিতে। এভাবেই তার দৃষ্টিভঙ্গি বদলায় এবং Pride থেকে Humility-তে যাত্রা শুরু হয়।

1
Updated: 2 weeks ago