উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত কোনটি?
A
কার্ডিনাল
B
অঘ্রাণী
C
তাহেরপুরী
D
কুফরী
উত্তরের বিবরণ
উচ্চ ফলনশীল ফসলের জাত:
-
কলার জাত: সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী
-
আলুর জাত: হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা
-
গমের জাত: কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব
-
পেঁয়াজের জাত: সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি

0
Updated: 7 hours ago
বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
Created: 1 week ago
A
BINA
B
BADC
C
BARI
D
BRRI
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC):
-
বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদন ও কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান।
-
কার্যক্রম: ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ।
-
প্রতিষ্ঠা: ১৯৬১, পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন হিসেবে; স্বাধীনতার পর নামকরণ BADC।
-
প্রধান কার্যালয়: মতিঝিল, ঢাকা।

0
Updated: 1 week ago