Gulliver is able to gain passage through Japan by pretending to be-
A
A Spanish missionary
B
An English merchant
C
A Dutch trader
D
A French diplomat
উত্তরের বিবরণ
গ্যালিভার যখন জাপান পৌঁছায়, সে ডাচ ব্যবসায়ী ভান করে দেশে প্রবেশের অনুমতি পায়।
-
সেই সময় জাপান সম্পূর্ণভাবে বাহ্যিক যোগাযোগ বন্ধ রাখত, এবং শুধুমাত্র ডাচদেরই বাণিজ্যের জন্য দেশটিতে প্রবেশের অনুমতি ছিল।
-
গ্যালিভার এই ছদ্মবেশ নেয় প্রয়োজনের কারণে, কারণ এটি তার লুগনাগ দ্বীপ থেকে ইউরোপে ফেরার একমাত্র পথ।
-
লুগনাগের রাজা তাকে জাপানের সম্রাটকে সুপারিশপত্র প্রদান করে সাহায্য করেন।
এই ঘটনা স্বিফটের ব্যঙ্গাত্মক উদ্দেশ্যও প্রকাশ করে:
-
ডাচরা যেমন বাণিজ্যের জন্য ধর্ম ত্যাগ করতে প্রস্তুত বলে ধারণা করা হতো, সে অনুযায়ী সম্রাট গ্যালিভারকে পরীক্ষা করতে চায়, ক্রুশচিহ্নের ওপর পা দেওয়ার অনুষ্ঠান আয়োজন করে।
-
গ্যালিভার এই কাজ অস্বীকার করে, যা সম্রাটকে বিস্মিত করে এবং প্রশ্ন উত্থাপন করে যে সে কি আসল “ডাচ”।
-
এই ঘটনার মাধ্যমে স্বিফট মানব ও জাতীয় স্বার্থের সাথে ধর্মের টানাপোড়েন এবং বাণিজ্যিক স্বার্থের ব্যঙ্গ করেছেন।

0
Updated: 9 hours ago
What is the size of the people in Lilliput?
Created: 1 month ago
A
Six inches tall
B
Twelve feet tall
C
Normal size
D
Giant size

0
Updated: 1 month ago
How did Gulliver help Lilliput in the war with Blefuscu?
Created: 4 weeks ago
A
He blocked their food supplies
B
He killed hundreds of soldiers
C
He destroyed Blefuscu’s palace
D
He captured their entire navy
যুদ্ধের সময় গালিভার সমুদ্রে নেমে ব্লেফুস্কুর জাহাজগুলো দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসে। এতে লিলিপুট সহজেই শত্রু নৌবাহিনী দখল করে নেয়। গালিভারের এই কৃতিত্ব লিলিপুটকে রক্ষা করলেও পরবর্তীতে রাজনীতিতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।

0
Updated: 4 weeks ago
What special mark did Struldbrugs have?
Created: 4 weeks ago
A
A blue spot above the left eyebrow
B
A black circle on the forehead
C
A red dot above the left eyebrow
D
A golden ring on the hand
লাগনাগে স্ট্রাল্ডব্রাগসদের আলাদা করে চেনার জন্য তাদের বাম ভ্রুর ওপর নীল দাগ থাকত। এ দাগ জন্মের সময় থেকেই থাকত। এর মাধ্যমে মানুষ বুঝতে পারত যে সে অমর। কিন্তু অমরত্ব তাদের জন্য সুখের বদলে দুঃখ বয়ে আনে।

0
Updated: 4 weeks ago