সংবিধানের কোন অনুচ্ছেদে 'সংবিধানের প্রাধান্য' উল্লেখ করা হয়েছে?
A
৮ নং
B
৭ নং
C
৬ নং
D
৫ নং
উত্তরের বিবরণ
সংবিধানের ৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
বাংলাদেশ সংবিধান:
-
অনুচ্ছেদ ৭(১): প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।
-
অনুচ্ছেদ ৭(২): জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন; এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তবে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।
সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ সমূহ:
১। প্রজাতন্ত্র
২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক। রাষ্ট্রধর্ম
৩। রাষ্ট্রভাষা
৪। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
৪ক। জাতির পিতার প্রতিকৃতি
৫। রাজধানী
৬। নাগরিকত্ব
৭। সংবিধানের প্রাধান্য
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির উল্লেখ রয়েছে?
Created: 4 weeks ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা ও স্থানীয় শাসনব্যবস্থা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিচে অনুচ্ছেদগুলোর মূল বিষয়বস্তু তুলে ধরা হলো—
-
অনুচ্ছেদ ৫০ – রাষ্ট্রপতি-পদের মেয়াদ সম্পর্কিত বিধান নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ৫১ – রাষ্ট্রপতির দায়মুক্তি (Immunity of the President) বিষয়টি উল্লেখ করে, অর্থাৎ রাষ্ট্রপতির বিরুদ্ধে নির্দিষ্ট অবস্থায় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় না।
-
অনুচ্ছেদ ৫২ – রাষ্ট্রপতির অভিশংসন (Impeachment of the President) প্রক্রিয়া সংবিধানে বর্ণিত হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৩ – রাষ্ট্রপতির অসামর্থ্য (Incapacity) বা দায়িত্ব পালনে অক্ষমতার কারণে অপসারণের বিধান রয়েছে।
-
অনুচ্ছেদ ৫৪ – রাষ্ট্রপতি অনুপস্থিত বা দায়িত্ব পালনে অক্ষম থাকলে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
-
অনুচ্ছেদ ৫৫ – মন্ত্রিসভা (Council of Ministers) বিষয়টি ব্যাখ্যা করে, যা দেশের নীতি নির্ধারণ ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত।
-
অনুচ্ছেদ ৫৬ – মন্ত্রিগণ (Ministers) নিয়োগ ও দায়িত্ব সম্পর্কিত বিধান উল্লেখ করে।
-
অনুচ্ছেদ ৫৭ – প্রধানমন্ত্রীর মেয়াদ (Tenure of the Prime Minister) সম্পর্কে নির্দেশনা প্রদান করে।
-
অনুচ্ছেদ ৫৮ – অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ (Tenure of other Ministers) নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ৫৯ – স্থানীয় শাসন (Local Government) ব্যবস্থার নীতিমালা সংবিধানে নির্ধারিত আছে।
-
অনুচ্ছেদ ৬০ – স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা (Powers of Local Government Bodies) সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
0
Updated: 4 weeks ago
'ফ্লোর ক্রসিং' সংবিধানের কোন অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে?
Created: 1 month ago
A
৬৯নং অনুচ্ছেদে
B
৬8নং অনুচ্ছেদে
C
৭১নং অনুচ্ছেদে
D
৭০নং অনুচ্ছেদে
সংবিধান অনুযায়ী ফ্লোর ক্রসিং ও সম্পর্কিত বিধানসমূহ:
-
৭০তম অনুচ্ছেদ: ফ্লোর ক্রসিংকে সংজ্ঞায়িত করেছে। এটি বোঝায় সংসদ সদস্য যখন নিজের দলের নীতি বা নির্দেশনা উপেক্ষা করে বিরোধী দলের পক্ষে ভোট দেন। অর্থাৎ, সংসদ সদস্য যদি নিজের দলের পক্ষে না দাঁড়িয়ে বিরোধী দলের পক্ষে ভোট দেন, সেটি ফ্লোর ক্রসিং হিসেবে গণ্য হবে।
-
৬৮নং অনুচ্ছেদ: সংসদ সদস্যদের পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিধান।
-
৬৯নং অনুচ্ছেদ: শপথগ্রহণের আগে আসন গ্রহণ বা ভোট প্রদানের ক্ষেত্রে সদস্যের উপর আরোপিত অর্থদণ্ড সম্পর্কিত নিয়ম।
-
৭১নং অনুচ্ছেদ: সংসদে দ্বৈত-সদস্যতা (একাধিক আসন দখল) নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান।
0
Updated: 1 month ago
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৭
B
অনুচ্ছেল ৭(ক)
C
অনুচ্ছেদ ৭(খ)
D
অনুচ্ছেদ ৮
৭খ অনুচ্ছেদ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের বিধান পরিবর্তন করা যাবে না। এর মধ্যে রয়েছে:
-
সংবিধানের প্রস্তাবনা
-
প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ
-
নবম-ক ভাগের নির্দিষ্ট অনুচ্ছেদসমূহ
-
তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ (নির্দিষ্ট শর্তে)
-
একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ
-
সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
এই অংশগুলির সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিলকরণ কোনোভাবেই সম্ভব নয়।
উল্লেখযোগ্য সংক্রান্ত অনুচ্ছেদ:
-
৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
-
৭ক অনুচ্ছেদ: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
-
৮নং অনুচ্ছেদ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
উৎস: বাংলাদেশের সংবিধান
0
Updated: 1 month ago