২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
A
শনিবার
B
সোমবার
C
বৃহস্পতিবার
D
শুক্রবার
উত্তরের বিবরণ
২০১৮ সালের ১২ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত = ৬৪ দিন
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।
প্রশ্নে, ৬৪ দিন = (৯ × ৭) + ১ দিন
৬৪ তম দিন = শনিবার

0
Updated: 9 hours ago
নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
Created: 1 week ago
A
১৮/৩৬
B
৫/৩
C
১৬/৩১
D
৪/১২
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
সমাধান:
এখানে,
১৮/৩৬ = ০.৫
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
৪/১২ = ০.৩৩৩

0
Updated: 1 week ago
যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
Created: 1 week ago
A
রবিবার
B
সােমবার
C
মঙ্গলবার
D
বুধবার
প্রশ্ন: যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
সমাধান:
২য় দিন = সোমবার
(২ + ৭) বা ৯ তম দিন= সোমবার
(৯ + ৭) বা ১৬ তম দিন= সোমবার
১৭ তম দিন = মঙ্গলবার
১৮ তম দিন = বুধবার

0
Updated: 1 week ago
কোন শব্দযুগলটি ভিন্ন?
Created: 2 weeks ago
A
False, True
B
Sharp, Blunt
C
Love, Affection
D
Abundance, Scarcity
প্রশ্নের বিশ্লেষণ
-
False – মিথ্যা
-
True – সত্য
➡️ একে অপরের বিপরীতার্থক (Antonym)। -
Sharp – তীক্ষ্ণ
-
Blunt – ভোঁতা
➡️ এটিও বিপরীতার্থক (Antonym)। -
Love – ভালোবাসা
-
Affection – প্রেম
➡️ এখানে শব্দ দুটির অর্থ কাছাকাছি, অর্থাৎ সমার্থক (Synonym)। -
Abundance – প্রাচুর্য
-
Scarcity – ঘাটতি
➡️ একে অপরের বিপরীতার্থক (Antonym)।
উপসংহার: এখানে চারটি অপশনের মধ্যে কেবলমাত্র (গ) নম্বর অপশনটিতে Synonym (সমার্থক শব্দ) আছে। আর বাকি সবগুলোতে Antonym (বিপরীতার্থক শব্দ) দেওয়া হয়েছে। তাই ভিন্ন অপশন হলো (গ) – Love & Affection।
তথ্যসূত্র: Oxford Advanced Learner’s Dictionary, Cambridge English Dictionary.

0
Updated: 2 weeks ago