Who is considered the greatest satirist of English literature?
A
George Orwell
B
Jane Austen
C
John Dryden
D
Jonathan Swift
উত্তরের বিবরণ
জোনাথান সুইফটকে ইংরেজি সাহিত্যের একজন মহান ব্যঙ্গরচয়িতা হিসেবে বিবেচনা করা হয়, কারণ তিনি বিনোদন, বিদ্রূপ এবং অতিরঞ্জন ব্যবহার করে সামাজিক, রাজনৈতিক এবং নৈতিক বিষয়গুলোকে দক্ষতার সঙ্গে উপস্থাপন করেছেন।
তার লেখার ধারা বহু প্রজন্মের লেখককে প্রভাবিত করেছে এবং কার্যকরী ব্যঙ্গের একটি মডেল হিসেবে এখনও অধ্যয়ন করা হয়।
-
তার বিখ্যাত কাজগুলোর মধ্যে অন্যতম:
-
A Modest Proposal: একটি তীব্র ব্যঙ্গাত্মক প্রবন্ধ, যা ব্রিটিশ নীতির সমালোচনা করে এবং সামাজিক অন্যায়ের দিকে চটকদার বিদ্রূপের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে।
-
Gulliver’s Travels: একটি কাল্পনিক ভ্রমণকাহিনী, যেখানে লেমুয়েল গুলিভারের ভ্রমণের মাধ্যমে মানব প্রকৃতি, সমাজ, রাজনীতি এবং বিজ্ঞানকে সুইফট তীব্রভাবে ব্যঙ্গ করেছেন।
-
সুইফটের হাস্যরস, সামাজিক মন্তব্য এবং নৈতিক সমালোচনার অনন্য মিশ্রণ তাকে সাহিত্যে একটি উচ্চ স্থান দিয়েছে।
0
Updated: 1 month ago
How did the Queen of Brobdingnag treat Gulliver?
Created: 2 months ago
A
With kindness and care
B
As a prisoner
C
As a scientific object
D
With neglect and cruelty
কৃষক গালিভারকে রাজার প্রাসাদে বিক্রি করে দিলে রানি তাকে স্নেহ করেন। তিনি গালিভারের থাকার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করান এবং তার খাবার, নিরাপত্তা সবকিছু দেখাশোনা করেন। এতে গালিভার অনেক স্বস্তি পায়।
0
Updated: 2 months ago
Who were the Yahoos?
Created: 2 months ago
A
Loyal servants of the Houyhnhnms
B
Brutish and dirty human-like creatures
C
Educated but greedy men
D
Giants living in caves
ইয়াহুরা ছিল পশুসুলভ, নোংরা ও হিংস্র মানুষসদৃশ প্রাণী। তারা স্বার্থপর, লোভী ও অসভ্য ছিল। সুইফট এদের মাধ্যমে মানবজাতির অমানবিক দিক ব্যঙ্গ করেছেন। গালিভার তাদের দেখে মানুষ সম্পর্কে ভীত ও হতাশ হয়ে পড়ে।
0
Updated: 2 months ago
What weapons do the Lilliputians use against Gulliver when they first encounter him?
Created: 1 month ago
A
Tiny daggers and spears.
B
Small but powerful muskets.
C
Bows and arrows.
D
Nets and ropes to capture him.
গুলিভার যখন প্রথম লিলিপুটের তীরে জেগে ওঠে এবং তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, তখন ছোট্ট অধিবাসীরা সংগঠিত সামরিক প্রতিরোধ চালায়।
-
তারা হাজার হাজার ছোট তীর ছুঁড়ে তাকে আক্রমণ করে, যা তার হাত ও মুখে সুঁইয়ের মতো চেঁচামেচি সৃষ্টি করে।
-
আক্রমণ গুরুতর আঘাত না দিলেও বেদনাদায়ক এবং এটি তাদের সংখ্যা ও দৃঢ়তা প্রদর্শন করে।
-
এই অভিজ্ঞতার কারণে গালিভার শান্ত হয়ে পড়ে এবং আর স্থানচ্যুত হওয়ার চেষ্টা করে না।
0
Updated: 1 month ago