From which poem is the line "April is the cruellest month" taken?
A
Ozymandias
B
Ode to a Nightingale
C
The Waste Land
D
The Prelude
উত্তরের বিবরণ
“April is the cruellest month” লাইনটি নেওয়া হয়েছে T. S. Eliot-এর বিখ্যাত কবিতা The Waste Land থেকে। এটি আধুনিক কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী মানবজীবনের হতাশা, বিভ্রান্তি ও আধ্যাত্মিক শূন্যতাকে উপস্থাপন করা হয়েছে।
-
The Waste Land একটি দীর্ঘ কবিতা, রচয়িতা T. S. Eliot।
-
কবিতার মোট লাইন সংখ্যা ৪৩৩।
-
কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেকজন খ্যাতিমান আধুনিক কবি Ezra Pound-কে।
-
এটি ২০শ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা, যা Eliot-কে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
-
কবিতার মূল আলোচ্য বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ভাঙন ও মানবসমাজের আধ্যাত্মিক সংকট।
T. S. Eliot (Thomas Stearns Eliot)
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮৮৮, সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র।
-
মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৬৫, লন্ডন।
-
তিনি ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে স্বীকৃত।
-
১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা:
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
তাঁর উল্লেখযোগ্য নাটক:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trial of a Judge
0
Updated: 1 month ago
The word 'Impeach' implies-
Created: 2 months ago
A
Call into question
B
To be free from a charge
C
Fail to give proper attention
D
Promote the interests
Impeach
• Meaning / অর্থ:
-
ক) Call into question
• Impeach (Verb, Noun)
-
English Meaning: Call into question the integrity or validity of (a practice); to charge with a crime or misdemeanor.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) কারো চরিত্র ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলা; সন্দেহ উত্থাপন করা; অভিশংসিত করা।
• Example Sentence:
-
English: The House of Representatives voted to impeach the president.
-
Bangla: প্রতিনিধি পরিষদ রাষ্ট্রপতির অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago
Do you know the answer _____ this question?
Created: 2 months ago
A
about
B
for
C
to
D
of
• Complete sentence: Do you know the answer to this question?
- Bangla: তুমি কি প্রশ্নটির উত্তর জানো?
• Answer (to)
- English Meaning: something spoken or written in reply to a question; a reaction to a question, letter, phone call, etc.
- Bangla Meaning: (১) প্রত্যুত্তর; জবাব; উত্তর (২) সমাধান; অঙ্কের ফল।
• More examples:
- The minister promised to give a written answer to the MP's detailed question.
- There's no easy answer to the problem.
• অন্যদিকে,
• Answer for (someone/something)
- English Meaning: to be responsible for something bad, or to be punished for something; to be adequate: serve.
- Bangla Meaning: দায়ী হওয়া/থাকা; জবাবদিহি করা।
- Example: He must answer for his crimes.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
0
Updated: 2 months ago
Identify the correct sentence.
Created: 1 month ago
A
It is time they have called their parents.
B
It is time to called their parents.
C
It is time they called their parents.
D
It is time to calling their parents.
সঠিক বাক্য হলো It is time they called their parents।
-
এখানে It is time / It is high time ব্যবহার করা হয়েছে, যার পর subject থাকলে পরবর্তী verb past indefinite tense (called) এ হয়।
-
অর্থাৎ, কোনো কাজ করার উপযুক্ত সময় এসেছে বোঝাতে এই কাঠামো ব্যবহৃত হয়।
Structure:
-
It is time / It is high time + subject + past indefinite verb
উদাহরণ:
-
It is time we went to bed.
-
It is time you made a decision.
-
It is time he apologized for his mistake.
-
It is time she packed her bags.
বিস্তারিত:
-
যদি subject না থাকে, তাহলে structure হবে: It is time / It is high time + to + verb
-
উদাহরণ: It is high time to stop corruption.
-
0
Updated: 1 month ago