সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিল -
A
সেলিনা হোসেন
B
জাকিয়া বানু
C
বেগম রাজিয়া বানু
D
বেগম রাজিয়া সুলতানা
উত্তরের বিবরণ
সংবিধান:
-
সংবিধান রচনা কমিটির প্রধান: ড. কামাল হোসেন
-
রচনা কমিটির মোট সদস্য: ৩৪ জন
-
একমাত্র মহিলা সদস্য: বেগম রাজিয়া বানু
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য: সুরঞ্জিত সেন গুপ্ত
-
হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর: শেখ মুজিবুর রহমান
-
হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেননি: সুরঞ্জিত সেন গুপ্ত

0
Updated: 7 hours ago
সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল?
Created: 7 hours ago
A
জরুরি অবস্থা ঘোষণার বিধান
B
যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সন্নিবেশন
C
রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন
D
কোনটি নয়
সংবিধানের প্রথম সংশোধনী:
-
বিল উত্থাপন: ১২ জুলাই, ১৯৭৩
-
গৃহীত: ১৫ জুলাই, ১৯৭৩
-
উত্থাপনকারী: তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর
-
বিষয়বস্তু: যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সংযোজন
-
সংবিধানে যুক্ত: নতুন অনুচ্ছেদ ৪৭-ক এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে নতুন দফা

0
Updated: 7 hours ago
সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য কী?
Created: 1 month ago
A
পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠা
B
রাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
C
সাম্রাজ্যবাদী সমাজ প্রতিষ্ঠা
D
শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা
-
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চারটি মূল আদর্শ—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা—ঘোষণা করা হয়েছে।
-
প্রস্তাবনায় স্পষ্টভাবে বলা হয়েছে, রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা।
-
এই সমাজে প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার, আইনের শাসন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা হবে।
-
এর মাধ্যমে একটি সাম্যভিত্তিক, ন্যায়ভিত্তিক এবং মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার প্রকাশ পায়।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় -
Created: 7 hours ago
A
১৭ জুন , ১৯৭২
B
২১ মার্চ, ১৯৭২
C
১৬ ডিসেম্বর, ১৯৭২
D
৪ নভেম্বর, ১৯৭২
বাংলাদেশের সংবিধান (১৯৭২) সংক্রান্ত তথ্য:
-
গৃহীত: ৪ নভেম্বর, ১৯৭২ (গণপরিষদ কর্তৃক)
-
কার্যকর: ১৬ ডিসেম্বর, ১৯৭২ (বিজয় দিবস)
-
মোট অনুচ্ছেদ: ১৫৩ টি
-
অধ্যায়/ভাগ: ১১টি
-
তফসিল: ৭টি
-
মূলনীতি: ৪টি
-
প্রস্তাবনা: ১টি

0
Updated: 7 hours ago