সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে- 'বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন'?
A
৬ (২)
B
৫ (২)
C
৬ (১)
D
৫ (১)
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান অনুযায়ী
-
অনুচ্ছেদ ৬(২): বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
-
অনুচ্ছেদ ৬(১): বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।
-
অনুচ্ছেদ ৫(১): প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।
-
অনুচ্ছেদ ৫(২): রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে।

0
Updated: 7 hours ago
সংবিধানের কততম সংশোধনীতে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সন্নিবেশিত হয়?
Created: 7 hours ago
A
ষষ্ঠ
B
সপ্তম
C
চতুর্থ
D
পঞ্চম
পঞ্চম সংশোধনী (বাংলাদেশ সংবিধান):
-
মূল সন্নিবেশ: 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংযোজন
-
অনুমোদন: ১৯৭৯ সালে জাতীয় সংসদ
-
প্রভাব: সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন
-
সংশ্লিষ্ট আইন ও অধ্যাদেশ: ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত প্রযোজ্য সমস্ত সামরিক বিধি ও অধ্যাদেশ পঞ্চম সংশোধনীর আওতায় আনা হয়
-
জাতীয়তা সংক্রান্ত পরিবর্তন: বাঙালি জাতীয়তাবাদের স্থলে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত

0
Updated: 7 hours ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
Created: 2 months ago
A
২৫
B
২৮
C
৪০
D
৪২
বাংলাদেশের সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদ ও এর গুরুত্ব
বাংলাদেশের সংবিধান মোট ১৫৩টি অনুচ্ছেদ নিয়ে গঠিত, যেখানে দেশের মৌলিক অধিকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক শ্রেণির সুরক্ষার জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। এর মধ্যে ২৮ নম্বর অনুচ্ছেদ বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটি রাষ্ট্রকে নারী, শিশু ও সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের অধিকার প্রদান করে।
২৮ নম্বর অনুচ্ছেদের মূল প্রস্তাবনা:
-
২৮(১): ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানকে ভিত্তি করে কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ রাষ্ট্র করবে না।
-
২৮(২): দেশের সমস্ত স্তরে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।
-
২৮(৩): ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে বিনোদন, বিশ্রাম বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নাগরিকদের প্রবেশাধিকার বা সুযোগে কোনো সীমাবদ্ধতা আরোপ করা যাবে না।
-
২৮(৪): নারী, শিশু ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নতির লক্ষ্যে বিশেষ বিধান প্রণয়নের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনও ধারা রাষ্ট্রকে বাধা দিতে পারবে না।
এছাড়াও সংবিধানে অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রয়েছে, যেমন:
-
অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন নিশ্চিত করা।
-
অনুচ্ছেদ ৪০: পেশা বা বৃত্তির স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৪২: সম্পত্তি অধিকার সুরক্ষা।
উল্লেখ্য, ২৮ নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রের কাছে একটি শক্তিশালী দায়িত্ব অর্পণ করেছে যাতে সমাজের সব শ্রেণিকে সমান সুযোগ ও ন্যায় নিশ্চিত করা যায়।
উৎস: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 2 months ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
Created: 2 weeks ago
A
ধারা ২৬
B
ধারা ২৭
C
ধারা ২৮
D
ধারা ২৯
আইন অনুযায়ী সমতা (অনুচ্ছেদ ২৭)
বাংলাদেশ সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ অনুসারে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকলের আইনের সমান আশ্রয় গ্রহণের অধিকার রয়েছে। এর অর্থ, কোনো ব্যক্তি তার ধর্ম, জাতি, লিঙ্গ বা সামাজিক অবস্থার কারণে আইন থেকে বঞ্চিত হতে পারবে না।
সংবিধানে মৌলিক অধিকার
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৭ নং অনুচ্ছেদ থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকারসমূহ বর্ণিত আছে। এই অধিকারগুলো নাগরিকদের জীবনে ন্যায়, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।
কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারি কর্মকর্তাদের কর্তব্য নির্ধারণ।
-
অনুচ্ছেদ ২২: নির্বাহী ও বিচার বিভাগকে পৃথক করা।
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন সংরক্ষণ।
-
অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা।
-
অনুচ্ছেদ ২৬: মৌলিক অধিকারের সঙ্গে বিরোধপূর্ণ আইন বাতিল।
-
অনুচ্ছেদ ২৮: ধর্ম বা অন্যান্য কারণে বৈষম্য করা যাবে না।
-
অনুচ্ছেদ ২৯: সরকারি চাকরি ও নিয়োগে সুযোগের সমতা।
-
অনুচ্ছেদ ৩০: বিদেশী উপাধি বা খেতাব গ্রহণে বিধিনিষেধ।
-
অনুচ্ছেদ ৪৭: কিছু নির্দিষ্ট আইন রক্ষার বিষয় নির্দেশ।
উৎস: বাংলাদেশ সংবিধান; পৌরনীতি ও সুশাসন (দ্বিতীয় পত্র), এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago