কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
A
how
B
what
C
why
D
who
উত্তরের বিবরণ
কোনো প্রশ্নের ধরন বোঝার জন্য বিভিন্ন প্রশ্নবোধক শব্দের ব্যবহার নির্দিষ্ট নিয়মে হয়। এই শব্দগুলো ব্যবহার করে আমরা জানতে পারি বিষয়, কারণ, পদ্ধতি বা ব্যক্তি সম্পর্কিত তথ্য।
-
Why ব্যবহার করা হয় কোনো কিছুর কারণ জানতে।
-
How ব্যবহার করা হয় কোনো কিছুর পদ্ধতি বা কিভাবে জানতে।
-
What ব্যবহার করা হয় কোনো কিছুর সত্তা বা কী দ্বারা নির্ধারণ করতে।
-
Who ব্যবহার করা হয় কর্তা বা ব্যক্তির তথ্য জানতে।
0
Updated: 1 month ago
Sword : Warrior : : Pen : ?
Created: 1 month ago
A
Painter
B
Poet
C
Writer
D
Singer
প্রশ্ন:
-
Sword : Warrior :: Pen : ?
সমাধান:
-
Sword : Warrior → তলোয়ার : যোদ্ধা
-
অনুরূপভাবে, Pen : Writer → কলম : লেখক
কারণ:
-
যোদ্ধার হাতিয়ার হলো তলোয়ার
-
লেখকের হাতিয়ার হলো কলম
অর্থ:
সঠিক উত্তর:
0
Updated: 1 month ago
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে নিচের কোনটি বোঝাবে?
Created: 1 month ago
A
TQPSV
B
TQPSU
C
TQPRS
D
TQPRU
প্রশ্ন:
-
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে কী বোঝাবে?
সমাধান:
-
প্রথম উদাহরণ বিশ্লেষণ: GAMES → HBNFT
-
প্রতিটি বর্ণকে পরবর্তী বর্ণে পরিবর্তন করা হয়েছে:
-
G → H
-
A → B
-
M → N
-
E → F
-
S → T
-
-
-
একই নিয়ম SPORT-এর ক্ষেত্রে প্রয়োগ:
-
S → T
-
P → Q
-
O → P
-
R → S
-
T → U
-
উত্তর:
0
Updated: 1 month ago
কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
Created: 1 month ago
A
35 কি.মি.
B
25 কি.মি.
C
15 কি.মি.
D
17 কি.মি.
মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা (Mental skills)
সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)
সাধারণ জ্ঞান
প্রশ্ন: কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
এখানে,
DE = DC + CE = 10 + 10 = 20 কি.মি.
এখন, যাত্রাস্থান থেকে কামালের দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(152 + 202) = √(225 + 400)
= √625
= 25 কি.মি.
0
Updated: 1 month ago