কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
A
বায়ু
B
শূন্য
C
পানি
D
লোহা
উত্তরের বিবরণ
শব্দ তরঙ্গ (Sound Wave)
-
শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, কারণ এটি বস্তুর কম্পনের মাধ্যমে সৃষ্টি হয় এবং সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন।
-
এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ প্রবাহের দিক এবং কম্পনের দিক একই।
-
শব্দের গতি মাধ্যমের ওপর নির্ভর করে:
-
কঠিন পদার্থে সবচেয়ে বেশি (যেমন ইস্পাত, লোহা)।
-
তরল পদার্থে কম (যেমন পানি)।
-
বায়বীয় পদার্থে সবচেয়ে কম।
-
শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না।
-
-
শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার ওপরও নির্ভর করে।
-
শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। অর্থাৎ, তরঙ্গের বিস্তার বেশি হলে তীব্রতা বেশি, বিস্তার কম হলে তীব্রতা কম।
উৎস:
0
Updated: 1 month ago
’সাহারা মরুভূমি’ উত্তর আফ্রিকার কতটি অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে?
Created: 1 month ago
A
১১টি
B
৬টি
C
১৫টি
D
৮টি
ঠিক আছে, তথ্যটি সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। সংক্ষেপে:
সাহারা মরুভূমি:
-
বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি।
-
আয়তন: প্রায় ৯,২০০,০০০ বর্গকিমি।
-
আফ্রিকার প্রায় ৩১% অংশ জুড়ে বিস্তৃত।
-
অবস্থান: উত্তর আফ্রিকার ১১টি দেশে বিস্তীর্ণ।
উক্ত দেশসমূহ: আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
উৎস:
0
Updated: 1 month ago
’গ্রীনল্যান্ড দ্বীপ’ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 1 month ago
A
ভূমধ্যসাগরে
B
প্রশান্ত মহাসাগরে
C
উত্তর আটলান্টিক মহাসাগরে
D
ভারত মহাসগরে
গ্রীনল্যান্ড:
-
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে।
-
স্থানীয় ভাষায় নাম: কালালিত নুনাত (অর্থাৎ "গ্রীনল্যান্ডবাসীদের দেশ")।
-
পরিচিত বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহ-এর জন্য।
-
রাজধানী: নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
অপর বৃহত্তম দ্বীপসমূহ:
-
নিউ গিনি – বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।
-
বোর্নিও – বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ।
-
মাদাগাস্কার – বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ।
উৎস:
0
Updated: 1 month ago
সিমেন্ট তৈরিতে প্রধান কাঁচামাল কী?
Created: 1 month ago
A
চুনাপাথর
B
কয়লা
C
সালফার
D
বালি
সিমেন্ট উৎপাদন ও চুনাপাথরের ভূমিকা:
-
চুনাপাথর (Limestone):
-
সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল।
-
এতে ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) থাকে, যা পোড়ালে ক্যালসিয়াম অক্সাইড (CaO) এ পরিণত হয়।
-
অন্যান্য উপাদানের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে সিমেন্ট তৈরি হয়।
-
-
সিমেন্ট উৎপাদনের কাঁচামাল:
-
ক্যালকেরিয়াস (Calcareous): চুনাপাথর, সিমেন্ট রক, মার্বেল, চক ইত্যাদি।
-
আরজিলেসিয়াস (Argillaceous): সিলিকা (SiO2), অ্যালুমিনা (Al2O3), আয়রন অক্সাইড (Fe2O3) ইত্যাদি।
-
-
পোর্টল্যান্ড সিমেন্টের সাধারণ শতকরা সংযুক্তি:
-
চুন (CaO) → 60-70%
-
সিলিকা (SiO2) → 20-25%
-
অ্যালুমিনা (Al2O3) → 5-10%
-
ফেরিক অক্সাইড (Fe2O3) → 2-3%
-
ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) → 1-5%
-
ক্ষার → 1%
-
0
Updated: 1 month ago