A
হেস
B
গোল্ডস্টাইন
C
রাদারফোর্ড
D
আইনস্টাইন
উত্তরের বিবরণ
মহাজাগতিক রশ্মি (Cosmic rays) হল বহির্বিশ্ব থেকে আসা উচ্চ শক্তিসম্পন্ন ক্ষুদ্র কণার স্রোত, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। প্রধানত ছায়াপথের বাইরের নক্ষত্রবিস্ফোরণ থেকে এগুলোর উৎপত্তি হয়। মহাজাগতিক রশ্মির মধ্যে প্রোটনের অনুপাতপ্রায় ৮৯%, নিউট্রনের ৯%, এবং বাকি ২% কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও লোহাসহ ভারী নিউক্লিয়াস দ্বারা গঠিত।
এই রশ্মির আবিষ্কারে ভিক্টর ফ্রান্সিস হেসের অবদান বিশেষ; তিনি ১৯৩৬ সালে কার্ল ডেভিড অ্যান্ডারসনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
তথ্যের উৎস: Encyclopaedia Britannica (britannica.com)

0
Updated: 3 weeks ago