Gulliver is able to gain passage through Japan by pretending to be-
A
A Spanish missionary
B
An English merchant
C
A Dutch trader
D
A French diplomat
উত্তরের বিবরণ
গ্যালিভার যখন জাপান পৌঁছায়, সে ডাচ ব্যবসায়ী ভান করে দেশে প্রবেশের অনুমতি পায়।
-
সেই সময় জাপান সম্পূর্ণভাবে বাহ্যিক যোগাযোগ বন্ধ রাখত, এবং শুধুমাত্র ডাচদেরই বাণিজ্যের জন্য দেশটিতে প্রবেশের অনুমতি ছিল।
-
গ্যালিভার এই ছদ্মবেশ নেয় প্রয়োজনের কারণে, কারণ এটি তার লুগনাগ দ্বীপ থেকে ইউরোপে ফেরার একমাত্র পথ।
-
লুগনাগের রাজা তাকে জাপানের সম্রাটকে সুপারিশপত্র প্রদান করে সাহায্য করেন।
এই ঘটনা স্বিফটের ব্যঙ্গাত্মক উদ্দেশ্যও প্রকাশ করে:
-
ডাচরা যেমন বাণিজ্যের জন্য ধর্ম ত্যাগ করতে প্রস্তুত বলে ধারণা করা হতো, সে অনুযায়ী সম্রাট গ্যালিভারকে পরীক্ষা করতে চায়, ক্রুশচিহ্নের ওপর পা দেওয়ার অনুষ্ঠান আয়োজন করে।
-
গ্যালিভার এই কাজ অস্বীকার করে, যা সম্রাটকে বিস্মিত করে এবং প্রশ্ন উত্থাপন করে যে সে কি আসল “ডাচ”।
-
এই ঘটনার মাধ্যমে স্বিফট মানব ও জাতীয় স্বার্থের সাথে ধর্মের টানাপোড়েন এবং বাণিজ্যিক স্বার্থের ব্যঙ্গ করেছেন।
0
Updated: 1 month ago
What was the common physical feature of Laputans?
Created: 2 months ago
A
Very short and fat
B
Extremely tall and thin
C
One eye turned inward and the other upward
D
Dark skin and red hair
লাপুটার মানুষের চোখের অবস্থান ছিল অদ্ভুত—একটি চোখ ভেতরের দিকে, আরেকটি আকাশের দিকে। এটি প্রতীকীভাবে বোঝায় তারা সবসময় গণনা ও আকাশে ব্যস্ত থাকত, বাস্তব জীবনের প্রতি নজর ছিল না। সুইফট এটি ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে।
0
Updated: 2 months ago
How did Gulliver describe gunpowder and cannons to the King?
Created: 2 months ago
A
As the glory of England
B
As a terrible but useful invention
C
As a harmless tool of war
D
As a new discovery for peace
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার ও কামানের কথা বলে। সে এটিকে ভয়ংকর হলেও দরকারী আবিষ্কার বলে বর্ণনা করে। কিন্তু রাজা এটিকে বর্বরতা মনে করেন এবং এমন নিষ্ঠুর অস্ত্র ব্যবহারকারীদের নৈতিকভাবে নীচ ভাবেন। এতে ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করা হয়েছে।
2
Updated: 2 months ago
Who did Gulliver meet in Glubbdubdrib with the governor’s help?
Created: 2 months ago
A
Famous dead people from history
B
Giants
C
Scientists
D
Struldbrugs
গ্লাবডাবড্রিবের গভর্নরের জাদুর ক্ষমতায় গালিভার মৃতদের আত্মা ডেকে দেখতে পারে। সে যেমন আলেকজান্ডার, হোমার, জুলিয়াস সিজারের মতো ঐতিহাসিক ব্যক্তিদের সঙ্গে দেখা করে। এতে সুইফট ইতিহাসের সত্যতা ও বর্তমান সমাজের ভণ্ডামিকে তুলনা করেছেন।
0
Updated: 2 months ago