When Gulliver first wakes up in Lilliput, what is his condition?
A
He is in a comfortable bed, well-fed and rested.
B
He is lying on his back, with his arms, legs, and hair tied to the ground.
C
He is running from the Lilliputians, trying to escape them.
D
He is being carried to the capital city in a large cage.
উত্তরের বিবরণ
Gulliver’s Travels-এ, গালিভারের জাহাজ একটি প্রবল ঝড়ে ধরা পড়ে, যা জাহাজকে পথভ্রষ্ট করে, একটি পাথরে আঘাত করায় এবং শেষমেষ ভেঙে যায়।
-
দক্ষ সাঁতারু হিসেবে, গালিভার ধ্বংসাবশেষ থেকে বেঁচে যায় এবং লিলিপুটের তটে সাঁতার কেটে পৌঁছায়।
-
তটবর্তী ক্লান্তিতে তিনি গভীর ঘুমে ডুবে যান।
-
ঘুম থেকে জেগে তিনি দেখতে পান, নিজেকে সম্পূর্ণভাবে আটকে রাখা হয়েছে; লিলিপুটরা তার অঙ্গপ্রত্যঙ্গ এবং এমনকি চুলও দৃঢ় কিন্তু সরু সূতোর সাহায্যে মাটিতে বেঁধেছে, ফলে তিনি তাদের উপস্থিতি বুঝতে পারার আগেই বন্দী হন।
এই ঘটনা ক্ষুদ্র এবং সুক্ষ্ম লিলিপুটদের পরিচয় করিয়ে দেয় এবং পরবর্তি ব্যঙ্গাত্মক ও দুঃসাহসিক অভিযানগুলোর মঞ্চ প্রস্তুত করে।

0
Updated: 2 hours ago
Who first discovered Gulliver in Brobdingnag?
Created: 4 weeks ago
A
A farmer
B
The Queen
C
The King
D
A fisherman
গালিভার প্রথমে এক বিশাল কৃষকের চোখে পড়ে। কৃষক তাকে খেলনার মতো ছোট দেখে অবাক হয়। পরে কৃষক তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রদর্শনীর জন্য ব্যবহার করতে থাকে। এখান থেকেই তার ব্রবডিংনাগের জীবনের শুরু।

0
Updated: 4 weeks ago
How did Gulliver’s family react after his final return in Book IV?
Created: 4 weeks ago
A
They sent him back to sea
B
They celebrated his safe return
C
They ignored his stories
D
They feared his strange behavior
দেশে ফিরে গালিভার মানুষের প্রতি ঘৃণা দেখাতে থাকে। সে ঘোড়ার সঙ্গে সময় কাটাত এবং পরিবার থেকেও দূরে থাকত। তার এই অস্বাভাবিক আচরণে স্ত্রী-সন্তান ভীত হয়ে যায়। এতে বোঝা যায়—হুইনহ্নিমদের অভিজ্ঞতা তার মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল।

0
Updated: 4 weeks ago
What special mark did Struldbrugs have?
Created: 4 weeks ago
A
A blue spot above the left eyebrow
B
A black circle on the forehead
C
A red dot above the left eyebrow
D
A golden ring on the hand
লাগনাগে স্ট্রাল্ডব্রাগসদের আলাদা করে চেনার জন্য তাদের বাম ভ্রুর ওপর নীল দাগ থাকত। এ দাগ জন্মের সময় থেকেই থাকত। এর মাধ্যমে মানুষ বুঝতে পারত যে সে অমর। কিন্তু অমরত্ব তাদের জন্য সুখের বদলে দুঃখ বয়ে আনে।

0
Updated: 4 weeks ago