What weapons do the Lilliputians use against Gulliver when they first encounter him?
A
Tiny daggers and spears.
B
Small but powerful muskets.
C
Bows and arrows.
D
Nets and ropes to capture him.
উত্তরের বিবরণ
গুলিভার যখন প্রথম লিলিপুটের তীরে জেগে ওঠে এবং তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, তখন ছোট্ট অধিবাসীরা সংগঠিত সামরিক প্রতিরোধ চালায়।
-
তারা হাজার হাজার ছোট তীর ছুঁড়ে তাকে আক্রমণ করে, যা তার হাত ও মুখে সুঁইয়ের মতো চেঁচামেচি সৃষ্টি করে।
-
আক্রমণ গুরুতর আঘাত না দিলেও বেদনাদায়ক এবং এটি তাদের সংখ্যা ও দৃঢ়তা প্রদর্শন করে।
-
এই অভিজ্ঞতার কারণে গালিভার শান্ত হয়ে পড়ে এবং আর স্থানচ্যুত হওয়ার চেষ্টা করে না।

0
Updated: 9 hours ago
Gulliver's Travels was written by -
Created: 1 week ago
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica

0
Updated: 1 week ago
Why did Gulliver refuse to conquer Blefuscu completely?
Created: 4 weeks ago
A
He wanted to return home quickly
B
He feared the Lilliputian army
C
He disliked unnecessary cruelty
D
He was secretly friendly with Blefuscu
গালিভার শত্রু দেশের নৌবহর দখল করে দেয় সম্রাটকে। কিন্তু সম্রাট তাকে পুরো ব্লেফুস্কু দখল করতে বলেন। গালিভার অমানবিক রক্তপাত ও দাসত্বকে ঘৃণা করে, তাই সে অস্বীকার করে। এর ফলে সম্রাট তার ওপর রাগ করেন। এতে গালিভারের মানবিকতা স্পষ্ট হয়।

0
Updated: 4 weeks ago
What does the rope-dancing game in Lilliput symbolize?
Created: 4 weeks ago
A
Love and friendship among people
B
Corruption and flattery in politics
C
Military training and discipline
D
Entertainment for children only
লিলিপুটে কর্মকর্তারা পদোন্নতির জন্য সম্রাটের সামনে দড়ির ওপর নাচ দেখাত। যারা ভালোভাবে ব্যালান্স করতে পারত, তারাই উচ্চ পদ পেত। এটি আসলে ব্যঙ্গ—রাজনীতিতে দক্ষতার চেয়ে তোষামোদ, চাটুকারিতা ও অনৈতিকতা দিয়েই সাফল্য পাওয়া যায়।

0
Updated: 4 weeks ago