"MEMORY" শব্দটির আয়নার প্রতিবিম্ব কোনটি?
A
ক
B
খ
C
গ
D
ঘ
উত্তরের বিবরণ
এখানে প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন = খ 


0
Updated: 9 hours ago
নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger : Hand : : Leaf :
Created: 2 weeks ago
A
Flower
B
Twig
C
Tree
D
Branch
প্রশ্ন: নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি?
Finger : Hand : : Leaf :
সমাধান:
Finger ⇒ অর্থ আঙ্গুল
Hand ⇒ অর্থ হাত
Leaf ⇒ অর্থ পাতা
Twig ⇒ অর্থ ডাল
- আঙ্গুল থাকে হাতে, পাতা থাকে ডালে।
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.

0
Updated: 2 weeks ago
এক ব্যক্তি ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে তিনি কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?
Created: 6 days ago
A
উত্তর
B
দক্ষিণ
C
পশ্চিম
D
পূর্ব
প্রশ্ন: এক ব্যক্তি ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে তিনি কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?
সমাধান:
ভোরবেলা ঐ ব্যক্তি একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুঁটি B এর ছায়া তার ঠিক ডানদিকে পড়লে সূর্যের অবস্থান হবে তার বামদিকে অর্থাৎ পূর্বদিকে।
ধরি,
ব্যক্তির অবস্থান A,
সূর্যের অবস্থান ব্যক্তির পূর্বদিকে হলে ,
খুঁটি B এর ছায়ার অবস্থান হবে পশ্চিম দিকে।
অর্থাৎ ওই ব্যক্তিটি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন।

0
Updated: 6 days ago
২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
Created: 9 hours ago
A
শনিবার
B
সোমবার
C
বৃহস্পতিবার
D
শুক্রবার
২০১৮ সালের ১২ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত = ৬৪ দিন
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।
প্রশ্নে, ৬৪ দিন = (৯ × ৭) + ১ দিন
৬৪ তম দিন = শনিবার

0
Updated: 9 hours ago