Jonathan Swift is best known as a -
A
Mock heroic poet
B
Satirist Poet
C
University wit
D
Political pamphleteer
উত্তরের বিবরণ
Jonathan Swift মূলত একজন বিখ্যাত Satirist Poet হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও clergyman, যিনি ইংরেজি সাহিত্যে ব্যঙ্গরচনার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর রচনাগুলো সমাজ, ধর্ম ও রাজনীতির অসঙ্গতি ও ভণ্ডামিকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছে।
-
Jonathan Swift একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
-
তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত satirist।
-
তাঁর ছদ্মনাম ছিল Isaac Bickerstaff।
তাঁর বিখ্যাত রচনা:
-
Gulliver's Travels (Novel)
-
The Battle of the Books
-
A Tale of a Tub (Prose satire)
-
A Modest Proposal (Satiric essay)
-
Argument Against Abolishing Christianity (Essay)
-
A Journey to Stella (Collection of letters to Stella)

0
Updated: 7 hours ago
"There's a divinity that shapes our ends"
This quotation is taken from-
Created: 3 weeks ago
A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica

0
Updated: 3 weeks ago
"A bolt from the blue" refers to:
Created: 4 weeks ago
A
A slow and gradual change
B
A planned and expected event
C
A sudden and shocking surprise
D
A natural disaster like lightning
Correct Answer: A sudden and shocking surprise
A bolt from the blue (idiom)
English Meaning:
-
A sudden and unexpected event or piece of news.
-
A complete surprise.
Bangla Meaning:
(১) অপ্রত্যাশিত ঘটনা বা খবর; বিনা মেঘে বজ্রপাত।
(২) সম্পূর্ণরূপে বিস্মিত হওয়া।
Other Options:
ক) A slow and gradual change → ধীরে ধীরে ঘটে এমন কিছুর বিপরীত।
খ) A planned and expected event → “Bolt from the blue” মানে অপ্রত্যাশিত কিছু, পূর্ব পরিকল্পিত নয়।
গ) A natural disaster like lightning → আক্ষরিক অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত হয়।
Example Sentences:
-
The news of his accident was like a bolt from the blue.
-
The job came like a bolt from the blue.
Source: Live MCQ lecture

0
Updated: 4 weeks ago
The poem 'The Love Song of J. Alfred Prufrock' is written by-
Created: 1 week ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Walter Scott
D
Robert Browning
The Love Song of J. Alfred Prufrock is written by T.S Eliot.
- আধুনিক যুগের অন্যতম সেরা কবিতা এটি।
- এটা মূলত একটি Dramatic Monologue. এটি প্রথম প্রকাশিত হয়েছিল Poetry ম্যাগাজিনে, ১৯১৫ সালে।
- এখানে দেখায়, J. Alfred Prufrock যে কিনা একজন মধ্যবয়সী মানুষ, তার ফেলে আসা অতীতের স্মরণ করছে। চাপা দীর্ঘশ্বাস ফেলে সে তার ভগ্ন শরীর ও হৃদয়ের অবস্থা পর্যবেক্ষণ করে।
- সে বুঝতে পারে, সে তার যৌবন এবং সুখ দুটোই হারিয়েছে।
• এই কবিতার বিখ্যাত লাইন,
- “I have measured out my life with coffee spoons."
• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
• Best works:
• Poems
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock,
- Ash Wednesday (Poem).
• His well known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman,
- The Trail of a Judge etc.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 1 week ago