In which literary work does the character "Belinda" appear?
A
The Rape of the Lock
B
Paradise Lost
C
Queen Mab
D
Macbeth
উত্তরের বিবরণ
"Belinda" চরিত্রটি Alexander Pope-এর The Rape of the Lock কবিতায় পাওয়া যায়। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত mock-heroic poem, যেখানে একটি ক্ষুদ্র সামাজিক ঘটনার মধ্যে দিয়ে অভিজাত সমাজের আড়ম্বর, গৌরববোধ ও ব্যর্থতাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে।
-
The Rape of the Lock রচনা করেছেন Alexander Pope।
-
এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৭১২ সালে, যা দুই ক্যান্টোতে সীমাবদ্ধ ছিল।
-
এর চূড়ান্ত সংস্করণ প্রকাশিত হয় ১৭১৪ সালে, যেখানে এটি সম্প্রসারিত হয়ে পাঁচ ক্যান্টোতে রূপ নেয়।
মূল উপজীব্য:
-
কাহিনী আবর্তিত হয় একটি ক্ষুদ্র সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে। Baron নামের এক যুবক Belinda-র চুলের একটি লক চুরি করে নেয়, যা বড়সড় কেলেঙ্কারির জন্ম দেয়।
-
কবিতায় এই তুচ্ছ ঘটনাটিকে ব্যঙ্গাত্মকভাবে বর্ণনা করা হয়, যেন এটি হোমারের Iliad-এর মতো একটি মহাকাব্যিক যুদ্ধ।
-
শেষ পর্যন্ত Belinda-র চুল আকাশে উড়ে গিয়ে তারা হয়ে যায়।
মূল বার্তা:
-
Pope এই কাব্যে অভিজাত সমাজের অতিরিক্ত গর্ব, অযথা আড়ম্বর ও সামাজিক ব্যর্থতাকে ব্যঙ্গ করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ ব্যঙ্গকাব্যগুলোর একটি হিসেবে স্বীকৃত।
প্রধান চরিত্রসমূহ:
-
Belinda
-
Baron
-
Ariel
-
Clarissa
-
Umbriel
Alexander Pope:
-
তাঁকে Mock Heroic কবি বলা হয়।
-
তিনি Neo-Classical Period-এর Augustan Age যুগের কবি।
-
এই যুগকে The Age of Pope-ও বলা হয়, কারণ Pope তাঁর সাহিত্যকর্ম দ্বারা যুগটিকে প্রভাবিত করেছিলেন।
-
তিনি হোমারের Iliad ও Odyssey অনুবাদের জন্যও বিখ্যাত।
তাঁর উল্লেখযোগ্য কবিতা:
-
An Essay on Man
-
The Dunciad
-
An Essay on Criticism
-
The Imitation of Horace
-
Epistle to Dr. Arbuthnot
অন্য বিকল্পগুলো:
-
Paradise Lost – John Milton
-
Queen Mab – Percy Bysshe Shelley
-
Macbeth – William Shakespeare
0
Updated: 1 month ago
Diction refers to -
Created: 1 month ago
A
The structure of sentences in a literary work
B
The setting of a story
C
The selection of words in writing or speech
D
The tone of a story
Diction বলতে বোঝায় লেখালেখি বা বক্তৃতায় ব্যবহৃত শব্দচয়নের ধরণ। প্রতিটি সাহিত্যিকের নিজস্ব শব্দ নির্বাচনের ভঙ্গি থাকে, যা তার লেখার বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে।
-
সংক্ষেপে: Diction is the selection of words in writing or speech.
-
একজন লেখক বা বক্তা তার ভাব প্রকাশের জন্য যেসব শব্দ ও বাক্যাংশ বেছে নেন, তাই তার diction।
-
উদাহরণ:
-
John Milton তার রচনায় প্রায়শই bombastic, unusual, allusive এবং latinized শব্দ ব্যবহার করেছেন।
-
অন্যদিকে George Orwell তার লেখায় simple, lucid এবং common শব্দ ব্যবহার করেছেন, যা পাঠকদের কাছে সহজবোধ্য।
-
অতএব, সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনার জন্য যে বিশেষ শব্দচয়ন করেন, সেটিই তাদের diction নামে পরিচিত।
Source:
0
Updated: 1 month ago
What does "buttress" mean when used as a verb?
Created: 1 month ago
A
To ignore or neglect something
B
To completely remove something
C
To weaken or undermine something
D
To give support to or strengthen something
Buttress একটি transitive verb, যা বোঝায় কোনো কিছুকে সমর্থন বা শক্তিশালী করা। এটি মূলত কোনো কাঠামো বা ধারণাকে দৃঢ় করা বা স্থিতিশীল করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
Buttress (verb-transitive)
English Meaning: To give support to or strengthen something
Bangla Meaning: (up) শক্তিশালী/মজবুত করা; আলম্বের সাহায্যে ধরে রাখা; (লাক্ষণিক) সমর্থন বা বলবৃদ্ধি করা -
Correct Answer: To give support to or strengthen something
-
Synonyms: Strengthen (শক্তিশালী করা), Reinforce (জোরদার করা), Fortify (সুরক্ষিত/দুর্ভেদ্য করা), Support (সমর্থন করা)
-
Antonyms: Undercut (অপরিবর্তিত করা), Undermine (ভিত্তি দুর্বল করা), Weaken (দুর্বল করা), Hinder (বাঁধা দেওয়া), Neglect (অবহেলা করা)
-
Other Forms:
-
Buttress (noun): দেওয়ালের ঠেকনা বা আলম্ব; বহিরালম্ব; (লাক্ষণিক) আলম্ব; উপাশ্রয়; উপস্তম্ভ; ভিত্তি
-
-
Example Sentence:
-
The results of the experiment have buttressed the theory.
-
-
Source:
0
Updated: 1 month ago
Choose the right form of verb:
As soon as the rain _______, we went outside.
Created: 1 month ago
A
stop
B
stopped
C
had stopped
D
had been stopped
Complete sentence:
As soon as the rain stopped, we went outside.
-
Bangla Meaning: বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আমরা বাইরে চলে গেলাম।
নিয়ম:
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তবে এর পরে থাকা ক্রিয়াও Past Indefinite Tense হবে।
-
অর্থাৎ, অতীতকালের দুইটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুইটি কাজই Past Indefinite Tense-এ থাকবে।
-
সুতরাং, শূন্যস্থানে সঠিক ক্রিয়া হবে: stopped
অন্য উদাহরণ (Future Indefinite + As soon as + Present Indefinite):
-
I shall ring you up as soon as I arrive.
উৎস:
0
Updated: 1 month ago