নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
A
নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
B
নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
C
নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
D
নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী, যখন শব্দগুলোকে বর্ণনানুক্রমিকভাবে সাজানো হয়, আমরা পাই নিম্নলিখিত ক্রম:
-
নিদর্শন
-
নিম্নোক্ত
-
নিরাময়
-
নিরাসক্ত
-
নিষ্ক্রিয়
-
নিসর্গ
সুতরাং, সঠিক উত্তর হলো খ)।
0
Updated: 1 month ago
২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
৩২০ মিটার
B
৩৫০ মিটার
C
২৬০ মিটার
D
৪০০ মিটার
প্রশ্ন: ২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা
= (৭২ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ২০ মিটার
∴ ৩০ সেকেন্ডে যায় (২০ × ৩০) = ৬০০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৬০০ - ২৮০ = ৩২০ মিটার
0
Updated: 1 month ago
Sword : Warrior : : Pen : ?
Created: 1 month ago
A
Painter
B
Poet
C
Writer
D
Singer
প্রশ্ন:
-
Sword : Warrior :: Pen : ?
সমাধান:
-
Sword : Warrior → তলোয়ার : যোদ্ধা
-
অনুরূপভাবে, Pen : Writer → কলম : লেখক
কারণ:
-
যোদ্ধার হাতিয়ার হলো তলোয়ার
-
লেখকের হাতিয়ার হলো কলম
অর্থ:
সঠিক উত্তর:
0
Updated: 1 month ago
165135 যদি Peace হয়, তবে 1215225 -
Created: 1 month ago
A
Lead
B
Love
C
Loop
D
Castle
এখানে ইংরেজি বর্ণগুলোর অবস্থানগত সাংখ্যিক মান ব্যবহার করা হয়েছে। প্রতিটি অক্ষরকে তার ইংরেজি বর্ণমালায় অবস্থান অনুযায়ী সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়েছে। উদাহরণ হিসেবে দেখানো হয়েছে:
-
প্রথম শব্দের জন্য:
-
16 = P
-
5 = e
-
1 = a
-
3 = c
-
5 = e
-
-
দ্বিতীয় শব্দের জন্য:
-
12 = L
-
15 = o
-
22 = v
-
5 = e
-
ফলে, সাংখ্যিক ধারা 1215225 শব্দে রূপান্তরিত হলে এটি Love হয়ে যায়।
0
Updated: 1 month ago