প্রাকৃতিক গ্যাসে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমানে থাকে?
A
মিথেন
B
ইথেন
C
প্রোপেন
D
বিউটেন
উত্তরের বিবরণ
প্রাকৃতিক গ্যাস
-
প্রাকৃতিক গ্যাস শক্তির একটি পরিচিত উৎস, যা মূলত ভূগর্ভ থেকে প্রাপ্ত হয়।
-
এটি তাপশক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়।
-
পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড তাপ ও চাপের ফলে এই গ্যাস সৃষ্টি হয়।
-
পেট্রোলিয়াম কূপ থেকেও প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা যায়।
-
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (Methane)।
-
এই ধরনের শক্তিকে জীবাশ্ম শক্তি (Fossil Fuel) বলা হয়।
প্রাকৃতিক গ্যাসের উপাদান ও পরিমাণ:
-
মিথেন: ৮০–৯০%
-
ইথেন: ১৩%
-
প্রোপেন: ৩%
-
এছাড়া কিছু পরিমাণ বিউটেন, ইথিলিন এবং নাইট্রোজেন থাকে।
-
বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫–৯৯%।
উৎস:

0
Updated: 2 hours ago
বর্তনীতে কত ধরনের রোধ ব্যবহার করা হয়?
Created: 2 hours ago
A
এক
B
দুই
C
তিন
D
চার
রোধ (Resistance)
-
কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্থ করার ক্ষমতাকে রোধ বলা হয়।
-
বর্তনীতে সাধারণত দুই প্রকার রোধ ব্যবহার করা হয়:
১. স্থির রোধ (Fixed Resistance):
-
যার মান নির্দিষ্ট এবং পরিবর্তন করা যায় না।
২. পরিবর্তনশীল রোধ (Variable Resistance):
-
যার মান প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যায়।
-
বর্তনীতে তড়িৎ প্রবাহ বা বিভব পরিবর্তনের জন্য পরিবর্তনশীল রোধ ব্যবহার করা হয়।
উৎস:

0
Updated: 2 hours ago
নিচের কোন রাশিটি মৌলিক রাশির উপর নির্ভরশীল?
Created: 3 hours ago
A
সময়
B
বেগ
C
ভর
D
তড়িৎপ্রবাহ
রাশি
-
প্রকৃতিতে যে সব পরিমাপযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, তা রাশি নামে পরিচিত।
-
উদাহরণ: একটি লোহার বলের ভর পরিমাপ করা যায়। এখানে ভর একটি রাশি।
মৌলিক রাশি
-
যেগুলো পরিমাপের জন্য অন্য কোন রাশির উপর নির্ভর করতে হয় না, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
-
উদাহরণ: সময় একটি মৌলিক রাশি, কারণ এটি অন্য কোন রাশির উপর নির্ভর করে না।
-
বিজ্ঞানীরা মোট সাতটি মৌলিক রাশি চিহ্নিত করেছেন:
• দৈর্ঘ্য
• ভর
• সময়
• তাপমাত্রা
• তড়িৎপ্রবাহ
• দীপন তীব্রতা
• পদার্থের পরিমাণ
যৌগিক (লব্ধ) রাশি
-
কিছু রাশি অন্য মৌলিক রাশির উপর নির্ভরশীল।
-
উদাহরণ: বেগ পরিমাপ করতে দূরত্ব ও সময় জানা প্রয়োজন। বেগ = দূরত্ব ÷ সময়। তাই বেগ একটি লব্ধ বা যৌগিক রাশি।
-
যৌগিক রাশির উদাহরণ:
• কাজ
• বল
• তাপ
• বেগ
• ত্বরণ
• বিভব
উৎস:

0
Updated: 3 hours ago
দৃশ্যমান আলোক তরঙ্গের কোন বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়?
Created: 2 hours ago
A
কমলা
B
লাল
C
বেগুনি
D
সবুজ
দৃশ্যমান আলোক তরঙ্গ
-
তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির পরের ক্ষুদ্র অংশ আমাদের চোখে দেখা যায়; এটিকে দৃশ্যমান বিকিরণ বা দৃশ্যমান আলোক তরঙ্গ বলা হয়।
-
দৃশ্যমান আলোর সাতটি প্রধান ভাগ: বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
-
বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি।
-
লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
-
তরঙ্গদৈর্ঘ্য যত বড়, আলো তত কম বিচ্যুত হয় এবং কম প্রতিসরণ ঘটে।

0
Updated: 2 hours ago