এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
A
FTP
B
RPC
C
SNMP
D
SMTP
উত্তরের বিবরণ
মেইল যোগাযোগ দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: বাহিরে পাঠানো মেইল এবং গ্রহণকৃত মেইল। বাহিরে পাঠানো মেইলগুলোকে আউটগোয়িং মেইল বলা হয় এবং ব্যবহারকারীর কাছে আসা মেইলগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
আউটগোয়িং মেইল পাঠানোর জন্য সাধারণত SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে, সেগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রটোকল হলো POP3।
-
POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol

0
Updated: 9 hours ago
TV Remote এর Carrier Frequency-র Range কত?
Created: 1 week ago
A
< 100 MHZ
B
< 1 GHZ
C
< 2 GHZ
D
Infra-red range-এর
ইনফ্রারেড (Infrared)
-
ইনফ্রারেড হলো এক ধরনের তড়িৎচৌম্বক তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি সাধারণত ৩০০ GHz থেকে ৪০০ THz এর মধ্যে থাকে।
-
খুব কাছাকাছি অবস্থান করা ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়।
-
এই যোগাযোগে দুই প্রান্তে থাকে একটি ট্রান্সমিটার (সংকেত প্রেরক) ও একটি রিসিভার (সংকেত গ্রহণকারী)।
-
টেলিভিশন বা ভিসিআর-এর রিমোট কন্ট্রোল, এবং কী-বোর্ড, মাউস, প্রিন্টারসহ বিভিন্ন ডিভাইসের ওয়্যারলেস যোগাযোগে ইনফ্রারেডের ব্যবহার দেখা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
নিচের কোনটি ডাটাবেজ language?
Created: 3 weeks ago
A
Oracle
B
C
C
MS-Word
D
কোনোটিই নয়
ডাটাবেজ ও ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ
ডাটাবেজ হলো তথ্য সংরক্ষণের একটি সিস্টেম বা তথ্যভান্ডার।
-
কম্পিউটার আবিষ্কারের আগে, তথ্য সাধারণত ফাইলের আকারে জমা রাখা হতো।
-
এখন তথ্যগুলি ডাটাবেজে সংরক্ষণ করা হয়, যা দ্রুত তথ্য খোঁজা, হালনাগাদ এবং বিশ্লেষণ সহজ করে।
ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের ধরন:
-
Data Definition Language (DDL)
-
এটি এমন একটি ল্যাঙ্গুয়েজ যা ডেটার প্রকার এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
-
-
Data Manipulation Language (DML)
-
ডেটা সংযোজন, পরিবর্তন বা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়।
-
-
Query Language
-
তথ্য অনুসন্ধান ও হিসাব করার জন্য ব্যবহৃত হয়।
-
উদাহরণ: QUEL, QBE, SQL ইত্যাদি।
-
অন্যান্য উদাহরণ:
-
C – প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
-
MS Word – ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
-
Oracle – ডাটাবেজ সংক্রান্ত সফটওয়্যার
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি Bluetooth-এর IEEE standard?
Created: 4 days ago
A
IEEE 802.15
B
IEEE 802.1
C
IEEE 802.3
D
IEEE 802.11
ব্লুটুথ (Bluetooth) হলো একটি স্বল্প দূরত্বের বাইরের তার ছাড়া (wireless) ডেটা আদান-প্রদানের প্রযুক্তি, যা আধুনিক প্রায় সব ধরনের ডিভাইসকে একে অপরের সঙ্গে ব্যক্তিগতভাবে সংযুক্ত করতে সক্ষম।
এটি Wireless Personal Area Network (WPAN) প্রটোকলের অংশ এবং প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
-
ব্লুটুথের কার্যকরী পাল্লা সাধারণত ১০ মিটার, তবে ব্যাটারির শক্তি বৃদ্ধি করলে এটি ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।
-
ব্লুটুথ ব্যবহার করে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার ইত্যাদিতে ডেটা বিনা খরচে বিনিময় করা যায়।
অন্যান্য ওয়্যারলেস প্রযুক্তির IEEE স্ট্যান্ডার্ড:
-
Wi-Fi: IEEE 802.11
-
WiMAX: IEEE 802.16

0
Updated: 4 days ago