The flying island that Gulliver visited was-
A
Balninarbi
B
Laputa
C
Brobdingnag
D
Lilliput
উত্তরের বিবরণ
গ্যালিভার যে উড়ন্ত দ্বীপ পরিদর্শন করেছিলেন, সেটি হলো লাপুটা (Laputa)। জোনাথান সুইফটের Gulliver’s Travels, তৃতীয় খণ্ডে, লাপুটা বর্ণনা করা হয়েছে একটি বড় কৃত্রিম দ্বীপ হিসেবে যা চুম্বকীয় উত্তোলনের মাধ্যমে ভাসে।
দ্বীপে বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং সঙ্গীতজ্ঞরা বাস করেন, যারা তাদের গবেষণায় এতটা ডুবে থাকে যে তাদের সচেতন করতে ফ্ল্যাপার ব্যবহার করা হয়।
0
Updated: 1 month ago
Why was Laputa called a land of “theorists”?
Created: 2 months ago
A
People cared only for abstract theories, not for practice
B
They wrote many books of religion
C
They built the largest libraries in the world
D
They were excellent in trade and navigation
লাপুটার মানুষদের চিন্তা শুধু গণিত, সঙ্গীত আর জ্যোতির্বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল। কিন্তু কৃষি, অর্থনীতি বা বাস্তব কাজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এজন্য তাদেরকে তত্ত্বচিন্তক বা "theorists" বলা হয়েছিল। সুইফট এখানে ইউরোপীয় বিজ্ঞানীদের ব্যঙ্গ করেছেন।
0
Updated: 2 months ago
Gulliver's initial excitement about the struldbrugs and his later horror satirizes what common human desire?
Created: 1 month ago
A
The desire for great wealth
B
The desire for political power
C
The fear of death and the wish for eternal life
D
The desire for fame and recognition
যখন Gulliver প্রথমবার immortal struldbrugs এর কথা শোনে, সে অত্যন্ত আনন্দিত হয়। সে কল্পনা করে যে চিরন্তন জীবন তাকে অসীম জ্ঞান অর্জন করতে সাহায্য করবে এবং সে পৃথিবীর জন্য একটি জীবন্ত ধন হয়ে উঠবে। এই ভাবনা মানুষের সাধারণ ইচ্ছাকে প্রতিফলিত করে—মৃত্যুর সীমা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা।
তবে, যখন সে জানে যে struldbrugs এর eternal youth নেই এবং তারা শুধু বয়স বাড়তে থাকে, মানে তারা চরম বৃদ্ধ, মানসিকভাবে দুর্বল এবং শারীরিকভাবে অসহায় হয়ে যায়, তখন তার রোমাঞ্চ ধীরে ধীরে ভয় ও হতাশায় পরিণত হয়।
Swift এখানে immortality এর প্রতি মানুষের আকাঙ্ক্ষা কে বিদ্রূপ করছে, দেখাচ্ছে যে চিরন্তন জীবন সম্ভবত আশীর্বাদ নয়, বরং একটি বড় অভিশাপ হতে পারে।
-
Gulliver initially sees immortality as a path to infinite wisdom and value.
-
Human nature often desires to escape death.
-
Reality shows struldbrugs age endlessly, becoming senile, weak, and miserable.
-
Swift satirises the wish for eternal life, warning that it may be more of a curse than a blessing.
0
Updated: 1 month ago
“Gulliver’s Travels” had been divided into:
Created: 1 month ago
A
Four parts
B
Three parts
C
Five parts
D
Six parts
Gulliver’s Travels একটি বিখ্যাত সাহিত্যকর্ম যা চারটি পৃথক অংশে বিভক্ত, প্রতিটি অংশে Gulliver-এর ভিন্ন একটি দেশের ভ্রমণের বর্ণনা আছে। এই চারটি অংশে তার ভ্রমণ এবং সেই দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা তুলে ধরা হয়েছে।
• Part I: A Voyage to Lilliput – এখানে Gulliver Lilliput নামে ছোট মানুষের দেশে ভ্রমণ করে। এই অংশে ছোটকায় মানুষের জীবনযাপন, রাজনীতি এবং মানুষের অহংকারের উপর ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা হয়েছে।
• Part II: A Voyage to Brobdingnag – Gulliver বড় কায়ের মানুষদের দেশে যায়। এখানে মানুষের দৈহিক আকারের বিশালতা এবং মানুষের নৈতিকতা ও আচরণের তুলনা দেখানো হয়েছে।
• Part III: A Voyage to Laputa, Balnibarbi, Luggnagg, Glubbdubdrib, and Japan – এই অংশে বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানের উপর ব্যঙ্গ করা হয়েছে। Laputa-এর ভাসমান দ্বীপ এবং অন্যান্য দেশগুলোতে Gulliver বিভিন্ন বৈজ্ঞানিক ও সামাজিক আচরণ পর্যবেক্ষণ করে।
• Part IV: A Voyage to the Country of the Houyhnhnms – Gulliver এমন এক দেশে যায় যেখানে বুদ্ধিমান ঘোড়াদের শাসন। এখানে মানুষের পাগলামি ও প্রাকৃতিক স্বভাবের তুলনায় বুদ্ধিমত্তার মূল্য প্রকাশ করা হয়েছে।
এইভাবে চারটি অংশ মিলিয়ে Gulliver’s Travels শুধু একটি ভ্রমণের কাহিনি নয়, বরং মানুষের সমাজ, আচরণ এবং নৈতিকতার উপর তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক প্রতিবেদন।
0
Updated: 1 month ago