প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে?
A
১
B
২
C
৩
D
৪
উত্তরের বিবরণ
১ম ত্রিভুজটি যেখানে ২য় চিত্রে দাগাঙ্কিত, ৩য় আয়তক্ষেত্রটি হবে ৪র্থ চিত্রে দাগাঙ্কিত।

0
Updated: 9 hours ago
একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পােস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?
Created: 4 days ago
A
১৮০
B
২৪০
C
৩০০
D
৩৬০
প্রশ্ন: একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পােস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?
সমাধান:
মনে করি,
প্রতিষ্ঠানটিতে মোট কর্মচারী আছে y জন।
আন্ডারগ্রাজুয়েট কর্মচারী = y এর ৪০% = ৪০y/১০০
অবশিষ্ট কর্মচারীর সংখ্যা = ১ - ৪০y/১০০ = ৬০y/১০০
অবশিষ্ট কর্মচারীর মধ্যে,
গ্রাজুয়েট কর্মচারীর সংখ্যা = ৬০y/১০০ এর ৫০% = ৩০y/১০০
প্রশ্নানুসারে,
y - ৪০y/১০০ - ৩০y/১০০ = ১৮০
বা, (১০০y - ৪০y - ৩০y)/১০০ = ১৮০
বা, ৩০y/১০০ = ১৮০
বা, ৩y/১০ = ১৮০
বা, y = (১৮০ × ১০)/৩
∴ y = ৬০০
সুতরাং গ্রাজুয়েট কর্মচারীর সংখ্যা
= ৩০y/১০০
= (৩০ × ৬০০)/১০০
= ১৮০

0
Updated: 4 days ago
নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
Created: 1 week ago
A
১৮/৩৬
B
৫/৩
C
১৬/৩১
D
৪/১২
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
সমাধান:
এখানে,
১৮/৩৬ = ০.৫
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
৪/১২ = ০.৩৩৩

0
Updated: 1 week ago
নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
Created: 9 hours ago
A
১০টি
B
১২টি
C
১৪টি
D
১৬টি
1টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে= AGE, EGC, GFC, BGF, DGB এবং ADG = 6টি
2টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে= AGC, BGC এবং ABG = 3টি
3টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে=AFC, BEC, BDC, ABF, ABE এবং DAC = 6টি
সব মিলিয়ে ত্রিভুজ আছে ABC= 1টি
মোট = (6 + 3 + 6 + 1) টি = 16 টি 


0
Updated: 9 hours ago