সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ রয়েছে?
A
৩৪ নং
B
২৭ নং
C
৩২ নং
D
৩১ নং
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের আইনের আশ্রয় ও অধিকার:
-
৩১ নং অনুচ্ছেদ: সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার স্বীকৃত।
-
২৭ নং অনুচ্ছেদ: “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।”
-
৩২ নং অনুচ্ছেদ: জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা করা।
-
৩৪ নং অনুচ্ছেদ: জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ।

0
Updated: 7 hours ago
'আন্তর্জাতিক চুক্তি' সংক্রান্ত বিধান কোন অনুচ্ছেদে রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ১৪৬ক
B
অনুচ্ছেদ ১৪৫ক
C
অনুচ্ছেদ ১৪৩ক
D
অনুচ্ছেদ ১৪২ক
আন্তর্জাতিক চুক্তি (অনুচ্ছেদ ১৪৫ক)
-
আন্তর্জাতিক চুক্তি, যা বিদেশের সঙ্গে সম্পাদিত হয়, রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে।
-
রাষ্ট্রপতি চুক্তি সংসদে পেশ করার ব্যবস্থা করবেন।
-
শর্ত হলো, জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে।
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ১৪৬: বাংলাদেশের নামে মামলা।
-
অনুচ্ছেদ ১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা'র কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে?
Created: 1 month ago
A
১৩নং অনুচ্ছেদে
B
১৫নং অনুচ্ছেদে
C
১৬নং অনুচ্ছেদে
D
১৭নং অনুচ্ছেদে
সংবিধানের ১৭ নং অনুচ্ছেদ – অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
রাষ্ট্র—
-
(ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক ও বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করবে।
-
(খ) সমাজের প্রয়োজনের সঙ্গে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন পূরণের উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির ব্যবস্থা করবে।
-
(গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদিকে:
-
১৩ নং অনুচ্ছেদ → মালিকানার নীতি।
-
১৫ নং অনুচ্ছেদ → মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
-
১৬ নং অনুচ্ছেদ → পল্লী বিদ্যুতায়ন।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
মৌলিক অধিকার
B
বিচার বিভাগ
C
নির্বাহী বিভাগ
D
নির্বাচন
সংবিধানের ভাগ
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago