In the land of the Houyhnhnms, what is the one concept that the rational horses have no word for and cannot comprehend?
A
Hunger
B
Lying or falsehood
C
Fear
D
Love
উত্তরের বিবরণ
এটি গুলিভারের ভ্রমণের কেন্দ্রীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর চূড়ান্ত অংশ, যা শেষ ভ্রমণের মূল ব্যঙ্গাত্মক বক্তব্য হিসেবে স্বিফটের স্যাটায়ারকে প্রকাশ করে।
-
প্রাথমিকভাবে, গুলিভার ইয়াহুদের প্রতি ঘৃণা অনুভব করে এবং তাদের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করে।
-
হুহ্নহ্নমদের কাছে বোঝাতে চায় যে সে তাদের মতো নয়।
-
যত বেশি সময় সে তাদের সাহসী, লোভী, কামুক এবং সহিংস আচরণ পর্যবেক্ষণ করে, তত বেশি সে অস্বিকার্য সত্যের মুখোমুখি হয়: ইয়াহুরা তার নিজের জাতের একটি কাঁচা, অসভ্য রূপ।
-
ইয়াহুদের মধ্যে দেখা দুষ্টামি—মূল্যহীন চকচকে পাথরের জন্য সংঘর্ষ (লোভ), ময়লা-মলিনতা, অযৌক্তিক আক্রমণ—ইউরোপীয় সমাজের মানুষের সেই একই দুষ্টামি, শুধু এটি পর্দা দেওয়া পোশাক ও সামাজিক নিয়মের আড়ালে থাকে।
-
গুলিভার যখন মানবজাতিকে তাদের সত্যিকারের ভয়ঙ্কর রূপে দেখে, তা এতটাই ঘৃণাজনক যে এটি তার মিশানথ্রপি এবং মানসিক পতনের দিকে নিয়ে যায়।
0
Updated: 1 month ago
Why did the Emperor of Lilliput grow suspicious of Gulliver?
Created: 2 months ago
A
Gulliver refused to destroy Blefuscu
B
Gulliver ate too much food daily
C
Gulliver made friends with common people
D
Gulliver demanded gold and wealth
প্রথমে সম্রাট গালিভারকে যুদ্ধজয়ে ব্যবহার করে আনন্দিত ছিলেন। কিন্তু গালিভার যখন ব্লেফুস্কুকে পুরোপুরি ধ্বংস করতে অস্বীকার করে, তখন সম্রাট সন্দেহ করতে থাকেন। তিনি মনে করেন গালিভার হয়তো শত্রু দেশের সঙ্গে বন্ধুত্ব করছে। এই অবিশ্বাসই গালিভারের বিপদের সূচনা করে।
0
Updated: 2 months ago
Why does Swift describe the conflict between Lilliput and Blefuscu in detail?
Created: 1 month ago
A
To show the grandeur of small nations’ wars
B
To ridicule the pettiness of religious and political disputes
C
To glorify military heroism in miniature societies
D
To prove Gulliver’s loyalty to the Lilliputians
লিলিপুট ও ব্লেফাস্কুর যুদ্ধ আসলে একটি ক্ষুদ্র কারণ থেকে শুরু হয়—ডিম ভাঙার দিক নিয়ে ধর্মীয় বিতর্ক। সুইফট এখানে ব্যঙ্গ করেছেন ইউরোপীয় সমাজের ধর্মীয় সংঘাত এবং রাজনৈতিক বিভাজনকে।
ইংল্যান্ড ও ফ্রান্স, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক, এদের যুদ্ধকেও তিনি ক্ষুদ্র দৃষ্টিকোণে তুলে ধরেছেন। পাঠকের কাছে এটি হাস্যকর মনে হলেও, আসলে এটি ইউরোপীয় যুদ্ধগুলির তুচ্ছতা বোঝায়।
মানুষের অহংকার, ধর্মীয় গোঁড়ামি, এবং রাজনৈতিক দ্বন্দ্ব কিভাবে অকারণ সংঘাত সৃষ্টি করে, সুইফট সেটাই ব্যঙ্গ করেছেন।
0
Updated: 1 month ago
What did the Houyhnhnms decide about Gulliver after some time?
Created: 2 months ago
A
He should leave their land
B
He should live as their servant
C
He should punish the Yahoos
D
He should stay among them
হুইনহ্নিমরা মনে করে গালিভার ইয়াহুর মতো হলেও ভিন্ন। তবে তাদের সমাজে এমন ব্যতিক্রম রাখা ঠিক হবে না। তাই সভায় সিদ্ধান্ত হয় গালিভারকে দেশ ছাড়তে হবে। এটি দেখায়—আদর্শ সমাজেও ভিন্নতাকে জায়গা দেওয়া সবসময় সহজ নয়।
1
Updated: 2 months ago