Who is the author of "Lycidas"?
A
William Blake
B
John Milton
C
Edmund Spenser
D
Alexander Pope
উত্তরের বিবরণ
Lycidas – John Milton
-
Author: John Milton
-
Form: Pastoral Elegy
-
Published: 1638
-
Background:
-
Milton তার বিশ্ববিদ্যালয় বন্ধু Edward King-এর স্মরণে এই শোকগাঁথা লেখেন।
-
Edward King কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তিনি জাহাজডুবিতে মারা যান।
-
-
Theme: মৃত্যুশোক, খ্রিস্টীয় ধর্মবিশ্বাস, কবির আত্মদর্শন, ও কাব্যপ্রতিভার প্রতিশ্রুতি।
John Milton (1608–1674)
-
Profession: English poet, pamphleteer, historian.
-
Standing: Shakespeare-পরবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ ইংরেজি কবি।
-
Best known for: Paradise Lost, widely considered the greatest English epic.
Major Works
-
Paradise Lost (1667) → English literature-এর সর্বশ্রেষ্ঠ মহাকাব্য।
-
Paradise Regained (1671) → ৪টি বইয়ে বিভক্ত।
-
Samson Agonistes (1671) → Poetic Drama।
-
Lycidas (1638) → Pastoral Elegy।
-
On His Blindness → বিখ্যাত Sonnet।
Famous Quotes
-
“Better to reign in Hell than serve in Heaven.” — Paradise Lost
-
“Childhood shows the man, as morning shows the day.” — Paradise Regained
-
“Death is the golden key that opens the place of eternity.” — Paradise Lost

0
Updated: 7 hours ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 1 month ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 1 month ago
'Epithalamion' is related to -
Created: 1 month ago
A
Criticism of social norms
B
Depiction of war and heroism
C
Celebration of a wedding
D
A heroic epic

0
Updated: 1 month ago
"Isabella" and "Claudio" appear in which Shakespeare play?
Created: 4 days ago
A
The Tempest
B
Othello
C
Measure for Measure
D
Much Ado About Nothing
Isabella এবং Claudio চরিত্র দুটি এসেছে William Shakespeare-এর নাটক Measure for Measure থেকে। এটি পাঁচ অঙ্কের একটি Dark Comedy, যা রচিত হয় প্রায় ১৬০৩–১৬০৪ সালে এবং ১৬২৩ সালের First Folio সংস্করণে প্রকাশিত হয়।
সারসংক্ষেপ
ভিয়েনার ডিউক Vincentio সাময়িকভাবে শাসনভার Angelo-কে অর্পণ করেন। Angelo কঠোরভাবে আইন প্রয়োগ করে Claudio-কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet-কে বিয়ে না করে গর্ভবতী করেছে। Claudio-র বোন Isabella, যিনি একজন novice nun, ভাইয়ের প্রাণভিক্ষা করতে Angelo-র কাছে যান। কিন্তু Angelo শর্ত দেন—Isabella যদি তার সতীত্ব বিসর্জন দেয়, তবে Claudio মুক্তি পাবে। Isabella রাজি হন না। এদিকে Duke ছদ্মবেশে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। শেষে সত্য প্রকাশিত হয়, Claudio বেঁচে যায়, Angelo-র ভণ্ডামি প্রকাশ পায়। নাটকের শেষে Duke Isabella-কে বিয়ের প্রস্তাব দেন এবং ন্যায়বিচারের মধ্য দিয়ে কাহিনি শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ
-
Isabella
-
Duke Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone ইত্যাদি
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon বা Swan of Avon
-
তিনি ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও কবি হিসেবে খ্যাত।
-
সর্বমোট ৩৭টি নাটক রচনা করেন।
শ্রেণিভুক্ত রচনাবলি
Tragedy
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet ইত্যাদি
Tragi-comedy
-
The Merchant of Venice
-
The Winter’s Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
Comedy
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love’s Labour’s Lost
-
A Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All’s Well That Ends Well
-
A Midsummer Night’s Dream
-
The Merry Wives of Windsor
Historical Plays
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV (Part I & Part II)
-
Henry V
-
Henry VI (Part I, II, III)
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III

0
Updated: 4 days ago