The King of Brobdingnag believes that the best qualification for a legislator is:
A
Noble birth and vast wealth
B
Military genius and experience
C
Ignorance, idleness, and vice
D
A deep understanding of philosophy and law
উত্তরের বিবরণ
এই লাইনটি বইয়ের সবচেয়ে তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্যগুলোর মধ্যে একটি। এর উত্তর বিরোধপূর্ণ ও ব্যঙ্গাত্মক।
-
প্রকৃতপক্ষে, ব্রবডিংনাগের রাজা এই গুণাবলীকে ভালো মনে করেন না।
-
গালিভার যখন গর্বের সঙ্গে ইংরেজি পার্লামেন্ট ও এর সদস্যদের বিস্তারিত বর্ণনা দেন, তখন রাজা তাচ্ছিল্যপূর্ণ উপসংহার টানেন।
-
গালিভারের বর্ণনা অনুযায়ী, রাজনীতিবিদদের নির্বাচন প্রায়ই সম্পদ ও প্রভাবের ওপর নির্ভরশীল, এবং তারা প্রায়ই দুর্নীতি, দলীয় স্বার্থ এবং স্বার্থপরতার মধ্যে লিপ্ত থাকে। এর ভিত্তিতে রাজা ব্যঙ্গাত্মকভাবে বলেন, "অজ্ঞতা, অলসতা এবং অসদাচরণই একজন আইনপ্রণেতার যোগ্যতা নির্ধারণের যথাযথ উপাদান।"
-
এই মন্তব্যের মাধ্যমে রাজা ইংরেজি রাজনৈতিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেন, বোঝাতে চায় যে ব্যবস্থা এতটাই বিকৃত যে এটি মানুষের সেরা গুণাবলী নয়, বরং সবচেয়ে খারাপ গুণাবলীকে পুরস্কৃত করে।

0
Updated: 10 hours ago
Misanthropist means _____.
Created: 1 month ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believes that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 1 month ago
Question: What human weakness does the quote “We ate when we were not hungry, and drank without the provocation of thirst” criticize?
Created: 4 weeks ago
A
Human greed and overindulgence
B
Human honesty and kindness
C
Human courage in difficulties
D
Human respect for nature
এই উদ্ধৃতি দেখায় মানুষ প্রায়ই প্রয়োজনের বাইরে ভোগ করে—ক্ষুধা না থাকলেও খায়, তৃষ্ণা না থাকলেও পান করে। এটি লোভ, ভোগবিলাস এবং সংযমহীনতার ব্যঙ্গ। হুইনহ্নিমদের যুক্তিপূর্ণ জীবনের বিপরীতে মানুষের অসংযমী স্বভাবকে এখানে তুলে ধরা হয়েছে।

0
Updated: 4 weeks ago
How did the farmer use Gulliver before selling him?
Created: 4 weeks ago
A
He kept him as a pet
B
He showed him in public for money
C
He gave him as a gift to the Queen
D
He taught him farming work
কৃষক গালিভারকে প্রথমে খেলনা মনে করলেও পরে বুঝতে পারে তাকে দিয়ে টাকা রোজগার করা যায়। সে গালিভারকে বিভিন্ন শহরে ঘুরিয়ে লোকদের দেখাত এবং প্রবেশমূল্য নিত। এতে গালিভার অনেক কষ্ট পেলেও কৃষকের আর্থিক লাভ হচ্ছিল।

0
Updated: 4 weeks ago