পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক কে?
A
ড. রফিক উদ্দিন
B
ড. আবেদ চৌধুরী
C
ড. মাকসুদুল আলম
D
ড. মুকবুল হোসেন
উত্তরের বিবরণ
পঞ্চব্রীহি ধানচাষ:
-
উদ্ভাবক: বাংলাদেশি বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী
-
পদ্ধতি: একটি ধানগাছ থেকে একাধিক মৌসুমে পাঁচবার ফলন নেওয়া হয়।
-
প্রথম ফলন: ১১০ দিন পর
-
পরবর্তী ফলন: প্রতি ৪৫ দিন অন্তর
-
ফসলের ধরণ: একবার বোরো, দুবার আউশ, দুবার আমন
-
ফসলের উৎপাদন: প্রথমবার হেক্টরপ্রতি ৪ টন
-
চারা রোপণের দূরত্ব: প্রতি ৪ সেন্টিমিটার
-
প্রকাশ: ২০২৩ সালের ১২ অক্টোবর, লন্ডন-বাংলা প্রেসক্লাব, ‘খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য’ শীর্ষক বক্তৃতা

0
Updated: 7 hours ago
বাংলাদেশে বীজের মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
Created: 6 days ago
A
SCA
B
AIS
C
BRRI
D
BADC
বীজ প্রত্যয়ন এজেন্সি (Seed Certification Agency, SCA) হলো বাংলাদেশে বীজের মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়নকারী কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এটি নিয়ন্ত্রিত ফসলের বীজ পরীক্ষা ও প্রত্যয়ন করে।
-
পূর্ণরূপ: Seed Certification Agency (বীজ প্রত্যয়ন এজেন্সী)
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
উদ্দেশ্য: বীজের মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়ন
-
মূল কার্যক্রম:
-
সরকার ও বেসরকারি খাতে উৎপাদিত নোটিফাইড ফসলের (যেমন ধান, গম, পাট, আলু) বীজ মাঠ পরিদর্শন, পরীক্ষা ও ট্যাগ ইস্যু মাধ্যমে মান নিশ্চিত করা
-
বেসরকারি প্রতিষ্ঠান ও চাষীদের উৎপাদিত বীজের পরীক্ষা
-
আমদানিকৃত বীজ পরীক্ষা করা
-
ভ্যারাইটি অবমুক্তকরণ ও নিবন্ধন
-
বীজের মান পরীক্ষা এবং ট্যাগ প্রদান
-
-
আইনি ভিত্তি: জাতীয় বীজ নীতি-১৯৯৩, বীজ আইন-২০১৮ এবং বীজ বিধিমালা-২০২০

0
Updated: 6 days ago
সর্বশেষ কৃষি শুমারি কোন সালে অনুষ্ঠিত হয়? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 week ago
A
২০১৯ সালে
B
২০১৭ সালে
C
২০২১ সালে
D
২০১৮ সালে
কৃষি শুমারি
-
স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি: ১৯৭৭ সালে
-
স্বাধীনতার পূর্বে (তৎকালীন পূর্ব পাকিস্তান): ১৯৬০ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত
-
কৃষি শুমারিতে অন্তর্ভুক্ত বিষয়: ৩ টি — শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ
-
মোট কৃষি শুমারি বাংলাদেশে: ৬ টি
-
সর্বশেষ কৃষি শুমারি: ২০১৯ সালে
-
স্লোগান: "কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"
-
পরিচালনা: পরিসংখ্যান ব্যুরো, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে
উৎস: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস

0
Updated: 1 week ago
বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য কোনটি?
Created: 14 hours ago
A
ইক্ষু
B
চা
C
পাট
D
তামাক
অর্থকরী ফসল
-
সংজ্ঞা: যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলা হয়।
-
বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য: পাট, চা ও তামাক।
-
অন্য অর্থকরী ফসলসমূহ: আখ বা ইক্ষু, তুলা, রাবার ইত্যাদি।
পাট
-
পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
-
পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে।
-
উৎপাদন পরিসংখ্যান (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ অনুযায়ী):
-
মোট পাট উৎপাদন: ৯৫,৮১,৫৮০ বেল
-
সর্বাধিক উৎপাদন: ফরিদপুর জেলা
-
-
পাট চাষ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং এটি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস।

0
Updated: 14 hours ago