সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল?
A
জরুরি অবস্থা ঘোষণার বিধান
B
যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সন্নিবেশন
C
রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
সংবিধানের প্রথম সংশোধনী:
-
বিল উত্থাপন: ১২ জুলাই, ১৯৭৩
-
গৃহীত: ১৫ জুলাই, ১৯৭৩
-
উত্থাপনকারী: তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর
-
বিষয়বস্তু: যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সংযোজন
-
সংবিধানে যুক্ত: নতুন অনুচ্ছেদ ৪৭-ক এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে নতুন দফা
0
Updated: 1 month ago
একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ব্যতিরেকে কত কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল বলে গণ্য হবে?
Created: 2 months ago
A
৬০ দিন
B
৪৫ দিন
C
৯০ দিন
D
কোনটি নয়
সংসদ সদস্যের আসন শূন্য হওয়া
-
একজন সংসদ সদস্য স্পিকারের বিনা অনুমতিতে একাদিক্রমে ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।
-
সংসদের আসন শূন্য হওয়ার শর্তসমূহ (সংবিধান, ৬৭(১) অনুচ্ছেদ):
১. নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে ৯০ দিনের মধ্যে শপথ গ্রহণ বা ঘোষণা করতে অসমর্থ হওয়া।-
শর্ত: স্পীকার যথার্থ কারণে মেয়াদ বর্ধিত করতে পারেন।
২. সংসদের অনুমতি ছাড়া একাদিক্রমে ৯০ বৈঠক-দিবস অনুপস্থিত থাকা।
৩. সংসদ ভাঙা হয়ে যাওয়া।
৪. সংসদ সদস্য সংবিধান ৬৬(২) অনুচ্ছেদের অধীনে অযোগ্য হয়ে যাওয়া।
৫. সংবিধান ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতি উদ্ভব হওয়া।
-
-
পদত্যাগের শর্ত:
-
সংসদ-সদস্য স্পীকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারবেন।
-
যদি স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্ব পালনে অসমর্থ থাকেন, পত্র প্রাপ্তির মুহূর্তে সদস্যের আসন শূন্য গণ্য হবে।
-
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবধায়ক কে ছিলেন?
Created: 1 month ago
A
জয়নুল আবেদীন
B
এ.কে.এম আবদুর রউফ
C
হাসেম খান
D
আবু বারাক আলভী
বাংলাদেশ সংবিধান – অঙ্গসজ্জা ও প্রস্তুতি:
-
মূল তত্ত্বাবধায়ক: শিল্পাচার্য জয়নাল আবেদীন
-
অঙ্গসজ্জা করেছেন: হাশেম খান
-
লিপিকার: এ. কে. এম আবদুর রউফ
-
চামড়ার কাজ করেছেন: সৈয়দ শাহ্ আবু শফি
0
Updated: 1 month ago
বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?
Created: 1 month ago
A
কামাল হোসেন
B
এ.কে.এম আবদুর রউফ
C
জামাল হোসেন
D
এ.কে.এম আব্দুর রশিদ
সংবিধান
-
১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপরিষদের সদস্যগণ হাতে লেখা সংবিধানের কপিতে স্বাক্ষর প্রদান করেন।
-
সংবিধানে প্রথম স্বাক্ষর করেন – সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর যথাক্রমে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদ স্বাক্ষর করেন।
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
-
হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
-
হস্তলিখিত সংবিধানের মূল লেখক: এ.কে.এম আব্দুর রউফ।
0
Updated: 1 month ago