What happens to Gulliver's ship, the Antelope, leading to his arrival in Lilliput?
A
It is attacked by pirates
B
It is wrecked in a violent storm.
C
The crew mutinies and abandons him.
D
It runs aground on a hidden sandbar.
উত্তরের বিবরণ
গালিভারের প্রথম ভ্রমণ Gulliver’s Travels-এ শুরু হয় অ্যান্টেলোপ জাহাজে। প্রথমে যাত্রা মসৃণ হলেও, পরে ঘটনাচক্রে এটি একটি প্রবল ঝড়ের কবলে পড়ে, পথভ্রষ্ট হয় এবং শেষমেষ পাথরে আঘাত করে ভেঙে যায়।
-
দক্ষ সাঁতারুর মতো, গালিভার জাহাজের ধ্বংসাবশেষ থেকে নিজেকে বাঁচিয়ে লিলিপুটের তটে সাঁতার কাটে।
-
বিপর্যয়ের পর, তিনি ক্লান্ত হয়ে সমুদ্র সৈকতে ঘুমিয়ে পড়েন।
-
ঘুমের মধ্যে ক্ষুদ্র লিলিপুটরা তাকে খুঁজে পায় এবং বন্দী করে, যা এই কল্পিত ভ্রমণকাহিনীর সূচনা।
এই ঘটনা গালিভারের ক্ষুদ্রলোকের সঙ্গে দুঃসাহসিক অভিযানের সূচনা করে এবং পাঠককে সুইফটের ব্যঙ্গাত্মক ও কল্পনাপ্রসূত জগতের সঙ্গে পরিচয় করায়।
0
Updated: 1 month ago
Why did the Emperor of Lilliput grow suspicious of Gulliver?
Created: 2 months ago
A
Gulliver refused to destroy Blefuscu
B
Gulliver ate too much food daily
C
Gulliver made friends with common people
D
Gulliver demanded gold and wealth
প্রথমে সম্রাট গালিভারকে যুদ্ধজয়ে ব্যবহার করে আনন্দিত ছিলেন। কিন্তু গালিভার যখন ব্লেফুস্কুকে পুরোপুরি ধ্বংস করতে অস্বীকার করে, তখন সম্রাট সন্দেহ করতে থাকেন। তিনি মনে করেন গালিভার হয়তো শত্রু দেশের সঙ্গে বন্ধুত্ব করছে। এই অবিশ্বাসই গালিভারের বিপদের সূচনা করে।
0
Updated: 2 months ago
Why did Gulliver enjoy his visit to Glubbdubdrib?
Created: 2 months ago
A
He discovered new sciences
B
He learned magical tricks
C
He found treasures of gold
D
He could meet famous dead people
গ্লাবডাবড্রিবের গভর্নর মৃতদের আত্মা ডাকতে পারত। গালিভার এ সুযোগে হোমার, আলেকজান্ডার, সিজারের মতো ঐতিহাসিক ব্যক্তির সঙ্গে দেখা করে। এতে সে ইতিহাসের সত্যতা উপলব্ধি করে। সুইফট এখানে দেখিয়েছেন—বর্তমান সমাজ অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে।
1
Updated: 2 months ago
Gulliver's disgust with humans after the Houyhnhnms voyage is paradoxical because-
Created: 3 weeks ago
A
He believes humans can be fully reformed with education
B
He still accepts the inevitability of human moral corruption
C
He fully renounces human society and becomes a recluse
D
He entirely blames the Houyhnhnms for setting impossible standards
গালিভার (Gulliver) যখন হুইহ্নিমদের (Houyhnhnms) সমাজ থেকে ফিরে আসে, তখন মানুষের প্রতি তার বিতৃষ্ণা এক ধরনের বৈপরীত্যপূর্ণ মনোভাব (paradoxical attitude) প্রকাশ করে। তিনি যুক্তিবাদী ও নৈতিক জীব হিসেবে হুইহ্নিমদের অনুকরণ করতে চান, কিন্তু সেই চেষ্টাতেই নিজে হয়ে ওঠেন অতি অহংকারী ও মানববিরাগী (misanthropic)—যা আসলে সেই অযুক্তিকতা ও গর্বেরই প্রতিফলন, যেগুলোর জন্য তিনি মানুষকে ঘৃণা করেন।
১. হুইহ্নিমদের যুক্তিনির্ভর, শান্তিপূর্ণ জীবনের প্রতি গালিভারের আকর্ষণ তাকে মানব সমাজ থেকে দূরে ঠেলে দেয়।
২. কিন্তু এই বিচ্ছিন্নতা (isolation) তার নিজের মানবিক সীমাবদ্ধতাকেই তুলে ধরে—তিনি নিজেই প্রমাণ করেন যে মানুষ সম্পূর্ণভাবে যুক্তিনির্ভর হতে পারে না।
৩. ফলে, মানুষের দোষ খুঁজতে গিয়ে গালিভার নিজেই হয়ে ওঠেন অযৌক্তিক ও আত্মকেন্দ্রিক (irrational and self-righteous), যা তার চরিত্রে এক গভীর বৈপরীত্য সৃষ্টি করে।
এই কারণেই তার মানুষের প্রতি ঘৃণা একটি paradox — তিনি যেভাবে মানুষ হতে অস্বীকার করেন, সেটাই প্রমাণ করে তিনি এখনো মানুষ হিসেবেই চিন্তা ও প্রতিক্রিয়া করেন।
0
Updated: 3 weeks ago