From which poem is the line "April is the cruellest month" taken?
A
Ozymandias
B
Ode to a Nightingale
C
The Waste Land
D
The Prelude
উত্তরের বিবরণ
“April is the cruellest month” লাইনটি নেওয়া হয়েছে T. S. Eliot-এর বিখ্যাত কবিতা The Waste Land থেকে। এটি আধুনিক কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী মানবজীবনের হতাশা, বিভ্রান্তি ও আধ্যাত্মিক শূন্যতাকে উপস্থাপন করা হয়েছে।
-
The Waste Land একটি দীর্ঘ কবিতা, রচয়িতা T. S. Eliot।
-
কবিতার মোট লাইন সংখ্যা ৪৩৩।
-
কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেকজন খ্যাতিমান আধুনিক কবি Ezra Pound-কে।
-
এটি ২০শ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা, যা Eliot-কে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
-
কবিতার মূল আলোচ্য বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ভাঙন ও মানবসমাজের আধ্যাত্মিক সংকট।
T. S. Eliot (Thomas Stearns Eliot)
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮৮৮, সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র।
-
মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৬৫, লন্ডন।
-
তিনি ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে স্বীকৃত।
-
১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা:
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
তাঁর উল্লেখযোগ্য নাটক:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trial of a Judge

0
Updated: 7 hours ago
The Shepheardes Calender is a collection of:
Created: 1 month ago
A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems

0
Updated: 1 month ago
The short story 'The Diamond Necklace' was written by -
Created: 1 week ago
A
Guy de Maupassant
B
O Henry
C
Somerset Maugham
D
George Orwell
ফরাসী লেখক Guy de Maupassant wrote 'The Diamond Necklace'.
- ১৮৮৪ সালে ১৭ ফেব্রুয়ারি 'La Parure' শিরোনামে ফ্রেঞ্চ পত্রিকা 'Le Gaulois' এ এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল।
- Like most of Maupassant’s short fiction, it was an instant success, and it has become his most widely read and anthologized story.
It tells the story of Mathilde Loisel, a young woman who borrows a necklace from a wealthy friend to wear to a high-society event, only to lose it and spend the next ten years of her life in poverty trying to replace it.
- The story is a cautionary tale about the dangers of materialism and social ambition, featuring one of Maupassant’s infamous plot twists for which he was well known.
• The important characters of this short story:
- 'Mathilde Loisel' (The protagonist of the story)
- 'Monsieur Loisel' (Mathilde’s husband)
- 'Madame Forestier' (Mathilde’s wealthy friend)
• Guy de Maupassant
- He is a French naturalist writer of short stories and novels who is by general agreement the greatest French short-story writer.
• Notable Work:
- A Woman’s Life,
- Bel-Ami,
- Boule de Suif,
- L’Inutile Beauté,
- La Maison Tellier,
- Le Rosier de Madame Husson,
- Mont-Oriol,
- Notre coeur,
- Pierre et Jean,
- The Horla,
- Toine.
Source: Britannica and Sparksnotes.

0
Updated: 1 week ago
Who is the author of "Prometheus Unbound"?
Created: 1 week ago
A
William Wordsworth
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
Percy Bysshe Shelley ও Prometheus Unbound
Prometheus Unbound:
-
এটি পার্সি বিসশে শেলির লেখা একটি লিরিক্যাল নাটক।
-
নাটকটি চারটি অংশে বিভক্ত এবং 1820 সালে প্রকাশিত হয়।
-
শেলির প্রধান রচনাগুলোর মধ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
রচনায় কবি তাঁর কাব্যিক দক্ষতা ও রাজনৈতিক চিন্তার সমন্বয় দেখিয়েছেন।
-
কাহিনী: প্রমিথিউস তার শাসক জুপিটার এবং অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Shelley ছিলেন ইংরেজি সাহিত্যের Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
তিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি আবেগময় অনুসন্ধান তাঁর কবিতায় রূপান্তরিত করেছিলেন।
-
Shelley-এর কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য হয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Epipsychidion (poem)
-
Hymn to Intellectual Beauty (poem)
-
Mont Blanc (poem)
-
Ode to the West Wind (poem)
-
Ozymandias (poem)
-
Peter Bell the Third (book)
-
Prometheus Unbound (lyrical drama)
-
Queen Mab (poem)
-
Rosalind and Helen (poem)
-
The Cenci (play)
-
The Cloud (poem)
-
The Masque of Anarchy (poem)
উৎস: Britannica

0
Updated: 1 week ago