What is the shocking realization Gulliver comes to when he observes the Yahoos?
A
That they are an enchanted species of monkey.
B
That they are a degenerate form of human being.
C
That they are the larval stage of the Houyhnhnms.
D
That they are colonists from a rival European nation.
উত্তরের বিবরণ
এই ঘটনার মধ্যে "গালিভারের ভ্রমণ" এর চরম, ভীতিকর পরিণতি এবং শেষ ভ্রমণের মূল ব্যঙ্গের কেন্দ্রস্থল প্রকাশ পায়।
-
প্রথমে, গালিভার ইয়াহুদের দ্বারা অভিভূত ও ঘৃণিত বোধ করে এবং তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করে। সে হুয়িহ্নমদের কাছে নিজেকে পৃথক ও সভ্য প্রমাণ করার চেষ্টা করে।
-
যেমনই সে তাদের কুঠিন্য, লোভ, কামনা ও সহিংস আচরণ পর্যবেক্ষণ করতে থাকে, সে অবশ্যম্ভাবী সত্যের সম্মুখীন হয়: ইয়াহুরা তার নিজের প্রজাতির একটি কাঁচা, অসভ্য প্রতিচ্ছবি।
-
“ধর্ষণীয় উপলব্ধি” হলো যে, ইয়াহুদের মধ্যে দেখা লোভ, ময়লা, অযৌক্তিক আগ্রাসন ইত্যাদি গুণাবলী মানুষের সমাজেও বিদ্যমান, বিশেষ করে ইউরোপে, যা কেবলমাত্র পোশাক ও সামাজিক আচার দ্বারা ঢেকে রাখা হয়েছে।
-
গালিভার যখন এই সত্যটি দেখেন, তখন মানবজাতিকে তার ছদ্মবেশ ও ভাস্বরতা থেকে মুক্ত অবস্থায় দেখে, যা এতটাই ঘৃণিত যে তাকে চরম মানুষবিদ্বেষী ও মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় পৌঁছে দেয়।
0
Updated: 1 month ago
What special mark did Struldbrugs have?
Created: 2 months ago
A
A blue spot above the left eyebrow
B
A black circle on the forehead
C
A red dot above the left eyebrow
D
A golden ring on the hand
লাগনাগে স্ট্রাল্ডব্রাগসদের আলাদা করে চেনার জন্য তাদের বাম ভ্রুর ওপর নীল দাগ থাকত। এ দাগ জন্মের সময় থেকেই থাকত। এর মাধ্যমে মানুষ বুঝতে পারত যে সে অমর। কিন্তু অমরত্ব তাদের জন্য সুখের বদলে দুঃখ বয়ে আনে।
0
Updated: 2 months ago
What punishment did some Lilliputian ministers secretly plan for Gulliver?
Created: 2 months ago
A
To blind him and starve him slowly
B
To execute him by arrows
C
To drown him in the sea
D
To exile him forever
গালিভার সম্রাটকে সবসময় খুশি করতে পারেনি। ফলে কয়েকজন মন্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাদের পরিকল্পনা ছিল তার চোখ উপড়ে ফেলা ও ধীরে ধীরে অনাহারে মারা ফেলা। এভাবে তারা সরাসরি হত্যার বদলে নিষ্ঠুর উপায়ে তাকে শেষ করতে চেয়েছিল।
0
Updated: 2 months ago
How did Gulliver view the King of Brobdingnag?
Created: 2 months ago
A
As wise and morally upright
B
As cruel and arrogant
C
As ignorant of politics
D
As weak and careless
গালিভার রাজাকে ন্যায়পরায়ণ, জ্ঞানী ও সৎ শাসক হিসেবে বর্ণনা করে। যদিও রাজা ইংল্যান্ডকে ব্যঙ্গ করেন, তবুও গালিভার বুঝতে পারে তিনি উচ্চ নৈতিকতার অধিকারী। রাজা স্বার্থপরতা নয়, বরং ন্যায়ের পথে চলেন। এর মাধ্যমে সুইফট এক আদর্শ শাসকের প্রতিচ্ছবি দিয়েছেন।
0
Updated: 2 months ago