A
দর্পণ
B
লেন্স
C
প্রিজম
D
বিম্ব
উত্তরের বিবরণ
দর্পণ হলো এমন একটি মসৃণ ও উজ্জ্বল তল, যেখানে আলো পড়ে সুনির্দিষ্টভাবে প্রতিফলিত হয়। এ কারণে আমরা দর্পণে বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই।
দর্পণ প্রধানত দুই ধরনের:
১. সমতল দর্পণ
-
তলটি সোজা ও সমান।
-
সাধারণত বাসায় ব্যবহৃত হয়।
-
প্রতিবিম্বের আকার বাস্তব বস্তুর সমান হয়।
২. গোলীয় দর্পণ
-
গোলাকার তলের অংশবিশেষ।
-
আবার দুই প্রকার:
-
উত্তল দর্পণ (Convex): বাইরের পৃষ্ঠ প্রতিফলক।
-
অবতল দর্পণ (Concave): ভেতরের পৃষ্ঠ প্রতিফলক।
-
তথ্যসূত্র: একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান, দ্বিতীয় পত্র

0
Updated: 3 weeks ago