কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
A
দিনাজপুর
B
ফরিদপুর
C
হবিগঞ্জ
D
কিশোরগঞ্জ
উত্তরের বিবরণ
ধান উৎপাদন (কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী)
-
আমন ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর
-
আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর
অন্যদিকে:
-
সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ
-
সার্বিকভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা
-
আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম
-
আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা
-
বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী
-
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ

0
Updated: 7 hours ago
সর্বশেষ কৃষি শুমারি কোন সালে অনুষ্ঠিত হয়? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 week ago
A
২০১৯ সালে
B
২০১৭ সালে
C
২০২১ সালে
D
২০১৮ সালে
কৃষি শুমারি
-
স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি: ১৯৭৭ সালে
-
স্বাধীনতার পূর্বে (তৎকালীন পূর্ব পাকিস্তান): ১৯৬০ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত
-
কৃষি শুমারিতে অন্তর্ভুক্ত বিষয়: ৩ টি — শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ
-
মোট কৃষি শুমারি বাংলাদেশে: ৬ টি
-
সর্বশেষ কৃষি শুমারি: ২০১৯ সালে
-
স্লোগান: "কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"
-
পরিচালনা: পরিসংখ্যান ব্যুরো, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে
উৎস: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস

0
Updated: 1 week ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 14 hours ago
A
খুলনা
B
কুমিল্লা
C
যশোর
D
ময়মনসিংহ
বাংলাদেশে মোট মৎস্য উৎপাদন ৫০,১৮,৪৮৩ মেট্রিক টন, যার মধ্যে মিঠা পানিতে উৎপাদিত মাছের পরিমাণ ৪৩,৮৯,৮৬০ মেট্রিক টন এবং লোনা পানিতে উৎপাদিত মাছের পরিমাণ ৬,২৮,৬২৩ মেট্রিক টন। মিঠা পানির মাছ উৎপাদন দেশের মৎস্য সম্পদের মূল অংশ গঠন করে।
-
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ জেলা:
-
ময়মনসিংহ: ৩,৪৫,০০১ মেট্রিক টন
-
কুমিল্লা: ৩,১৫,৪৫৭ মেট্রিক টন
-
যশোর: ২,৪৮,০৮৯ মেট্রিক টন
-
-
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ বিভাগ:
-
চট্টগ্রাম: ৮,৮০,৭৯৭ মেট্রিক টন
-
খুলনা: ৮,২২,৩৬১ মেট্রিক টন
-
রাজশাহী: ৫,৭৬,৮৩০ মেট্রিক টন
-

0
Updated: 14 hours ago
পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক কে?
Created: 7 hours ago
A
ড. রফিক উদ্দিন
B
ড. আবেদ চৌধুরী
C
ড. মাকসুদুল আলম
D
ড. মুকবুল হোসেন
পঞ্চব্রীহি ধানচাষ:
-
উদ্ভাবক: বাংলাদেশি বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী
-
পদ্ধতি: একটি ধানগাছ থেকে একাধিক মৌসুমে পাঁচবার ফলন নেওয়া হয়।
-
প্রথম ফলন: ১১০ দিন পর
-
পরবর্তী ফলন: প্রতি ৪৫ দিন অন্তর
-
ফসলের ধরণ: একবার বোরো, দুবার আউশ, দুবার আমন
-
ফসলের উৎপাদন: প্রথমবার হেক্টরপ্রতি ৪ টন
-
চারা রোপণের দূরত্ব: প্রতি ৪ সেন্টিমিটার
-
প্রকাশ: ২০২৩ সালের ১২ অক্টোবর, লন্ডন-বাংলা প্রেসক্লাব, ‘খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য’ শীর্ষক বক্তৃতা

0
Updated: 7 hours ago