সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় -
A
১১ এপ্রিল, ১৯৭২ সালে
B
১২ অক্টোবর, ১৯৭২
C
২২ মার্চ, ১৯৭২ সালে
D
১২ সেপ্টেম্বর, ১৯৭২
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধান প্রণয়ন সংক্রান্ত তথ্য:
-
সংবিধান প্রণয়ন কমিটি গঠন: ১১ এপ্রিল, ১৯৭২
-
কমিটির প্রধান: ড. কামাল হোসেন
-
সদস্য সংখ্যা: ৩৪ জন
-
একমাত্র মহিলা সদস্য: বেগম রাজিয়া বানু
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য: সুরঞ্জিত সেন গুপ্ত
-
খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন: ১২ অক্টোবর, ১৯৭২
-
গণপরিষদে সংবিধান গৃহীত: ৪ নভেম্বর, ১৯৭২

0
Updated: 7 hours ago
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে কী বলা হয়?
Created: 1 month ago
A
ব্যাকবেঞ্চ
B
হাউস বেঞ্চ
C
ট্রেজারি বেঞ্চ
D
চিফ বেঞ্চ
ট্রেজারি বেঞ্চ
-
সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয়।
-
সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ এই আসনে বসেন।
-
ট্রেজারি বেঞ্চকে ‘ফ্রন্ট বেঞ্চ’ ও বলা হয়।
-
সাধারণত, স্পীকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ।
-
এর বিপরীত দিকে সামনের সারিতে বসেন বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ ও অন্যান্য নেতৃবৃন্দ।
ব্যাকবেঞ্চার
-
সংসদে সরকারি ও বিরোধী দলের যেসব সদস্য পেছনের সারিতে বসেন, তাদের ব্যাকবেঞ্চার বলা হয়।
-
এই সদস্যরা সরকারি দলের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে নেই, আবার বিরোধী দলেরও নেতৃস্থানীয় নয়।
-
তাই সংসদের আসন ব্যবস্থায় তারা পেছনের সারিতে বসেন।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
Created: 7 hours ago
A
১০ জানুয়ারি, ১৯৭২
B
১৬ অক্টোবর, ১৯৭২
C
১৬ ডিসেম্বর, ১৯৭২
D
১৭ এপ্রিল, ১৯৭২
বাংলাদেশের সংবিধান
-
সংবিধান রাষ্ট্রের প্রতিচ্ছবি; একটি রাষ্ট্রকে তার সংবিধান দ্বারাই জানা যায়।
-
রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন এবং নাগরিকের অধিকার জানার জন্য সংবিধান পাঠ আবশ্যক।
-
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।
-
১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশের সংবিধান রচনার লক্ষ্যে ৪০৩ জন সদস্য বিশিষ্ট গণ-পরিষদের প্রথম অধিবেশন বসে।
-
সেই অধিবেশন থেকে ৩৪ সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
-
১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান বিল গণ-পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে পেশ করা হয়।
-
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলবৎ হয়।

0
Updated: 7 hours ago
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে- 'বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন'?
Created: 7 hours ago
A
৬ (২)
B
৫ (২)
C
৬ (১)
D
৫ (১)
বাংলাদেশের সংবিধান অনুযায়ী
-
অনুচ্ছেদ ৬(২): বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
-
অনুচ্ছেদ ৬(১): বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।
-
অনুচ্ছেদ ৫(১): প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।
-
অনুচ্ছেদ ৫(২): রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে।

0
Updated: 7 hours ago