সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
A
সকল নাগরিকের চাকুরি লাভের সুযোগ
B
সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
C
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
D
রাষ্ট্রপতির অভিসংশন
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধান অনুযায়ী সমতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধারা:
-
২৮ (২) নং অনুচ্ছেদ: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।
-
৫২ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির অভিসংশন প্রক্রিয়া।
-
৯৪ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের গঠন।

0
Updated: 7 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ রয়েছে?
Created: 7 hours ago
A
৩৪ নং
B
২৭ নং
C
৩২ নং
D
৩১ নং
বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের আইনের আশ্রয় ও অধিকার:
-
৩১ নং অনুচ্ছেদ: সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার স্বীকৃত।
-
২৭ নং অনুচ্ছেদ: “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।”
-
৩২ নং অনুচ্ছেদ: জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা করা।
-
৩৪ নং অনুচ্ছেদ: জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ।

0
Updated: 7 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 3 weeks ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 3 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
Created: 1 month ago
A
১০ নং অনুচ্ছেদে
B
২১ (২) নং অনুচ্ছেদে
C
২৭ নং অনুচ্ছেদে
D
২৮ (২) নং অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রয়েছে।
অনুচ্ছেদ ২৮-এ স্পষ্টভাবে বলা হয়েছে:
-
২৮(১): কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানকে কেন্দ্র করে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র পক্ষপাত বা বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।
-
২৮(২): দেশের রাষ্ট্রীয় কাঠামো ও সামাজিক জীবনের প্রতিটি স্তরে নারী ও পুরুষের সমান অধিকার থাকবে।
-
২৮(৩): উপরের উল্লেখিত কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো নাগরিককে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কিংবা বিনোদন ও বিশ্রামের স্থান ব্যবহারে বাধা দেওয়া যাবে না।
-
২৮(৪): নারী ও শিশুদের কল্যাণ অথবা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রগতির লক্ষ্যে বিশেষ আইন প্রণয়নের ক্ষেত্রে সংবিধান কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
এছাড়াও আরও কিছু অনুচ্ছেদে নাগরিক অধিকার ও সমতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে:
-
অনুচ্ছেদ ১০: এখানে সমাজতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
-
অনুচ্ছেদ ২৭: প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান মর্যাদা এবং সুরক্ষার অধিকার রাখেন।
-
অনুচ্ছেদ ২১(২): প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব হলো সর্বদা জনগণের সেবা করা।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান

0
Updated: 1 month ago