Which of the following writers is associated with the Romantic Period?
A
William Wordsworth
B
Samuel Johnson
C
Charles Dickens
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
William Wordsworth ইংরেজি সাহিত্যের Romantic Age-এর অন্যতম শ্রেষ্ঠ কবি এবং তাঁকে প্রায়শই The Father of the Romantic Age বলা হয়। প্রকৃতিপ্রেম, মানবিক আবেগ এবং ফরাসি বিপ্লবের প্রভাব তাঁর কবিতায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
সাহিত্য জীবনের শুরুতে তিনি The French Revolution দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হন।
-
তাঁর কবিতা London, 1802 এবং নাটক The Borderers-এ ফরাসি বিপ্লবের প্রভাব সুস্পষ্ট।
-
Wordsworth ছিলেন তাঁদের মধ্যে একজন, যিনি বিপ্লবকে উৎসাহের সঙ্গে গ্রহণ করেছিলেন।
-
তাঁকে বলা হয় The Father of the Romantic Age।
সাহিত্যিক অবদান:
-
William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ প্রকাশনা Lyrical Ballads (প্রথম সংস্করণে থাকা Preface) ইংরেজি সাহিত্যে Romanticism-এর সূচনা ঘটায়।
-
তাঁকে Lake Poet নামেও অভিহিত করা হয়, কারণ তাঁর শৈশব কেটেছে ইংল্যান্ডের Lake District এলাকায়।
-
১৮৪৩ সালে তিনি Poet Laureate পদে অধিষ্ঠিত হন।
তাঁর উল্লেখযোগ্য রচনা:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow (Poem)
-
Lucy Poems
তাঁর উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
অন্য বিকল্পগুলো:
-
Samuel Johnson – Neoclassical Period
-
Charles Dickens – Victorian Period
-
T. S. Eliot – Modern Period
0
Updated: 1 month ago
Choose the appropriate preposition:
In times of trouble, people often cling ___ hope.
Created: 2 months ago
A
with
B
on
C
to
D
at
• Correct Answer: গ) to.
- The correct phrase is “cling to”, which means to hold tightly or emotionally to something, especially in times of fear, sadness, or uncertainty.
- Example: In times of trouble, people often cling to hope.
- Bangla: “Cling to” অর্থ হলো কিছু ধরে রাখা বা আঁকড়ে ধরা, বিশেষ করে আশাবাদ বা কারো প্রতি নির্ভরতা বোঝাতে।
- বাংলা অর্থ: "People cling to hope" মানে মানুষ আশার উপর নির্ভর করে বা আশা আঁকড়ে ধরে রাখে।
• Other options:
ক) with – “cling with” হয় না।
খ) on – “cling on” কখনও হয়, কিন্তু তারপরে “to” দরকার হয়, যেমন: cling on to something.
ঘ) at – এটি অবস্থান বা আক্রমণের জন্য ব্যবহৃত হয়, এখানে প্রাসঙ্গিক নয়।
0
Updated: 2 months ago
Choose the correct sentence from the options below:
Created: 1 month ago
A
He left the station before the train arrived.
B
He had left the station before the train had arrived.
C
He had left the station before the train arrived.
D
He had left the station before the train arrive.
প্রশ্নটি Before যুক্ত বাক্যের গঠনের উপর ভিত্তি করে করা হয়েছে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
"Before" conjunction যুক্ত বাক্যে before এর পূর্বে past perfect tense এবং before এর পরে past indefinite tense ব্যবহার করা হয়।
সঠিক বাক্য:
-
He had left the station before the train arrived।
-
এখানে before এর পূর্বে past perfect tense এবং পরে past indefinite tense ব্যবহার হওয়ায় বাক্যটি সঠিক।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He left the station before the train arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past indefinite tense ব্যবহার হয়েছে।
-
-
খ) He had left the station before the train had arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past perfect tense ব্যবহার হয়েছে।
-
-
ঘ) He had left the station before the train arrive।
-
ভুল। কারণ before এর পরে present tense ব্যবহার হয়েছে।
-
0
Updated: 1 month ago
Who is the Prince of Denmark in Shakespeare's play?
Created: 2 months ago
A
Hamlet
B
Othello
C
Macbeth
D
Brutus
সঠিক উত্তর: ক) Hamlet
বিস্তারিত ব্যাখ্যা:
Hamlet:
-
William Shakespeare-এর লেখা অন্যতম বিখ্যাত tragedy।
-
Prince of Denmark হলেন Hamlet নিজেই।
-
নাটকটি ৫ acts বিশিষ্ট এবং ১৫৯৯–১৬০১ সালের মধ্যে লেখা, প্রকাশিত হয় ১৬০৩ সালে।
কাহিনী সংক্ষেপ:
-
Hamlet জার্মানি থেকে নিজের দেশে ফিরে আসে বাবার শেষকৃত্য দেখার জন্য।
-
সে জানতে পারে, তার চাচা Claudius তার মায়ের Gertrude কে বিয়ে করেছে এবং তার বাবা Claudius-এর হাতে খুন হয়েছেন।
-
Hamlet প্রতিশোধ নেয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা ও কৌশল গ্রহণ করে।
-
নাটকের antagonist হল Claudius।
-
শেষাংশে Hamlet-এর মৃত্যু ঘটে, যা tragedy-র সমাপ্তি চিহ্নিত করে।
Shakespeare:
-
জন্ম: Stratford-upon-Avon, England
-
একজন English poet, dramatist, actor, এবং ‘Bard of Avon’ হিসেবে খ্যাত।
-
তাকে English literature-এর সবচেয়ে বড় নাট্যকার মনে করা হয়।
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Poetry: Sonnet 18 (Shall I Compare Thee to a Summer Day), The Rape of Lucrece, Venus and Adonis
Source: Britannica; An ABC of English Literature by Dr M Mofizar Rahman
0
Updated: 2 months ago