উচ্চ ফলনশীল গমের জাত কোনটি?
A
অনুপম
B
কবরী
C
গৌরব
D
অগ্রদূত
উত্তরের বিবরণ
উচ্চ ফলনশীল ফসলের জাতসমূহ:
-
গম: কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব
-
কলার: সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী
-
আলু: হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা
-
পেঁয়াজ: সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি
-
বাঁধাকপি: গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত
-
ধান: বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি
-
আম: মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ
-
ভুট্টা: বর্ণালি, শুভ্রা, খই, মোহর
0
Updated: 1 month ago
বাংলাদেশে সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কোন সালে? [সেপ্টেম্বর - ২০২৫]
Created: 1 month ago
A
২০০৮ সালে
B
২০১৩ সালে
C
২০১৯ সালে
D
২০২২ সালে
কৃষি শুমারি (বাংলাদেশ)
-
সর্বশেষ শুমারি: ২০১৯ সালে অনুষ্ঠিত।
-
উদ্দেশ্য: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের তথ্য সংগ্রহ করে নীতিনির্ধারণে সহায়তা করা।
-
শুমারি থেকে প্রাপ্ত তথ্য:
-
কৃষি খানার সংখ্যা ও আকার
-
ভূমির ব্যবহার ও চাষের ধরন
-
শস্যের ধরণ ও চাষ পদ্ধতি
-
গবাদি পশু, হাঁস-মুরগী সংখ্যা
-
মৎস্য উৎপাদন ও চাষাবাদ সংক্রান্ত তথ্য
-
কৃষি ক্ষেত্রে নিয়োজিত জনবল
-
-
ব্যবহার: কৃষি উন্নয়ন কৌশল নির্ধারণ, অগ্রগতি পর্যবেক্ষণ ও বেঞ্চমার্ক তথ্য হিসেবে।
-
আইনি ভিত্তি: পরিসংখ্যান আইন-২০১৩ অনুযায়ী জনশুমারি, অর্থনৈতিক শুমারি ও কৃষি শুমারি পরিচালনা বাধ্যতামূলক।
-
ইতিহাস:
-
১৯৬০: নমুনা আকারে প্রথম কৃষি শুমারি
-
১৯৭৭: স্বাধীনতা পরবর্তী প্রথম কৃষি শুমারি
-
পরবর্তী শুমারি: ১৯৮৩-৮৪, ১৯৯৬, ২০০৮
-
২০১৯: সর্বশেষ শুমারি
-
0
Updated: 1 month ago
পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক কে?
Created: 1 month ago
A
ড. রফিক উদ্দিন
B
ড. আবেদ চৌধুরী
C
ড. মাকসুদুল আলম
D
ড. মুকবুল হোসেন
পঞ্চব্রীহি ধানচাষ:
-
উদ্ভাবক: বাংলাদেশি বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী
-
পদ্ধতি: একটি ধানগাছ থেকে একাধিক মৌসুমে পাঁচবার ফলন নেওয়া হয়।
-
প্রথম ফলন: ১১০ দিন পর
-
পরবর্তী ফলন: প্রতি ৪৫ দিন অন্তর
-
ফসলের ধরণ: একবার বোরো, দুবার আউশ, দুবার আমন
-
ফসলের উৎপাদন: প্রথমবার হেক্টরপ্রতি ৪ টন
-
চারা রোপণের দূরত্ব: প্রতি ৪ সেন্টিমিটার
-
প্রকাশ: ২০২৩ সালের ১২ অক্টোবর, লন্ডন-বাংলা প্রেসক্লাব, ‘খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য’ শীর্ষক বক্তৃতা
0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বিশেষ উপযোগী?
Created: 1 month ago
A
দক্ষিণাঞ্চল
B
উত্তরাঞ্চল
C
মধ্যাঞ্চল
D
পাহাড়ি অঞ্চল
গম (Wheat)
তথ্যগুলো হলো:
-
চাষযোগ্য এলাকা: বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া।
-
উৎপাদন ও আমদানি: বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ গম উৎপাদন করতে পারেনি; প্রতিবছর গম আমদানি করতে হয়।
-
চাষের নিয়ামক:
-
তাপমাত্রা: ১৬° থেকে ২২° সেলসিয়াস।
-
বৃষ্টিপাত: ৫০-৭৫ সেন্টিমিটার। বৃষ্টিপাত কম হলেও গম চাষ করা যায়; শীত মৌসুমে সেচ ব্যবস্থার মাধ্যমে চাষ সম্ভব।
-
মৃত্তিকা: উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক।
-
0
Updated: 1 month ago