কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
A
ঝিনাইদহ
B
রংপুর
C
ফরিদপুর
D
কুষ্টিয়া
উত্তরের বিবরণ
কৃষি উৎপাদনের শীর্ষ জেলা – ২০২৪
-
ধান: ময়মনসিংহ
-
গম: ঠাকুরগাঁও
-
ভুট্টা: দিনাজপুর
-
তুলা: ঝিনাইদহ
-
চা: মৌলভীবাজার
-
তামাক: কুষ্টিয়া
-
পাট: ফরিদপুর
-
আলু: রংপুর

0
Updated: 7 hours ago
দেশে এক ফসলি জমির পরিমাণ কত? (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪)
Created: 1 week ago
A
৫০ লক্ষ ৪৯ হাজার একর
B
৪৫ লক্ষ ৯৩ হাজার একর
C
৪৭ হাজার একর
D
১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২২-২০২৩ অনুযায়ী --
-
মোট আবাদযোগ্য জমি - ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।
-
মোট আবাদী জমি - ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর।
-
আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ - ৮৩ লক্ষ ৫৮ হাজার একর।
-
বনাঞ্চল - ৬৩ লক্ষ ৬৩ হাজার একর।
তার মধ্যে---
-
এক ফসলি জমি - ৫০ লক্ষ ৪৯ হাজার একর।
-
দুই ফসলি জমি - ১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর।
-
তিন ফসলি জমি - ৪৫ লক্ষ ৯৩ হাজার একর।
-
চার ফসলি জমি - ৪৭ হাজার একর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ (বিবিএস)

0
Updated: 1 week ago
আউশ ধান রোপনের উপযুক্ত সময় কোনটি?
Created: 1 week ago
A
মধ্য জানুয়ারি – ফেব্রুয়ারি
B
মধ্য মার্চ – মধ্য এপ্রিল
C
জুনের শেষ – জুলাই শুরু
D
নভেম্বর – ডিসেম্বর
ফসল রোপন ও উত্তোলনের সময়সূচি
রোপনের সময়:
-
আউশ ধান: মধ্য মার্চ – মধ্য এপ্রিল
-
আমন ধান: জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু
-
বোরো ধান: মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি
উত্তোলনের সময়:
-
আউশ ধান: মধ্য জুলাই – আগস্টের শুরু
-
আমন ধান: ডিসেম্বর – জানুয়ারির শুরু
-
বোরো ধান: এপ্রিল – মে
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)

0
Updated: 1 week ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 7 hours ago
A
দিনাজপুর
B
ফরিদপুর
C
হবিগঞ্জ
D
কিশোরগঞ্জ
ধান উৎপাদন (কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী)
-
আমন ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর
-
আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর
অন্যদিকে:
-
সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ
-
সার্বিকভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা
-
আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম
-
আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা
-
বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী
-
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ

0
Updated: 7 hours ago