এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত? ৩ ৫ ৮ ১৩ ২১
A
২৪
B
২৬
C
২৯
D
৩৪
উত্তরের বিবরণ
ধারাটি একটি ফিবোনাক্কি ধারা
১ম পদ = ৩
২য় পদ = ৩ + ৫ = ৮
৩য় পদ = ৫ + ৮ = ১৩
৪র্থ পদ = ১৩ + ৮ = ২১
৫ম পদ = ২১ + ১৩ = ৩৪

0
Updated: 9 hours ago
যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
Created: 4 days ago
A
246173
B
214673
C
214763
D
216473
প্রশ্ন: যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
প্রদত্ত কোডিং প্যাটার্নটি অক্ষরগুলোকে নির্দিষ্ট সংখ্যার সঙ্গে মানায়। প্রতিটি অক্ষরের মান আলাদা হলেও বিভিন্ন শব্দে একই থাকে। সমস্যাটির সমাধান নিচের মতো বিশ্লেষণ করা যায়:
প্রথমে প্রতিটি অক্ষরের মান নির্ধারণ করা হলো:
-
R ⇒ 6
-
O ⇒ 8
-
S ⇒ 2
-
E ⇒ 1
-
C ⇒ 7
-
H ⇒ 3
-
A ⇒ 4
-
I ⇒ 5
-
P ⇒ 9
এরপর SEARCH শব্দের প্রতিটি অক্ষরের মান বসানো হলো:
-
S ⇒ 2
-
E ⇒ 1
-
A ⇒ 4
-
R ⇒ 6
-
C ⇒ 7
-
H ⇒ 3
সুতরাং SEARCH-এর কোড হলো 214673।

0
Updated: 4 days ago
ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের বামের অক্ষরটি কী হবে?
Created: 6 days ago
A
P
B
Q
C
R
D
T
প্রশ্নে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ ব্যবহার করে নির্দিষ্ট একটি অক্ষর নির্ণয় করতে বলা হয়েছে।
-
ইংরেজি বর্ণমালার প্রথম চারটি ব্যঞ্জনবর্ণ হলো B, C, D, F
-
৪র্থ ব্যঞ্জনবর্ণ F এর পরবর্তী তিনটি স্বরবর্ণ হলো I, O, U
-
এখানে ৩য় স্বরবর্ণ U
-
U-এর বামে যে অক্ষর রয়েছে তা হলো T
অতএব, সঠিক উত্তর হবে T।

0
Updated: 6 days ago
একটি দেয়ালঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
Created: 9 hours ago
A
উত্তর
B
পশ্চিম
C
দক্ষিণ
D
পূর্ব
দেয়াল ঘড়িতে যখন ৩ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বে থাকে, তবে মিনিটের কাঁটা ১২ বরাবর অর্থাৎ উত্তর দিকে থাকবে।


0
Updated: 9 hours ago