সংবিধানের কততম সংশোধনীতে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সন্নিবেশিত হয়?
A
ষষ্ঠ
B
সপ্তম
C
চতুর্থ
D
পঞ্চম
উত্তরের বিবরণ
পঞ্চম সংশোধনী (বাংলাদেশ সংবিধান):
-
মূল সন্নিবেশ: 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংযোজন
-
অনুমোদন: ১৯৭৯ সালে জাতীয় সংসদ
-
প্রভাব: সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন
-
সংশ্লিষ্ট আইন ও অধ্যাদেশ: ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত প্রযোজ্য সমস্ত সামরিক বিধি ও অধ্যাদেশ পঞ্চম সংশোধনীর আওতায় আনা হয়
-
জাতীয়তা সংক্রান্ত পরিবর্তন: বাঙালি জাতীয়তাবাদের স্থলে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত
0
Updated: 1 month ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় -
Created: 1 month ago
A
১৭ জুন , ১৯৭২
B
২১ মার্চ, ১৯৭২
C
১৬ ডিসেম্বর, ১৯৭২
D
৪ নভেম্বর, ১৯৭২
বাংলাদেশের সংবিধান (১৯৭২) সংক্রান্ত তথ্য:
-
গৃহীত: ৪ নভেম্বর, ১৯৭২ (গণপরিষদ কর্তৃক)
-
কার্যকর: ১৬ ডিসেম্বর, ১৯৭২ (বিজয় দিবস)
-
মোট অনুচ্ছেদ: ১৫৩ টি
-
অধ্যায়/ভাগ: ১১টি
-
তফসিল: ৭টি
-
মূলনীতি: ৪টি
-
প্রস্তাবনা: ১টি
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধান কীভাবে রচিত হয়?
Created: 1 month ago
A
আন্দোলনের মাধ্যমে
B
রাষ্ট্রপতির আদেশ বলে
C
গণপরিষদের মাধ্যমে
D
সাধারণ আইন পরিষদের মাধ্যমে
সংবিধান:
-
বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
-
গৃহীত: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
কার্যকর: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
সংবিধানের ভাগ বা অধ্যায় সংখ্যা: ১১টি।
0
Updated: 1 month ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
Created: 2 months ago
A
ধারা ২৬
B
ধারা ২৭
C
ধারা ২৮
D
ধারা ২৯
আইন অনুযায়ী সমতা (অনুচ্ছেদ ২৭)
বাংলাদেশ সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ অনুসারে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকলের আইনের সমান আশ্রয় গ্রহণের অধিকার রয়েছে। এর অর্থ, কোনো ব্যক্তি তার ধর্ম, জাতি, লিঙ্গ বা সামাজিক অবস্থার কারণে আইন থেকে বঞ্চিত হতে পারবে না।
সংবিধানে মৌলিক অধিকার
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৭ নং অনুচ্ছেদ থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকারসমূহ বর্ণিত আছে। এই অধিকারগুলো নাগরিকদের জীবনে ন্যায়, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।
কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারি কর্মকর্তাদের কর্তব্য নির্ধারণ।
-
অনুচ্ছেদ ২২: নির্বাহী ও বিচার বিভাগকে পৃথক করা।
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন সংরক্ষণ।
-
অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা।
-
অনুচ্ছেদ ২৬: মৌলিক অধিকারের সঙ্গে বিরোধপূর্ণ আইন বাতিল।
-
অনুচ্ছেদ ২৮: ধর্ম বা অন্যান্য কারণে বৈষম্য করা যাবে না।
-
অনুচ্ছেদ ২৯: সরকারি চাকরি ও নিয়োগে সুযোগের সমতা।
-
অনুচ্ছেদ ৩০: বিদেশী উপাধি বা খেতাব গ্রহণে বিধিনিষেধ।
-
অনুচ্ছেদ ৪৭: কিছু নির্দিষ্ট আইন রক্ষার বিষয় নির্দেশ।
উৎস: বাংলাদেশ সংবিধান; পৌরনীতি ও সুশাসন (দ্বিতীয় পত্র), এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago