"Eric Arthur Blair" is the real name of which famous writer?
A
Ben Jonson
B
Edmund Spenser
C
George Orwell
D
George Eliot
উত্তরের বিবরণ
Eric Arthur Blair হলো সুপরিচিত ইংরেজি সাহিত্যিক George Orwell-এর প্রকৃত নাম। তিনি আধুনিক যুগের একজন প্রভাবশালী লেখক, যিনি একাধারে novelist, essayist এবং critic হিসেবে খ্যাত। তাঁর রচনাগুলোতে রাজনৈতিক সচেতনতা, সামাজিক ব্যঙ্গ এবং মানবজীবনের গভীর বাস্তবতা প্রতিফলিত হয়েছে।
-
George Orwell আধুনিক যুগের একজন বিখ্যাত লেখক।
-
তিনি English novelist, essayist এবং critic ছিলেন।
-
তাঁর প্রকৃত নাম ছিল Eric Arthur Blair।
-
তিনি বিশেষভাবে পরিচিত তাঁর দুটি উপন্যাসের জন্য:
-
Animal Farm
-
Nineteen Eighty-four
-
উল্লেখযোগ্য রচনা:
-
A Clergyman’s Daughter
-
Animal Farm
-
Burmese Days
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying
-
Nineteen Eighty-four

0
Updated: 7 hours ago
A Farewell to Arms is a/an -
Created: 2 days ago
A
epic
B
novel
C
play
D
short story
A Farewell to Arms
-
Author: Ernest Hemingway
-
এটি তাঁর তৃতীয় novel।
-
প্রকাশিত: 1929
-
উপন্যাসে আত্মজৈবনিক অনেক উপাদান দেখা যায়। এখানে arms শব্দটি একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
-
পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধ (World War I)
Summary:
-
কেন্দ্রীয় চরিত্র: Americn Lieutenant Frederic Henry এবং English nurse Catherine Barkley
-
যুদ্ধের ঘটনায় তাদের পরিচয় হয় ইটালিতে।
-
Catherine সদ্য বিধবা ছিলেন, এবং তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলে Catherine তার সেবা করে।
-
তারা একে অপরের আরো কাছাকাছি আসে এবং Catherine গর্ভবতী হয়।
-
Fredericকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধের পর ফিরে এসে দেখেন Catherine অন্য শহরে বদলী হয়ে গেছে।
-
Frederic তাকে খুঁজে বের করে এবং তারা পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়।
-
Catherine বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যায়।
উৎস:
Answer: novel

0
Updated: 2 days ago
Who is the central character of The Taming of the Shrew?
Created: 1 week ago
A
Goneril
B
Portia
C
Katharina
D
Cordelia
The Taming of the Shrew হলো William Shakespeare রচিত একটি সুপরিচিত কমেডি, যার কেন্দ্রীয় চরিত্র Katharina (Kate)। তাকে প্রায়ই “shrew” বলা হয়, কারণ তিনি দৃঢ়চেতা, তীক্ষ্ণভাষী এবং সমাজের নারীদের জন্য নির্ধারিত প্রত্যাশার সাথে মানিয়ে চলতে অস্বীকৃতি জানান।
-
নাটকটি William Shakespeare রচিত ৫ অঙ্কবিশিষ্ট একটি comedy।
-
এটি ১৫৯০–১৫৯৪ সালের মধ্যে কোনো এক সময়ে লেখা হয় এবং ১৬২৩ সালে First Folio-তে প্রথম প্রকাশিত হয়।
-
এটি Shakespeare-এর অন্যতম বিখ্যাত কমেডি হিসেবে পরিচিত।
-
নাটকটিতে Katharina এবং Petruchio-র জটিল ও হাস্যরসপূর্ণ courtship তুলে ধরা হয়েছে। Petruchio দৃঢ়প্রতিজ্ঞ কাথরিনার ক্রোধ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক লাভ করবে।
Summary
-
Katharina ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, তীক্ষ্ণভাষী এবং স্বাধীনচেতা এক নারী, যিনি সমাজের প্রচলিত নারীত্বের নিয়ম মানতে অস্বীকার করেন।
-
Petruchio তাকে বিয়ে করে এবং “বশীভূত” করার উদ্দেশ্যে নানা কৌশল, অস্বাভাবিক আচরণ ও ধূর্ততা প্রয়োগ করে।
-
নানা ভুল বোঝাবুঝি, হাস্যকর পরিস্থিতি এবং পরীক্ষার মধ্য দিয়ে নাটকটি বিবাহ, সম্পর্কের টানাপোড়েন এবং ক্ষমতার ভারসাম্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে।
Main Characters
-
Katharina (Kate)
-
Petruchio
-
Bianca
-
Baptista Minola
-
Lucentio
-
Hortensio ও Gremio
অন্য নাটকের চরিত্রসমূহ
-
Goneril এবং Cordelia → Shakespeare-এর King Lear নাটকের চরিত্র।
-
Portia → Shakespeare-এর The Merchant of Venice নাটকের চরিত্র।
-
Rosalind → Shakespeare-এর As You Like It নাটকের চরিত্র।

0
Updated: 1 week ago
What kind of literary style is Jonathan Swift famous for?
Created: 3 weeks ago
A
Romanticism
B
Satire
C
Tragedy
D
Pastoral poetry
✦ Jonathan Swift
জাতীয়তা: Anglo-Irish
পেশা: Author ও clergyman
যুগ: Neoclassical period
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের প্রধান prose satirist
ছদ্মনাম: Isaac Bickerstaff
বিখ্যাত ব্যঙ্গাত্মক রচনা:
Gulliver’s Travels
A Tale of a Tub
A Modest Proposal
The Battle of Books

0
Updated: 3 weeks ago