এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
A
FTP
B
RPC
C
SNMP
D
SMTP
উত্তরের বিবরণ
মেইল যোগাযোগ দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: বাহিরে পাঠানো মেইল এবং গ্রহণকৃত মেইল। বাহিরে পাঠানো মেইলগুলোকে আউটগোয়িং মেইল বলা হয় এবং ব্যবহারকারীর কাছে আসা মেইলগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
আউটগোয়িং মেইল পাঠানোর জন্য সাধারণত SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে, সেগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রটোকল হলো POP3।
-
POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol
0
Updated: 1 month ago
Wi MAX-এর পূর্ণরূপ কি?
Created: 2 months ago
A
Worldwide Interoperability for Microwave Access
B
Worldwide Internet for Microwave Access
C
Worldwide Interconection for Microwave Access
D
কোনোটিই নয়
ওয়াইম্যাক্স (WiMAX)
-
WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।
-
এটি একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা বিস্তৃত এলাকা জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে।
-
WiMAX সাধারণত প্রায় ৫০ কিমি পর্যন্ত এলাকায় কভারেজ দিতে সক্ষম।
-
এর সর্বোচ্চ ডাউনলোড/আপলোড স্পীড প্রায় ১০০০ Mbps পর্যন্ত হতে পারে।
-
WiMAX-এর কার্যকর ফ্রিকোয়েন্সি প্রায় ২ থেকে ৬৬ GHz পর্যন্ত থাকে।
-
এর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে IEEE 802.16 স্ট্যান্ডার্ড দ্বারা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
0
Updated: 2 months ago
নিচের কোনটি ডাটাবেজ language?
Created: 2 months ago
A
Oracle
B
C
C
MS-Word
D
কোনোটিই নয়
ডাটাবেজ ও ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ
ডাটাবেজ হলো তথ্য সংরক্ষণের একটি সিস্টেম বা তথ্যভান্ডার।
-
কম্পিউটার আবিষ্কারের আগে, তথ্য সাধারণত ফাইলের আকারে জমা রাখা হতো।
-
এখন তথ্যগুলি ডাটাবেজে সংরক্ষণ করা হয়, যা দ্রুত তথ্য খোঁজা, হালনাগাদ এবং বিশ্লেষণ সহজ করে।
ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের ধরন:
-
Data Definition Language (DDL)
-
এটি এমন একটি ল্যাঙ্গুয়েজ যা ডেটার প্রকার এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
-
-
Data Manipulation Language (DML)
-
ডেটা সংযোজন, পরিবর্তন বা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়।
-
-
Query Language
-
তথ্য অনুসন্ধান ও হিসাব করার জন্য ব্যবহৃত হয়।
-
উদাহরণ: QUEL, QBE, SQL ইত্যাদি।
-
অন্যান্য উদাহরণ:
-
C – প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
-
MS Word – ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
-
Oracle – ডাটাবেজ সংক্রান্ত সফটওয়্যার
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি
0
Updated: 2 months ago
নিচের কোন মেমােরিটিতে Access Time সবচেয়ে কম?
Created: 1 month ago
A
Registers
B
SSD
C
RAM
D
Cache memory
রেজিস্টার মেমোরি কম্পিউটারে সবচেয়ে দ্রুত ডাটা এক্সেসের ব্যবস্থা প্রদান করে। পিরামিড আকারে মেমোরি হায়ারার্কিতে, যেখানে শীর্ষে রেজিস্টার অবস্থান করে, সেখানে গতি সর্বাধিক হলেও ধারণক্ষমতা সীমিত এবং খরচ বেশি।
এর বিপরীতে, পিরামিডের পাদদেশে থাকা অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দাম তুলনামূলকভাবে কম। ক্যাশ মেমোরি CD এবং RAM-এর তুলনায় দ্রুততর ডাটা এক্সেস সক্ষমতা প্রদান করে।
-
রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত একটি ডিজিটাল বর্তনী।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে সক্ষম।
-
একটি n-বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা n-বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।
-
রেজিস্টার মেমোরির এক্সেস সময় সবচেয়ে কম।
-
রেজিস্টার প্রসেসরের নিকটতম অবস্থানে থাকায় এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলকভাবে সর্বাধিক।
0
Updated: 1 month ago
