সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ রয়েছে?
A
৩৪ নং
B
২৭ নং
C
৩২ নং
D
৩১ নং
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের আইনের আশ্রয় ও অধিকার:
-
৩১ নং অনুচ্ছেদ: সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার স্বীকৃত।
-
২৭ নং অনুচ্ছেদ: “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।”
-
৩২ নং অনুচ্ছেদ: জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা করা।
-
৩৪ নং অনুচ্ছেদ: জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ।
0
Updated: 1 month ago
'ফ্লোর ক্রসিং' সংবিধানের কোন অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে?
Created: 1 month ago
A
৬৯নং অনুচ্ছেদে
B
৬8নং অনুচ্ছেদে
C
৭১নং অনুচ্ছেদে
D
৭০নং অনুচ্ছেদে
সংবিধান অনুযায়ী ফ্লোর ক্রসিং ও সম্পর্কিত বিধানসমূহ:
-
৭০তম অনুচ্ছেদ: ফ্লোর ক্রসিংকে সংজ্ঞায়িত করেছে। এটি বোঝায় সংসদ সদস্য যখন নিজের দলের নীতি বা নির্দেশনা উপেক্ষা করে বিরোধী দলের পক্ষে ভোট দেন। অর্থাৎ, সংসদ সদস্য যদি নিজের দলের পক্ষে না দাঁড়িয়ে বিরোধী দলের পক্ষে ভোট দেন, সেটি ফ্লোর ক্রসিং হিসেবে গণ্য হবে।
-
৬৮নং অনুচ্ছেদ: সংসদ সদস্যদের পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিধান।
-
৬৯নং অনুচ্ছেদ: শপথগ্রহণের আগে আসন গ্রহণ বা ভোট প্রদানের ক্ষেত্রে সদস্যের উপর আরোপিত অর্থদণ্ড সম্পর্কিত নিয়ম।
-
৭১নং অনুচ্ছেদ: সংসদে দ্বৈত-সদস্যতা (একাধিক আসন দখল) নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান।
0
Updated: 1 month ago
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৭
B
অনুচ্ছেল ৭(ক)
C
অনুচ্ছেদ ৭(খ)
D
অনুচ্ছেদ ৮
৭খ অনুচ্ছেদ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের বিধান পরিবর্তন করা যাবে না। এর মধ্যে রয়েছে:
-
সংবিধানের প্রস্তাবনা
-
প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ
-
নবম-ক ভাগের নির্দিষ্ট অনুচ্ছেদসমূহ
-
তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ (নির্দিষ্ট শর্তে)
-
একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ
-
সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
এই অংশগুলির সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিলকরণ কোনোভাবেই সম্ভব নয়।
উল্লেখযোগ্য সংক্রান্ত অনুচ্ছেদ:
-
৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
-
৭ক অনুচ্ছেদ: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
-
৮নং অনুচ্ছেদ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
উৎস: বাংলাদেশের সংবিধান
0
Updated: 1 month ago
অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা'র কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে?
Created: 2 months ago
A
১৩নং অনুচ্ছেদে
B
১৫নং অনুচ্ছেদে
C
১৬নং অনুচ্ছেদে
D
১৭নং অনুচ্ছেদে
সংবিধানের ১৭ নং অনুচ্ছেদ – অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
রাষ্ট্র—
-
(ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক ও বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করবে।
-
(খ) সমাজের প্রয়োজনের সঙ্গে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন পূরণের উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির ব্যবস্থা করবে।
-
(গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদিকে:
-
১৩ নং অনুচ্ছেদ → মালিকানার নীতি।
-
১৫ নং অনুচ্ছেদ → মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
-
১৬ নং অনুচ্ছেদ → পল্লী বিদ্যুতায়ন।
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago