A
লৌহ
B
ইউরেনিয়াম
C
প্লটোনিয়াম
D
নেপচুনিয়াম
উত্তরের বিবরণ
তেজস্ক্রিয়তা হলো একটি প্রাকৃতিক বা কৃত্রিম প্রক্রিয়া, যেখানে কিছু ভারী মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে α, β, অথবা γ কণার নিঃসরণ ঘটায়। এই প্রক্রিয়া ১৮৯৬ সালে হেনরি বেকারেল আবিষ্কার করেন।
তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ:
-
প্রাকৃতিক: ইউরেনিয়াম (U), থোরিয়াম (Th), রেডিয়াম (Ra), রেডন (Rn)
-
কৃত্রিম: প্লুটোনিয়াম (Pu), নেপচুনিয়াম (Np)
তেজস্ক্রিয়তা কী ক্ষতি করে?
-
মাটি ও জলবায়ুর দূষণ ঘটায়
-
ফসলের ক্ষতি করে এবং গাছপালা শুকিয়ে যায়
-
মানবদেহে ক্যান্সার, বিশেষ করে ফুসফুস ও ত্বকের ক্যান্সার সৃষ্টি করতে পারে
-
খাদ্যশৃঙ্খলের মাধ্যমে প্রাণীদেহে প্রবেশ করে জিনগত ক্ষতি ও ভয়াবহ রোগ সৃষ্টি করতে পারে
তেজস্ক্রিয় নয় এমন মৌল:
-
লৌহ (Fe): এটি একটি স্থিতিশীল ও তেজস্ক্রিয়তা-বিহীন মৌল।
তথ্যসূত্র:
<< নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ)
<< Encyclopaedia Britannica

0
Updated: 3 weeks ago