কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
A
ঝিনাইদহ
B
রংপুর
C
ফরিদপুর
D
কুষ্টিয়া
উত্তরের বিবরণ
কৃষি উৎপাদনের শীর্ষ জেলা – ২০২৪
-
ধান: ময়মনসিংহ
-
গম: ঠাকুরগাঁও
-
ভুট্টা: দিনাজপুর
-
তুলা: ঝিনাইদহ
-
চা: মৌলভীবাজার
-
তামাক: কুষ্টিয়া
-
পাট: ফরিদপুর
-
আলু: রংপুর
0
Updated: 1 month ago
চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
১৬৮টি
B
১৬৯টি
C
১৭০টি
D
১৭১টি
বাংলাদেশে চা বাগান
-
বর্তমানে নিবন্ধিত চা বাগান: ১৭০টি
-
সবচেয়ে বেশি চা বাগান: মৌলভীবাজার জেলা (৯০টি)
-
চা নিলাম কেন্দ্র: ৩টি (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৮০০ শতকের প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু
-
১৮২৮: চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদে জমি বরাদ্দ
-
১৮৪০: চট্টগ্রাম শহরে কুন্ডদের বাগান নামে পরিচিত প্রথম চা বাগান প্রতিষ্ঠা
-
১৮৫৪: সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু
-
স্বাধীনতার পূর্ব পর্যন্ত বাংলাদেশে চা আবাদ হত দুটি জেলায়:
-
সিলেট জেলা – সুরমা ভ্যালি
-
চট্টগ্রাম জেলা – হালদা ভ্যালি
-
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
দিনাজপুর
B
ফরিদপুর
C
হবিগঞ্জ
D
কিশোরগঞ্জ
ধান উৎপাদন (কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী)
-
আমন ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর
-
আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর
অন্যদিকে:
-
সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ
-
সার্বিকভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা
-
আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম
-
আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা
-
বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী
-
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ
0
Updated: 1 month ago
সম্প্রতি, উচ্চ লবণসহিষ্ণু গমের জাত ‘জিএইউ গম ১’ উদ্ভাবন করেছে- [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
B
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
C
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
D
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
গমের জাত ‘জিএইউ গম ১’
তথ্যগুলো হলো:
-
উদ্ভাবন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ কর্তৃক।
-
বৈশিষ্ট্য: উচ্চ লবণাক্ততা সহনশীলতা সম্পন্ন, দেশের প্রথম এ ধরনের গম।
-
পরীক্ষামূলক চাষ: ২০২১ থেকে ২০২৩ সালে দেশের দক্ষিণাঞ্চলে কৃষকের মাঠে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যেখানে এটি উচ্চ ফলনশীল ও লবণাক্ততা সহনশীল প্রমাণিত হয়।
-
মান ও উপকারিতা: উন্নতমানের, অধিক প্রোটিনসমৃদ্ধ ও উচ্চ ফলনশীল।
-
অনুমোদন: জাতীয় বীজ বোর্ড ১৭ জুন জিএইউ গম–১–এর ছাড়পত্র দেয়।
-
মোট উদ্ভাবিত জাত: বিশ্ববিদ্যালয় মোট ৯১টি জাত উদ্ভাবন করেছে।
অর্থাৎ, ‘জিএইউ গম ১’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নতমানের, লবণসহিষ্ণু ও প্রোটিনসমৃদ্ধ গমের নতুন সংযোজন।
0
Updated: 1 month ago