এক্স-রে রশ্মি জীবন্ত কোষের উপর কী প্রভাব ফেলে?
A
উত্তেজিত করে
B
বিকশিত করে
C
রক্ষা করে
D
ধ্বংস করে
উত্তরের বিবরণ
শব্দের সঞ্চালন
-
শব্দ সৃষ্টির উৎস হলো কম্পনশীল বস্তু।
-
কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে যে আন্দোলন তৈরি হয় এবং যা মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করে, তাকে ঢেউ বলা হয়।
-
উদাহরণ: একটি লম্বা স্প্রিং-এর এক প্রান্তে আঘাত করলে স্প্রিংটি সংকুচিত ও প্রসারিত হয়ে আন্দোলন সঞ্চালন করে; শব্দের ঢেউও এভাবেই সঞ্চালিত হয়।
-
-
শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলা হয়।
-
শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, যা হতে পারে কঠিন, তরল বা বায়বীয়।
-
কঠিন মাধ্যমে শব্দের গতি সর্বোচ্চ এবং সঠিকভাবে সঞ্চালিত হয়।
-
তরল মাধ্যমে শব্দ বায়ুর চেয়ে দ্রুত এবং ভালোভাবে সঞ্চালিত হয়।
-
বায়ু মাধ্যমে শব্দ তুলনামূলকভাবে ধীরগতিতে সঞ্চালিত হয়।
-
-
মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না, অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় না।
উৎস:
0
Updated: 1 month ago
রেশম পোকা পালনকে কী বলা হয়?
Created: 1 month ago
A
এপিকালচার
B
সেরিকালচার
C
পিসিকালচার
D
ভিটিকালচার
সেরিকালচার (Sericulture) ও রেশম পোকা পালন:
-
সেরিকালচার:
-
বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকা চাষকে সেরিকালচার বলে।
-
রেশম পোকা বা Silk Worm-এর বৈজ্ঞানিক নাম Bombyx mori।
-
তুঁতজাত রেশম মথের চাষ, এর গুটি থেকে অপরিশোধিত রেশম সংগ্রহ ও পরিশোধন করে ব্যবহারযোগ্য রেশম সুতো তৈরি করার পুরো প্রক্রিয়াকেই সেরিকালচার বলা হয়।
-
-
অন্যান্য প্রাসঙ্গিক চাষাবাদ:
-
এপিকালচার (Apiculture): মৌমাছি পালন, প্রধানত মধু সংগ্রহের জন্য।
-
পিসিকালচার (Pisciculture): মাছ চাষ বা পালন।
-
ভিটিকালচার (Viticulture): মদ তৈরির জন্য আঙ্গুর চাষ।
-
0
Updated: 1 month ago
প্রকৃতিতে কোন শক্তির উৎস সীমিত?
Created: 1 month ago
A
প্রাকৃতিক গ্যাস
B
সৌর শক্তি
C
বায়োগ্যাস
D
বায়ুপ্রবাহ শক্তি
শক্তির উৎস
শক্তির উৎস প্রধানত দুই প্রকার: নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য।
১. নবায়নযোগ্য শক্তির উৎস:
-
এটি এমন একটি শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং নিঃশেষ হয় না।
-
নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব, তাই এটিকে গ্রীন শক্তি বলা হয়।
-
বর্তমানে পৃথিবীর মানুষ যে পরিমাণ শক্তি ব্যবহার করে, তার প্রায় এক পঞ্চমাংশই নবায়নযোগ্য শক্তি থেকে আসে।
-
উদাহরণ: সমুদ্রস্রোত, বায়োগ্যাস, বায়ুপ্রবাহ, সৌর শক্তি, ভূ-তাপীয় শক্তি ইত্যাদি।
২. অনবায়নযোগ্য শক্তির উৎস:
-
অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না।
-
প্রকৃতিতে এর উৎস সীমিত এবং আমাদের দেশে চাহিদার তুলনায় মজুদ কম।
-
উৎপাদনের খরচ বেশি এবং অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়।
-
উদাহরণ: কয়লা, খনিজ তেল, নিউক্লিয় শক্তি, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago
কোন তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়?
Created: 1 month ago
A
০° C
B
৪° C
C
৩৩° C
D
১০০° C
পানির ধর্ম (Properties of Water)
-
পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল।
-
৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক।
-
০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়।
-
১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।
-
এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১ গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার³।
-
১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।
-
৭৬০ মিমি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াসে বাষ্পে রূপান্তরিত হয়।
উৎস:
0
Updated: 1 month ago