কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, বর্তমানে চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
A
হবিগঞ্জ
B
চট্টগ্রাম
C
মৌলভীবাজার
D
সিলেট
উত্তরের বিবরণ
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪
-
চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার
-
চা উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা: হবিগঞ্জ
-
চা উৎপাদনে শীর্ষ বিভাগ: সিলেট
-
ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর
-
তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ
-
তামাক উৎপাদনে শীর্ষ জেলা: কুষ্টিয়া
-
পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর

0
Updated: 7 hours ago
’জুম চাষ’ পদ্ধতি অন্য কী নামে পরিচিত?
Created: 1 week ago
A
আধুনিক কৃষি
B
সমতল কৃষি
C
প্রাচীন কৃষি
D
স্থানান্তর কৃষি
জুম চাষ (Shifting Cultivation)
-
সংজ্ঞা: জুমচাষ হলো পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে পরিচিত একটি পাহাড়ী মিশ্র কৃষি চাষ পদ্ধতি।
-
পরিচিতি: জুম বা স্থানান্তর চাষাবাদ সাধারণভাবে ‘সুইডেন চাষাবাদ’ বা জঙ্গল পরিষ্কার ও পোড়ানো চাষাবাদ হিসেবে পরিচিত।
-
ঐতিহাসিক প্রেক্ষাপট: এক সময় এখানকার জনগোষ্ঠীর জন্য জুমচাষই ছিল জীবিকা অর্জনের একমাত্র উপায়। ভৌগোলিক অবস্থানের কারণে সমতল চাষ পরে আয়ত্ব করা হয়।
-
ভূগোলিক বিস্তার: মূলত চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের উপজাতীয় জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি জুমচাষের ওপর নির্ভরশীল। এছাড়া সিলেটের পাহাড়ি অঞ্চলেও কিছু জুমচাষ হয়।
-
চাষের জেলা: রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান।
-
জীবিকা: বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রধান জীবিকা ছিল কৃষি।
-
অন্যান্য নাম: জুমচাষকে স্থানান্তর কৃষি ব্যবস্থা নামেও বলা হয়।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, এক ফসলি জমির পরিমাণ কত?
Created: 12 hours ago
A
২০,৪৪,০০০ হেক্টর
B
২৭,৩৯,০০০ হেক্টর
C
৩২,১৮,০০০ হেক্টর
D
৩৮,৬৩,০০০ হেক্টর
আবাদী ও অনাবাদী জমি (২০২৪):
-
আবাদযোগ্য নয় এমন জমি: ৮৩,৫৮,০০০ একর
-
মোট আবাদযোগ্য জমি: ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)
-
এক ফসলি জমি: ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)
-
দুই ফসলি জমি: ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)
-
তিন ফসলি জমি: ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)
-
চার ফসলি জমি: ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)
তথ্যসূত্র:

0
Updated: 12 hours ago
স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছিল কত সালে?
Created: 3 weeks ago
A
১৯৭৩ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৭৫ সালে
D
১৯৭৬ সালে
কৃষিশুমারি:
-
স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
-
স্বাধীনতার পূর্বে কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৬০ সালে।
-
অনুষ্ঠিত কৃষিশুমারিগুলো হলো: ১৯৬০, ১৯৭৭, ১৯৮৩–১৯৮৪, ১৯৯৬, ২০০৮, ২০১৯।
-
স্বাধীন বাংলাদেশে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে ৫ বার।
-
সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ৯ জুন থেকে ২০ জুন, ২০১৯ সাল।
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

0
Updated: 3 weeks ago